১ |
অগ্রপশ্চাৎ বিবেচনা করিয়া কাজ করে না যে |
অবিমৃষ্যকারী |
২ |
অগ্রসর হইয়া অভ্যর্থনা |
প্রত্যুদ্গমন |
৩ |
অগ্রে দান গ্রহণ করে যে |
অগ্রদানী |
৪ |
অগ্রে বর্তমান থাকে যে |
অগ্রবর্তী |
৫ |
অতি শীতও নয়, গ্রীষ্মও নয় |
নাতিশীতোষ্ণ |
৬ |
অনুকরণ করার ইচ্ছা |
অনুচিকীর্ষা |
৭ |
অনুকরণ করিতে ইচ্ছুক |
অনুচিকীর্ষু |
৮ |
অন্ন ভক্ষণ করিয়া যে প্রাণ ধারণ করে |
অন্নগতপ্ৰাণ |
৯ |
অন্য সময়/বার |
বারান্তর |
১০ |
অপকার করার ইচ্ছা |
অপচিকীর্ষা |
১১ |
অপত্য হইতে বিশেষ পার্থক্য না করিয়া |
অপত্যনির্বিশেষে |
১২ |
অপরের দোষ খুঁজে বেড়ায় যে |
ছিদ্রান্বেষী |
১৩ |
অভিজ্ঞতার অভাব |
অনভিজ্ঞতা |
১৪ |
অভ্র লেহন করে যে |
অভ্রংলেহি |
১৫ |
অশ্ব, রথ, হস্তী ও পদাতিক সৈন্যের সমাহার |
চতুরঙ্গ |
১৬ |
অশ্বে আরোহণ করে যে ব্যক্তি বা সৈনিক |
অশ্বারোহী |
১৭ |
অসম্ভব কাণ্ড ঘটাইতে অতিশয় পটু |
অঘটনঘটনপটীয়সী |
১৮ |
অস্ত যাইতে উদ্যত |
অস্তোন্মুখ, অস্তায়মান |
১৯ |
আচরণের যোগ্য |
আচরণীয় |
২০ |
আচারে যাহার নিষ্ঠা আছে |
আচারনিষ্ঠ |
২১ |
আট প্রহর যাহা পরা যায় |
আটপৌরে (শাড়ি) |
২২ |
আত্ম বা যে নিজে বিষয়কেই সর্বস্ব বলিয়া মনে করে |
আত্মসর্বস্ব |
২৩ |
আয়ুর পক্ষে হিতকর |
আয়ুষ |
২৪ |
ইচ্ছামত কাজ বা আচরণ করে যে |
স্বেচ্ছাচারী |
২৫ |
ইহার তুল্য |
ঈদৃশ |
২৬ |
ঈষৎ উন (একটু কম) যাহা |
ঈষদূন |
২৭ |
ঈষৎ উষ্ণ যাহা |
ঈষদুষ্ণ, কবোষ্ণ, কদুষ্ণ |
২৮ |
ঈষৎ পাংশুবর্ণ |
কয়রা |
২৯ |
ঈষৎ বক্র |
বঙ্কিম |
৩০ |
ঈষৎ শিক্ষিত |
শিক্ষিতকল্প |
৩১ |
উড়ন্ত পাখির ঝাঁক |
বলাকা |
৩২ |
উৎসবের নিমিত্তে গৃহ |
মণ্ডপ |
৩৩ |
উদরই সর্বস্ব যার |
উদরসর্বস্ব |
৩৪ |
উপস্থিত বুদ্ধি আছে যাহার |
প্রত্যুৎপন্নমতি |
৩৫ |
এক মনুর শাসন কালান্তে অন্য মনুর কালরাম্য |
মন্বন্তর |
৩৬ |
একই সময়ে বর্তমান |
সমসাময়িক |
৩৭ |
একশত পঞ্চাশ বছর পূর্তিতে হয় |
সার্ধশতবর্ষ পূর্তি উৎসব |
৩৮ |
একশত বছর পূর্তিতে হয় |
শতবর্ষ পূর্তি উৎসব |
৩৯ |
কন্যার সঙ্গে পৃথক বিচার না করিয়া |
