Online GK Mock Test in Bengali Part - 29

Online GK Mock Test in Bengali Part - 29

1. মার্শ গ্যাস হল –

মিথেন
ইথেন
বিউটেন
প্রপেন

2. ব্রিটিশ গলফ বলের ওজন সর্বাধিক কত আউন্স হয়ে থাকে?

1.40
1.62
1.70
1.60

3. বায়ুমন্ডলে CO2 এর স্বাভাবিক মাত্রা কত থাকা উচিত?

0.05 শতাংশ
0.04 শতাংশ
0.02 শতাংশ
0.03 শতাংশ

4. প্রাকৃতিক শক্তির মধ্যে কোন শক্তির চাহিদা বর্তমানে সবথেকে বেশি?

বিদ্যুৎ শক্তি
পারমাণবিক শক্তি
জীবাশ্ম জ্বালানি
সৌরশক্তি

5. CIMMYT গবেষণা কেন্দ্রটি কোন দেশে অবস্থিত?

ফিলিপাইনস
মার্কিন যুক্তরাষ্ট্র
মেক্সিকো
রাশিয়া

6. চুয়াড় বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন ?

দিগম্বর বিশ্বাস
জগন্নাথ সিংহ
বিরসা মুন্ডা
দুদু মিঞা রাজা

7. সহজপাঠ এর প্রচ্ছদ কে আঁকেন ?

রবীন্দ্রনাথ ঠাকুর
গগনেন্দ্রনাথ ঠাকুর
নন্দলাল বসু
অবনীন্দ্রনাথ ঠাকুর

8. খোখো খেলার মাঠেটির দৈর্ঘ্য কত মিটার হয়ে থাকে?

40 মিটার
42 মিটার
38 মিটার
34 মিটার

9. সবচেয়ে হালকা ধাতু কোনটি ?

পটাসিয়াম
সোডিয়াম
লিথিয়াম
কোনটিই নয়

10. মোটরযান থেকে প্রত্যেক বছর কত কোটি মেট্রিক টন CO2 নির্গত হয়?

50 কোটি মেট্রিক টন
90 কোটি মেট্রিক টন
70 কোটি মেট্রিক টন
80 কোটি মেট্রিক টন

11. মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয় ?

সৈয়দ আমীর আলী
মীরা সিন্ধিয়া
মাধবরাও নারায়ণ
নানা ফড়নবিশ

12. আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়েছিল ?

১৯৩০ সালে
১৯৩১ সালে
১৯৩২ সালে
১৯৩৩ সালে

13. গ্যাসের মধ্যকার সূক্ষ্ম কঠিন ও তরল কনার সম্মিলিত সমষ্টিকে কি বলে?

এরোসল
ফিউম
ধোঁয়া
কোনোটিই নয়

14. বায়ুমন্ডলের কোন স্তরে ওজোন স্তরের ক্ষীনতা প্রাপ্তি ঘটে থাকে?

ক্ষুব্দ মন্ডল
বারিমন্ডল
আয়নমন্ডল
শান্ত মন্ডল

15. কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্টা করেন ?

ওয়ারেন হেস্টিংস
ডেভিড হেয়ার
লর্ড মাউন্টব্যাটেন
উইলিয়াম বেন্টিঙ্ক