জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর অ্যালবাম পার্ট - ৭ | General Knowledge Questions And Answer Album Part - 7
Dear User AskMore.In চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর অ্যালবাম পার্ট - ৭ | General Knowledge Questions And Answer Album Part - 7 প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যেমন Railway Group D, PSC Clerkship, WBCS, SSC, SSC MTS, WBP Abgari Constable, WBP SI, WBP Constable, ICDS Supervisor, Railway Group D, RRB NTPC, PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, গণিত, ইংরাজি, ইতিহাস, জি.আই, রিসনিং ইত্যাদি বিষয় থেকে অনেক প্রশ্ন আসে। তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি List Of Important Branches Of Science Pdf. নিচে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখার তালিকা টি যত্নসহকারে পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন।
MCQ SHORT GK Questions And Answer
১। দামোদরের প্রধান উপনদীর নাম কি ?
উঃ– বরাকর ।
২। বালুরঘাট কোন জেলার সদর?
উঃ– দক্ষিণ দিনাজপুর
৩।আয়তনে পশ্চিমবঙ্গ প্রায় কোন দেশের সমান?
উঃ– ভিয়েত নাম
৪। রাগী উৎপাদনে ভারতে প্রথম স্থানে আছে কোন রাজ্য ?
উঃ– কর্ণাটক।
৫। মাতলা নদী কোন জেলায় অবস্থিত?
উঃ– দক্ষিণ 24- পরগনা
৬। চম্বল উপত্যকায় বড় খাতবিশিষ্ট অঞ্চলকে কী বলে ?
উঃ– বীহড়।
৭। প্রথম কাগজকল কোথায় স্থাপিত হয় ?
উঃ– শ্রীরামপুরে (১৮৩২ সালে)।
৮। প্রাকৃতিক আঁচল কাকে বলা হয়?
উঃ– অরণ্য
৯। করোনেশন ব্রিজ কোথায় অবস্থিত ?
উঃ– তিস্তা নদীর ওপর ।
১০। কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের একমাত্র আণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় আছে ?
উঃ– তারাপুর।
১১। দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চলটি কী নামে পরিচিত ?
উঃ– ডেকানট্রাপ
১২। কানা নদীর মধ্যবর্তী ও শেষ অংশের নাম কি ?
উঃ– কুন্তী নদী ।
১৩। বর্তমানে বাংলার জেলার সংখ্যা কতগুলি ?
উঃ– 23টি ।
১৪। ভারতের সর্ববৃহত বাঘ্র্য সংরক্ষণ কেন্দ্র কোনটি? ?
উঃ–নাগার্জুন সাগর ।
১৫। ভারতে বাঘ্র সংরক্ষণ কবে শুরু হয়েছিল?
উঃ– ১লা এপ্রিল ১৯৭৩ ।
১৬। সুন্দরবন হল একটি _____
উঃ– সুরক্ষিত বনভূমি ।
১৭। স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে কি মাপা হয়?
উঃ– ভার
১৮। সুন্দরবন ম্যানগ্রোভ বাদাবন অবস্থিত যে জেলায় সেই জেলাটি হল
উঃ– দক্ষিণ 24 পরগনা ।
১৯। জলের বাষ্পীভবনের লীনতাপ কত?
উঃ– 537 ক্যালরি/গ্রাম
২০। ‘Chicken’s Neck’ বলা হয় কাকে ?
উঃ– উত্তর দিনাজপুরের চোপড়াকে ।
২১। ‘City of Joy’ কোন শহরকে বলে ?
উঃ কলকাতাকে ।
২২। বাংলার উত্তরের সমভূমি অংশ হল একটি ____
উঃ– বরেন্দ্রভূমি ।
২৩। বাংলা ও নেপাল সীমান্তে রয়েছে কোন পর্বত ?
উঃ– সিঙ্গলিলা ।
২৪। বাংলার সর্বোচ্চ শৃঙ্গ এর নাম কি ?
উঃ– সান্দাকফু ।
২৫।বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়ের নাম কি?
উঃ– চন্দ্রনাথ ।
২৬। বহরমপুর বিখ্যাত কিসের জন্য ?
উঃ– রেশম শিল্পের জন্য ।
২৭। রাঢ় সমভূমির ভূপ্রকৃতি হলো___
উঃ– তরঙ্গায়িত ।
২৮। নীচের কোনটি একটি দুন উপত্যকা?
উঃ– মনাসুলা ।
২৯। বক্স গিরিখাত দিয়ে যাওয়া যায়___
উঃ– ভুটানে ।
৩০। ইক্ষু উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?
উঃ– উত্তরপ্রদেশ
৩১।পেডং কথার অর্থ হল
উঃ– অর্কিডের শহর ।
৩২। তরাই শব্দের অর্থ হলো
উঃ– স্যাঁতসেঁতে ভূমি ।
৩৩।শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত ?
উঃ– বাঁকুড়া জেলায় ।
৩৪। দার্জিলিং পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ Rail Station হল
উঃ– ঘুম ।
৩৫। জাতীয় জলপথ এন ডবলিউ ১ কোন দুটি বন্দরকে সংযুক্ত করেছে?