কন্যানির্বিশেষে |
৪০ |
কষ্টে গমন করা যায় যেখানে |
দুর্গম |
৪১ |
কষ্টে দমন করা যায় যাহাকে |
দুর্দমনীয় |
৪২ |
কাজ সমাধা হয় যাহা দ্বারা |
কেজো |
৪৩ |
কামনা দূর হইয়াছে যাহার |
বিতকাম |
৪৪ |
কি করতে হবে তা বুঝতে পারে না যে |
কিংকর্তব্যবিমূঢ় |
৪৫ |
কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যে |
আত্মনিষ্ঠ |
৪৬ |
কোনটা দিক, কোনটা বিদিক, এই জ্ঞান নাই যাহার |
দিগ্বিদিকজ্ঞান শূন্য |
৪৭ |
ক্ষমা করার ইচ্ছা |
চিক্ষমিষা |
৪৮ |
গঙ্গার অপত্য |
গাঙ্গেয় |
৪৯ |
গমন করার ইচ্ছা |
জিগমিষা |
৫০ |
গাম্ভীব ধনুক যাহার |
গাম্ভীবধনা |
৫১ |
গিলিবার ইচ্ছা |
জিগরিষা |
৫২ |
গ্রহণ করিবার ইচ্ছা |
জিযৃক্ষা |
৫৩ |
গ্রামে প্রস্তুত |
গ্রাম্য বা গ্রাম্যজাত |
৫৪ |
ঘর্ষণ বা পেষণজাত সুগন্ধ |
পরিমল |
৫৫ |
ঘৃণার যোগ্য |
ঘৃণ্য, ঘৃণার্হ |
৫৬ |
ঘৃতের অল্প গন্ধ যাহাতে |
ঘৃতগন্ধি |
৫৭ |
চন্দ্র চূড়াতে যাহার |
চন্দ্রচূড় |
৫৮ |
চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত |
চান্দ্ৰ |
৫৯ |
চাঁদের মতো |
চাঁদপনা |
৬০ |
ছয় মাস অন্তর |
ষাম্মাসিক |
৬১ |
জয় করার ইচ্ছা |
জিগীষা |
৬২ |
জয়ের জন্য উৎসব |
জয়ন্তী |
৬৩ |
জ্বল জ্বল করিতেছে যাহা |
জাজ্বল্যমান |
৬৪ |
ঠকাতে অভ্যস্ত যে |
ঠগ |
৬৫ |
ঠিক বিপরীত দিকে অবস্থিত |
প্রতীপ |
৬৬ |
ডালিমের ভুঁড়ি |
আনারকলি |
৬৭ |
ডিঙ্গি বাইবার দাঁড় |
বৈঠা |
৬৮ |
ডিম্বাশয়ের মধ্যে প্রাণ কোষ |
ডিম্বাণু |
৬৯ |
ঢিপির মতো |
ঢ্যাপসা |
৭০ |
তয় দূর করে যে |
তমোঘ্নে, তমোনাশ |
৭১ |
তুলার দ্বারা তৈরি |
তুলোট, তুলট |
৭২ |
ত্বরায় গমন করে যে |
তুরগ, তুরঙ্গ, তুরঙ্গম |
৭৩ |
ত্রাণ লাভ করার ইচ্ছা |
তিতিৎসা |
৭৪ |
দান করার ইচ্ছা |
দিৎসা |
৭৫ |
দার পরিগ্রহ করেন নাই যিনি |
অকৃতদার |
৭৬ |
দিন ও রাত্রি ব্যাপিয়া |
দিবারাত্র, অহোরাত্র |
৭৭ |
দেখবার ইচ্ছা |
দিদৃক্ষা |
৭৮ |
ধনুকের ধ্বনি |
টঙ্কার |
৭৯ |
ধলার মতো রং যার |
পাংশুল |
৮০ |
নিজেকে যে বড় মনে করে |
