WBCS Online Mocktest In Bengali EP – 7

নমস্কার সকলকে, WBCS Online Mocktest In Bengali EP – 7 এই মক টেস্ট টি শুধু মাত্র wbcs এর জন্য বাছাই করা প্রশ্ন দেওয়া হয়েছে । তোমরা যারা wbcs এর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই মক টেস্ট। সুতরাং দেরি না করে তোমরা এই মক টেস্ট টি দিয়ে কমেন্টে জানিও কত স্কোর করলে ১৫ টা প্রশ্ন মধ্যে।

1. নিম্নলিখিত মৌল গুলির মধ্যে কোনটি তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম ?

Li
Be
B
C

2. ব্রিটিশ আমলে কোন সাংবিধানিক সংস্কারের মাধ্যমে প্রথমবারের জন্য ভারতীয় মহিলাদের ভোটের অধিকার দেওয়া হয়েছিল ?

ভারতীয় কাউন্সিল আইন 1909
মন্টেগু চেমসফোর্ড সংস্কার, 1919
ভারতীয় কাউন্সিল আইন 1992
ভারতীয় কাউন্সিল আইন 1861

3. নিম্নলিখিত কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম ?

F
N
O
C

4. একটি ইলেকট্রনের আধান হলো –

-3.2 x 10-¹⁹ c
1.6 x 10-¹⁹ c
-1.6 x 10-¹⁹ c
3.2 x 10-¹⁹ c

5. নিম্নলিখিতগুলির মধ্যে কোন সংস্থা দেশগুলির ভারসাম্য Balance of Payment সমস্যা সমাধানে সহায়তা করে ?

IMF
ADB
FATF
WEF

6. সিলিয়ার সাহায্যে গমন করে –

ইউগ্লিনা
অ্যামিবা
প্যারামোসিয়াম
মারিলেসিয়াম

7. ঋকবেদে মোট কয়টি স্তোত্র আছে ?

731
1028
1549
18

8. ফিউজ তারের বৈশিষ্ট্য হলো –

রোধ উচ্চ , গলনাংক উচ্চ
রোধ সমান গলনাংক
রোধ নিম্ন, গলনাংক উচ্চ
রোধ উচ্চ, গলনাংক নিম্ন

9. নিচের কোনটি জিনগত না ?

থ্যালাসেমিয়া
স্থূলতা
বর্ণান্ধতা
হিমোফিলিয়া

10. সিন্ধু উপত্যকার খনন করা নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বাণিজ্যিক ও অর্থনৈতিক উন্নয়নের ইঙ্গিত দেয় ?

মৃৎশিল্প
সিল
নৌকা
বাড়িগুলি

11. পারমাণবিক তত্ত্ব কে প্রথম প্রস্তাব দেন ?

জন ডাল্টন
রাদারফোর্ড
ডি ব্রোগিল
মেন্ডেলিফ

12. জনসাধারণের জন্য বিনামূল্যে ইন্টারনেট সংযোগ প্রদানের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার নিম্নলিখিত কোন স্কিম লঞ্চ করল ?

PM WiFi
Bharat Net
PM Wani
PM Net

13. D N A – শর্করার নাম কি ?

পেন্টোজ
রাইবোজ
গ্লুকোজ
ডিঅক্সিরাইবোজ

14. সংস্কৃত ভাষায় প্রথম ব্যাকরণ বিদ কে ছিলেন ?

কলহন
মৈত্রী
কালিদাস
পাণিনি

15. কত সালে রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ হয় ?

1959
1947
1945
1949