General Knowledge in Bengali For WBP Part -13

নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আর ভালো প্রস্তুতি নিচ্ছো বিভিন্ন ধরনের চাকুরীর জন্য। আজ তোমাদের সাথে Share করছি খুব গুরুত্বপূর্ণ General Knowledge in Bengali For WBP Part -13 প্রশ্ন ও তার উত্তর, সাধারনত সমস্ত রকম Comeptitive পরীক্ষায় এসেছে, যেমন - Wbp, SI, Constable, RRB, NTPC, Bank, PSC, WBCS, SSC, MTS, Food, আরও বিভিন্ন ধরনের চাকুরীতে। আমরা চেষ্টা করি সবসময় সবথেকে গুরুত্বপর্ণ পূর্ণ বিষয়ের যেমন - সাহিত্য, English, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, পরিবেশ, থেকে Soecial প্রশ্ন দেওয়ার। সুতরাং, দেরি না করে ঝটপট দেখে নাও, ও বন্ধুদেরও জানাও।

1. ক্ষমতার ব‍্যবহারিক এককের নাম কি ?

(A)জুল 

(B) ওয়াট গ্ৰাম 

(C)ওয়াট গ্ৰাম কোনটাই নয়

(D)কোনটাই নয়

2. ওড়িশার রাজধানীর নাম কি ?

(A)ভুবনেশ্বর

(B) পাটনা 

(C) জয়পুর 

(D) লখনৌ

3. সম্প্রতি Mohamed Bazoum কোন দেশের নতুন রাষ্ট্রপতি হিসাবে ঘোষিত হলো ?

(A) নাইজেরিয়া 

(B)নাইজার

(C) চিলি 

(D)জর্জিয়া

4. বেদবিরোধী প্রথম ধর্মসম্প্রদায় কোনটি ?

(A)বৌদ্ধধর্ম 

(B)জৈনধর্ম 

(C)আজীবক ধর্ম 

(D)এগুলির কোনওটিই নয়

5. দাক্ষিণাত‍্যের রানী কাকে বলা হয় ?

(A) পুনে

(B) মুম্বাই 

(C)নাগপুর 

(D)দেরাদূন

6. মাছেদের মোট পাখনার সংখ্যা কত ?

(A) ৪টি 

(B)৫টি

(C) ৬টি ৭টি

(D)৭টি

7. তাঁতিয়া টোপির আসল নাম কি ছিল ?

(A)গোপাল কৃষ্ণ গোখলে 

(B)নানা সাহেব 

(C)রামচন্দ্র পাণ্ডুরঙ্গ 

(D)বালাজী রাও

8. কিসের অভাবে গাছের ক্লোরোসিস রোগ হয় ?

(A)সোডিয়াম 

(B)ফসফরাস 

(C)লৌহ 

(D)এর কোনটিই নয়

9. এপিফাইট কাকে বলে ?

(A) বরফের ওপর নির্ভরশীল কে 

(B)লবনাক্ত পরিস্থিতিতে যে উদ্ভিদ বেঁচে থাকে

(C) অন্য উদ্ভিদের ওপর বেঁচে থাকে 

(D)মরুভূমিতে জন্মানো উদ্ভিদের 

10. সাঁচি স্তূপ কোথায় অবস্থিত ?

(A) মধ্য প্রদেশে 

(B)উত্তরপ্রদেশে 

(C)অন্ধ্রপ্রদেশে 

(D)অরুনাচল প্রদেশে

11. Press Information Bureau এর প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে ?

(A)জয়দীপ ভাটনগর 

(B)কৌশিক তিওয়ারি

(C)মৃণাল মোহান্তি 

(D)অজয় ভাটনগর 

12. কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে ?

(A)তিমি 

(B)উট পাখি

(C)হংসচঞ্চু 

(D) কোনটিই নয়

13. হরিয়ানার হ‍্যারিকেন নামে পরিচিত কে ?

(A)অনিল কুম্বলে

(B) রাহুল দ্রাবিড়

(C) কপিল দেব 

(D)অনুরাগ ঠাকুর

14. কোনার ড্যাম কোন জেলায় অবস্থিত ?

(A)হাজারিবাগ 

(B)পালামৌ 

(C)দেওঘর

(D)লোহারদাগা 

15. সুগম্য ভারত অ্যাপ লঞ্চ করছে কোন কেন্দ্রীয় মন্ত্রী ?

(A)নরেন্দ্র মোদী 

(B)থাওয়ারচাঁদ গেহলট

(C) স্মৃতি ইরানি 

(D)ধর্মেন্দ্র প্রধান

16. “Energy and Environment Leadership Award” পেতে চলেছেন কে ?

(A)নরেন্দ্র মোদী 

(B)ভেঙ্কাইয়া নাইডু 

(C)নির্মলা সিথারমন

(D)মমতা ব্যানার্জি 

17. গ্লোমেরুলাস কোন অঙ্গে পাওয়া যায় ?

(A) যকৃৎ 

(B)বৃক্ক

(C) ক্ষুদ্রান্ত 

(D)অগ্ন্যাশয়

18. কল্লোল নাটকের রচয়িতা কে ?

(A) উৎপল দত্ত 

(B)শম্ভু মিত্র 

(C)অজিতেশ বন্দ্যোপাধ্যায় 

(D)রুদ্রপ্রসাদ সেনগুপ্ত

19. উইসেন বোল্ট কোন দেশের নাগরিক ?

(A)কঙ্গো 

(B) চিলি 

(C)জ‍্যামাইকা

(D) কুয়েত

20. গোরা উপন‍্যাসের লেখক কে ?

(A)রবীন্দ্রনাথ ঠাকুর

(B)শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(C)মানিক বন্দ্যোপাধ্যায়

(D)নারায়ন গঙ্গোপাধ্যায়

21. শেরশাহের বিখ্যাত সেনাপতি কে ছিলেন ?

(A)রানা উদয় সিংহ

(B)ব্রহ্মজিৎ গৌড় 

(C) মান সিংহ 

(D)রানা সঙ্গ

22. বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী কি ?

(A)নীল তিমি 

(B)ড্রাগন 

(C)হাতি 

(D)হাঙ্গর

23. লাহোর জেলে বিপ্লবী যতীন দাস একটানা কতদিন অনশন করেছিলেন ?

(A) ২৪দিন 

(B)৪৯দিন 

(C)১৮দিন

(D) ৬৩দিন

24. অ্যামিবার রেচন অঙ্গ হল -

(A)সংকোচী গহ্বর 

(B)দেহতল 

(C)ফ্লেমকোশ 

(D)কক্সাল গ্রন্থি

25. যকৃত নিম্নের কোন রেচন পদার্থ নির্গত করে ?

(A)বিলিরুবিন

(B) লেসিথিন

(C) বিলিভারডিন 

(D)সবকটি