হামবড়া |
৮১ |
নিন্দা করতে ইচ্ছা |
জুগুলা |
৮২ |
নিন্দা করার অযোগ্য |
অনিন্দ্য |
৮৩ |
নিয়মের অধীন |
বিধিবদ্ধ |
৮৪ |
নির্মাণ করার ইচ্ছা |
নির্মিৎসা |
৮৫ |
পঁচাত্তর বছর পূর্তিতে হয় |
প্লাটিনাম জয়ন্তী |
৮৬ |
পঁচিশ বছর পূর্তিতে হয় |
রজত জয়ন্তী |
৮৭ |
পঞ্চাশ বছর পূর্তিতে হয় |
সুবর্ণ জয়ন্তী |
৮৮ |
পরের উন্নতি দেখলে যার হিংসা হয় |
পরশ্রীকাতর |
৮৯ |
পর্বতের কন্যা |
পার্বতী |
৯০ |
পা ধুইবার জল |
পাদ্য |
৯১ |
পিতার ভ্রাতা |
পিতৃব্য |
৯২ |
প্রতিকার করিতে ইচ্ছুক |
প্রতিচিকীর্ষ |
৯৩ |
প্রতিকার করিবার ইচ্ছা |
প্রতিচিকীর্ষা |
৯৪ |
প্রবেশ করার ইচ্ছা |
বিবক্ষা |
৯৫ |
প্রেম করিবার ইচ্ছা |
প্ৰেমীষা |
৯৬ |
ফল পাকিলে যে উদ্ভিদ মরিয়া যায় |
ঔষধি |
৯৭ |
ফাঁস দিয়া মানুষ মারে যে |
ফাঁসুড়ে |
৯৮ |
ফাল্গুন মাসের পূর্ণিমা |
ফাল্গুনী |
৯৯ |
ফিকা কমলা রং |
বাসন্তী |
১০০ |
ফুলতোলা মসলিন শাড়ি |
জামদানি |
১০১ |
বমি করার ইচ্ছা |
বিবমিষা |
১০২ |
বমি করার ইচ্ছা |
বিবমিষা |
১০৩ |
বলার ইচ্ছা |
বিবক্ষা |
১০৪ |
বহু গৃহ হইতে ভিক্ষা সংগ্রাহক |
মাধুকরী |
১০৫ |
বহুকাল যাবৎ চলে আসছে যা |
চিরন্তন |
১০৬ |
বাক্য ও মনের অগোচর |
অবামানসগোচর |
১০৭ |
বাঘের চামড়া |
কৃত্তি |
১০৮ |
বালক হইতে আরম্ভ করিয়া বৃদ্ধ ও স্ত্রীলোক সকলেই |
আবালবৃদ্ধবণিতা |
১০৯ |
বাস করার ইচ্ছা |
বিবৎসা |
১১০ |
বাস্তু হতে উৎখাত যারা |
উদ্বাস্তু |
১১১ |
বিজয় লাভের ইচ্ছা |
বিজিগীষা |
১১২ |
বিষ্ণুর উপাসক |
বৈষ্ণব |
১১৩ |
বিহঙ্গের ধ্বনি |
কাকলি |
১১৪ |
বীণার ঝঙ্কার |
নিক্কণ |
১১৫ |
বীরের ধ্বনি |
হুঙ্কার |
১১৬ |
বেঁচে থাকার ইচ্ছা |
জিজীবিষা |
১১৭ |
ব্যাঙের ছানা |
ব্যাঙাচি |
১১৮ |
ভদ্রলোক যে রকম ব্যবহার করেন |
ভদ্রোচিত |
১১৯ |
ভবিষ্যৎ কী হইবে দেখে না যে |
অপরিণামদর্শী |
১২০ |
ভবিষ্যৎ ভাবিয়া দেখে না যে |
অদূরদর্শী |
১২১ |
ভবিষ্যতে কী হবে দেখে যে |
পরিণামদর্শী |
১২২ |
ভুজ বা বাহুতে ভর করিয়া চলে যে |
ভুজঙ্গ |
১২৩ |
