TET পরীক্ষা : অনলাইনে আবেদন শুরু ১৯ অক্টোবর পর্যন্ত

CTET (Central Teacher Eligibility Test) -এর দুটি পরীক্ষা হয় যথা Paper- I ও Paper- II. Paper- I হলো ক্লাস I থেকে V পর্যন্ত এবং Paper- II ক্লাস VI থেকে VII পর্যন্ত শিক্ষকতা করার জন্য পরীক্ষা। প্রার্থীরা তাদের যোগ্যতা অনুযায়ী Paper- I এবং Paper- II এর মধ্যে যেকোনো একটিতে অথবা উভয় পরীক্ষাতে আবেদন করতে পারেন।
শিক্ষাগত যোগ্যতা-
Paper- I: অন্তত ৪৫ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ, সঙ্গে ২ বছরের D.El.Ed কোর্স পাশ করে থাকতে হবে। এবং যেসব প্রার্থীরা D.El.Ed কোর্সের শেষ বর্ষে (Final Year) পাঠরত তারাও আবেদন করতে পারবেন।
অথবা, অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ, সঙ্গে ৪ বছরের B.El.Ed (Bachelor of Elementary Education) কোর্স পাশ করে থাকতে হবে।
অথবা, যেকোনো শাখায় স্নাতক পাশ, সঙ্গে ২ বছরের D.El.Ed কোর্স পাশ করে থাকতে হবে।
Paper- II: যেকোনো শাখায় স্নাতক পাশ, সঙ্গে ২ বছরের D.El.Ed কোর্স পাশ করে থাকতে হবে।
অথবা, অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক পাশ, সঙ্গে ১ বছরের B.Ed কোর্স পাশ করে থাকতে হবে।
বয়সসীমা- আবেদকারীর বয়স হতে হবে কমপক্ষে ১৭ বছর।
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর ও একটি ইমেল আইডি থাকতে হবে। আবেদন করার সময় প্রার্থীর ছবি এবং সই স্ক্যান করে আপলোড করতে হবে। স্ক্যান করা ছবির সাইজ (৩.৫ x ৪.৫) হতে হবে ১০- ১০০ কেবির মধ্যে। স্ক্যান করা সই -এর সাইজ হতে হবে ৩- ৩০ কেবির মধ্যে। ctet.nic.in ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। নীচে দেওয়া লিংকে ক্লিক করে অনলাইনে আবেদন ও অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন।
আবেদন ফি- যেসব প্রার্থীরা শুধুমাত্র একটি পরীক্ষার জন্য আবেদন করবেন (Paper- I অথবা Paper- II) তাদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ জমা দিতে হবে ১০০০ টাকা (GEN/ OBC) এবং ৫০০ টাকা (SC/ ST/ PWD)। আর যেসব পরীক্ষার্থীরা উভয় পরীক্ষার জন্য আবেদন করবেন (Paper- I ও Paper- II) তাদের ক্ষেত্রে ১২০০ টাকা (GEN/ OBC) এবং ৬০০ টাকা (SC/ ST/ PWD)। আবেদন ফি জমা দিতে পারবেন Debit Crad, Credit Card, Net Banking, Master Card, VISA Card -এর মাধ্যমে।
পরীক্ষার সিলেবাস-
Paper- I:
i) Child Development and Pedagogy (compulsory): 30 Marks
ii) Language I (compulsory): 30 Marks
iii) Language II (compulsory): 30 Marks
iv) Mathematics: 30 Marks
v) Environmental Studies: 30 Marks
মোট ১৫০ নম্বরের পরীক্ষা। সময়সীমা ২ ঘন্টা ৩০ মিনিট।
Paper- I:
i) Child Development & Pedagogy (compulsory): 30 Marks
ii) Language I (compulsory): 30 Marks
iii) Language II (compulsory): 30 Marks
iv) Mathematics and Science (for Mathematics and Science teacher): 60 Marks
OR, Social Studies/Social Science (for Social Studies/Social Science teacher): 60 Marks
মোট ১৫০ নম্বরের পরীক্ষা। সময়সীমা ২ ঘন্টা ৩০ মিনিট।
পরীক্ষার তারিখ- CBT (Computer Based Test) হবে ১৬ ডিসেম্বর ২০২১ থেকে ১৩ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত।
আবেদন শুরু: ২০/০৯/২০২১
আবেদন শেষ: ১৯/১০/২০২১
Official Notice: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here