উঃ– এলাহাবাদ ও হলদিয়া ।
৩৬। মথুরাখালি পাহাড় অবস্থিত কোন জেলায় ?
উঃ– বীরভূমে ।
৩৭। গঙ্গা দুভাগে বিভক্ত হয়েছে মুর্শিদাবাদের কোন জায়গায় ?
উঃ– ধুলিয়ানে ।
৩৮। গঙ্গা বাংলায় কত কিলো মিটার প্রবাহিত হয়েছে ?
উঃ– 520 কিমি ।
৩৯। বাংলার প্রধান নদী নাম কি ?
উঃ– গঙ্গা ।
৪০। দামোদরনদকে কি নদী বলে ?
উঃ– বাংলার দুঃখ ।
৪১।কোলকাতা কোন নদীর তীরে অবস্থিত ?
উঃ– ভাগীরথী ।
৪২। রাঢ় অঞ্চলের সবচেয়ে বড়ো শহর হল___
উঃ– বর্ধমান ।
৪৩। নীচের কোনটি গঙ্গার ডান তীরের উপনদী?
উঃ– দিঘা ও জুনপুট ।
৪৪। ভারতে প্রথম পাতাল রেল চালু কোথায় হয় ?
উঃ– শোন ।
৪৫। কিসের জন্য হলদিয়া বিখ্যাত ?
উঃ– পেট্রোরসায়ন শিল্পের জন্য ।
৪৬। কি কারণে কৃষ্ণনগর বিখ্যাত ?
উঃ– মৃৎ শিল্পের জন্য ।
৪৭। জলপাইগুড়ি শহর অবস্থিত কোন দুটি নদীর তীরে ?
উঃ– মহানন্দা ও বালাসন নদীর তীরে ।
৪৮। শংকরপুর একটি____
উঃ– মৎস্য বন্দর ।
৪৯। কোথায় বাংলায় প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় অবস্থিত ?
উঃ– কলকাতায় (বেলগাছিয়া) ।
৫০। WTO এর সদর শহর কোথায় অবস্থিত ?
উঃ– জেনিভা
৫১। বক্সা অভয়ারণ্যটি স্থাপিত হয় কত সালে ?
উঃ– 1986 সালে ।
৫২। বার্ড ফ্লু নির্ণয় কেন্দ্রটি অবস্থিত
উঃ– কলকাতার বেলগাছিয়ায় ।
৫৩। বোল্ড|র ক্লে গড়ে ওঠে কি ভাবে ?
উঃ– হিমবাহ বাহিত পদার্থ সঞ্চিত হয়ে
৫৪। বাংলায় ধানের বউল বলা হয়
উঃ– বর্ধমানকে ।
৫৫।
2011 জনগণনা অনুসারে বাংলার জনসংখ্যা ছিল ?
উঃ– 91347736 জন (পুরুষ=46927389জন এবং মহিলা=44420347 জন) ।
৫৬। ঘাটপ্রভা উপত্যকা প্রকল্প কোথায় অবস্থিত ?
উঃ– কর্নাটক
৫৭। খোয়াই অঞ্চল দেখা যায়
উঃ– বীরভূম জেলায় ।
৫৮। উত্তর ও দক্ষিণ দিনাজপুরের অধিক কাদাযুক্ত মাটি
উঃ– খিয়র নামে পরিচিত ।
৫৯। পৃথিবীর উচ্চতম কনক্রিটের খাড়া পাড় বাঁধ কোনটি ?
উঃ– ভাকরা বাঁধ
৬০। সুন্দরবনের যেসব অঞ্চলে কৃষিকাজ হয়, তাকে
উঃ– আবাদ বলে ।
৬১। বাংলায় সবচেয়ে কম বৃষ্টি হয়
উঃ– বীরভূমের ময়ূরেশ্বরে ।
৬২। বাংলায় সবচেয়ে বেশি উষ্ণতা দেখা যায়
উঃ– আসানসোলে ।
৬৩। আমেরিকা মহাদেশ কে নিউ ওয়ার্ল্ড বলে অভিহিত করেন কে ?
উঃ– আমেরিগো ভেসপুচি
৬৪। খরার জেলা বলা হয়
উঃ– পুরুলিয়াকে ।
৬৫। বাংলার পূর্বদিকে অবস্থিত দেশ হল
উঃ– বাংলাদেশ ।
৬৬। সুন্দরবন অঞ্চলের বৃহত্তম জলবহনকারী নদী হল
উঃ – মাতলা ।
৬৭। ম্বর হরিন কোন রাজ্যের স্টেট অ্যানিম্যাল ?
উঃ– ওরিশা
৬৮। 2011 জনগণনা অনুসারে বাংলার বেশি জনসংখ্যাযুক্ত জেলা হল
উঃ – উত্তর 24 পরগনা (10082852 জন) ।
৬৯। জোন ৮ বলতে কোন কোন রাজ্য কে বোঝায় ?
উঃ–বিহার ও ঝাড়খন্ড
৭০। জয়ন্তি হল___
উঃ– সংরক্ষিত বনভূমি ।