ভূত, ভবিষ্যত ও বর্তমান জানেন যিনি |
ত্রিকালজ্ঞ |
১২৪ |
ভোজন করার ইচ্ছা |
বুভুক্ষা |
১২৫ |
ভ্রমণ করিবার ইচ্ছা |
বিভ্রমিষা |
১২৬ |
ভ্রাতাদের মধ্যে সদ্ভাব |
সৌভ্রাতৃত্ব |
১২৭ |
মক্ষিকাও প্রবেশ করিতে পারে না যেখানে |
নির্মক্ষিক |
১২৮ |
মন হরণ করে যা |
মনোহরী |
১২৯ |
মরণের ইচ্ছা |
মুমূর্ষা |
১৩০ |
মাথা পাতিয়া লইবার যোগ্য |
শিরোধার্য |
১৩১ |
মুক্তি পাইতে ইচ্ছুক |
মুক্তিকামী |
১৩২ |
মুক্তি পাওয়ার ইচ্ছা |
মুমুক্ষা |
## |
যার অনুরাগ দূর হয়েছে |
বীতরাগ |
১৩৪ |
যার কিছু নেই |
আবিষ্কন |
১৩৫ |
যারা এক মাতার গর্ভে জন্মিয়াছে |
সহোদর, সোদর |
## |
যাহা আঘাত দ্বারা সহজে ভাঙ্গে না |
ঘাতসহ |
১৩৭ |
যাহা উচ্চারণ করিতে কষ্ট হয় দুরুচ্চার্য, অনুচ্চার্য |
|
১৩৮ |
যাহা চিন্তা বা ভাবা যায় নাই |
অচিন্তিতপূর্ব |
১৩৯ |
যাহা ধ্যানের যোগ্য |
ধ্যেয় |
১৪০ |
যাহা পূর্বে কখনো দেখা যায় নাই বা পূর্বে ঘটে নাই |
অদৃষ্টপূর্ব |
১৪১ |
যাহা পূর্বে কখনো হয় নাই |
অভূতপূর্ব |
১৪২ |
যাহা পূর্বে ছিল এখন নাই |
ভূতপূর্ব |
১৪৩ |
যাহা পূর্বে ভস্ম ছিল না, এখন ভস্মে পরিণত হইতেছে |
ভস্মীভূত |
১৪৪ |
যাহা লংঘন করা দূরূহ |
দুর্লংঘন |
১৪৫ |
যাহা লাফাইয়া চলে |
প্লবগ |
১৪৬ |
যাহা সরোবরে জন্মে |
সরোজ, সরসিজ |
১৪৭ |
যাহা সর্বদা ইতস্তত ঘুরিয়া বেড়াইতেছে |
সতত-সঞ্চারমান |
১৪৮ |
যাহা সহজে জীর্ণ হয় |
সুপ্রাচ্য |
১৪৯ |
যাহা সহজে জীর্ণ হয় না |
দুষ্প্ৰাচ্য |
১৫০ |
যাহা সহজে পরিপাক করিতে পারা যায় না |
গুরুপাক, দুষ্প্ৰাচ্য |
১৫১ |
যাহাকে কোনক্রমেই নিবারণ করা যায় না |
অনিবার্য |
১৫২ |
যাহার কোথাও উঁচু কোথাও নিচু |
বন্ধুর |
১৫৩ |
যাহার জটা আছে |
জটিল, জটাধারী |
১৫৪ |
যাহার দুই হাত সমান চলে |
সব্যসাচী |
১৫৫ |
যাহার পর্যবাসন ঘটিয়াছে |
পর্যবসিত |
১৫৬ |
যাহার পূর্বজন্মের কথা স্মরণ থাকে |
জাতিস্মর |
১৫৭ |
যাহার সর্ব হারাইয়াছে |
সর্বস্বান্ত |
১৫৮ |
যাহার সর্বস্ব চুরি হইয়া গিয়াছে |
হৃতসর্বস্ব |
১৫৯ |
যাহার সর্বস্ব হৃত হইয়া গিয়াছে |
