Railway Group D Online Mocktest In Bengali Part - 5

1. বিদেশের মাটিতে প্রথম কমিউনিস্ট পার্টি কে তৈরি করেন?

মানবেন্দ্রনাথ রায়
জামিল আহমেদ
মুজাফফর আহমেদ
সত্যভক্ত

2. স্বদেশি আন্দোলনের সময় বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠা কে করেন?

প্রফুল্লচন্দ্র রায়
জগদীশচন্দ্র বসু
অশ্বিনীকুমার দত্ত
অরবিন্দ ঘোষ

3. নিচের কোনটি থেকে ভোজ্যতেল নিষ্কাশন করা হয়?

তুলা
সরিষা
রতন জোট
কোনটাই নয়

4. স্বর্ণ কিসে দ্রবীভূত করা হয়?

মিথানল
অম্লরাজ বা অ্যাকোয়া রিজিয়া
পেট্রোলিয়াম ইথার
কোনটাই নয়

5. শুভো ও সৌমেন এর বয়স 40 ও 60 , কত বছর আগে তাদের বয়সের অনুপাত 3:5 ছিল ?

20
5
10
30

6. কোন সবজিতে সর্বাধিক আর্দ্রতা রয়েছে -

লাউ
চাল কুমড়ো
তরমুজ
কোনটাই নয়

7. গান্ধার মহাজনপদের রাজধানী কোথায়?

তক্ষশীলা
রাজপুর
বিরাটনগর
মথুরা

8. পাত্রের হাতল তৈরি করতে বেকেলাইট ব্যবহার করার কারণ কি ?

এটি থার্মোসেটিং প্লাস্টিক পলিমার
এটির কাঠামোর সাথে সালফার ক্রসলিনকিং রয়েছে
এটি থার্মোপ্লাস্টিক পলিমার
কোনটাই নয়

9. জিরো আওয়ার – এর সময়সীমা কত?

৪৫ মিনিট
১ ঘন্টা
২ ঘন্টা
৩ ঘন্টা

10. 20 তো সংখ্যার গড় 15 , যদি প্রথম 5 টি সংখ্যার গড় 12 হয় তাহলে বাকি সংখ্যার গড় কত ?

15
16
20
কোনটাই নয়

11. ডন সোসাইটি – কে প্রতিষ্ঠা করেন?

সতীশচন্দ্র মুখোপাধ্যায়
গোপালকৃষ্ণ গোখলে
দাদাভাই নৌরজি
মদন মোহন মালব্য

12. একটি নির্দিষ্ট কোডে KAMINI কে MAKINI এবং ANALOG কে ANAGOL লেখা হলে ENCODE কে কি লেখা হবে ?

CNEEDO
ENCEDO
CNEODE
CNOEDE

13. প্রাকৃতিক রবার এর মনোমার কোনটি ?

আইসোপ্রিন
মিথেন
ইথিন
কোনটাই নয়

14. ফটোসিন্থেসিস কথাটির প্রবক্তা হলেন-

কেলভিন
ব্ল্যাকমেন
এমারসন
বার্ণেস

15. 7 টি সংখ্যার গড় 20 যদি প্রত্যকের সাথে 15 যোগ করা হয় তাহলে নতুন গড় কত ?

35
22
15
20