হৃতসর্বস্ব |
১৬০ |
যিনি অপ্রিয় কথা বলে থাকে |
অপ্রিয়বাদী |
১৬১ |
যিনি ন্যায় শাস্ত্রে পণ্ডিত |
নৈয়ায়িক |
১৬২ |
যিনি প্রতিষ্ঠা লাভ করিয়াছেন |
লক্ষপ্রতিষ্ঠ |
## |
যিনি বক্তৃতা দানে পটু |
বাগ্মী |
১৬৪ |
যিনি যুদ্ধে স্থির থাকেন |
যুধিষ্ঠির |
১৬৫ |
যিনি সকল অত্যাচার সহ্য করেন |
সর্বংসহা |
## |
যিনি স্মৃতি শাস্ত্র জানেন |
স্মার্ত |
১৬৭ |
যুদ্ধ করার ইচ্ছা |
যুযুৎসা |
১৬৮ |
যে (ভাই) পরে জন্মগ্রহণ করিয়াছে |
অনুজ |
১৬৯ |
যে কোন বিষয়ে স্পৃহা হারিয়েছে |
বীতস্পৃহ |
১৭০ |
যে গাঁজার নেশা করে |
গেঁজেল |
১৭১ |
যে তৃণাদি খাইয়া জীবন ধারণ করে |
তৃণভুক |
১৭২ |
যে নারী অপরের দ্বারা পালিত |
পরভর্তিকা |
১৭৩ |
যে নারী কখনও সূর্যকে দেখে নাই |
অসূর্যস্পশ্যা |
১৭৪ |
যে নারী গোপনে প্রিয়জনের সাথে মিলিত হয় |
অভিসারিণী |
১৭৫ |
যে নারী স্বয়ং পতিবরণ করে |
স্বয়ংবরা |
১৭৬ |
যে নারীর সন্তান হয় না |
বন্ধ্যা |
১৭৭ |
যে নারীর স্বামী পুত্র নেই |
অবীরা |
১৭৮ |
যে নারীর স্বামী বিদেশে থাকে |
প্রোষিতভর্তৃকা |
১৭৯ |
যে নারীর হাসি পবিত্র |
সুচিষ্মিতা |
১৮০ |
যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ |
শ্বাপদসংকুল |
১৮১ |
যে বা যাহা প্রবীণ বা প্রাচীন নয় |
অর্বাচীন |
১৮২ |
যে বুকে হাঁটিয়া গমন করে |
সরীসৃপ |
১৮৩ |
যে বৃহৎ বৃক্ষে ফল হয় কিন্তু ফুল হয় না |
বনস্পতি |
১৮৪ |
যে ভরণ পোষণ করছে |
ভর্তা |
১৮৫ |
যে রমণীর অসূয়া (হিংসা, পরশ্রীকাতরতা) নাই |
অনুসূয়া |
১৮৬ |
যে রূপ ইচ্ছা |
যদৃচ্ছা |
১৮৭ |
যে সুন্দরের নিন্দা করা যায় না |
অনিন্দ্যসুন্দর |
১৮৮ |
রমণের ইচ্ছা |
রিরংসা |
১৮৯ |
রাত্রির প্রথম ভাগ |
পূর্বরাত্র |
১৯০ |
রাত্রির মধ্যভাগ |
মহানিশা |
১৯১ |
রাত্রির শেষ ভাগ |
পররাত্র |
১৯২ |
রেশম দ্বারা নির্মিত |
রেশমি |
১৯৩ |
শক্তি বা শক্তিকে অতিক্রম না করিয়া |
যথাশক্তি |
১৯৪ |
শক্তির উপাসক |
শাক্ত |
১৯৫ |
শুনিবামাত্র স্মরণ রাখিতে পারে যে |
শ্রুতিধর |
১৯৬ |
শ্রবণ করার ইচ্ছা |
শ্রবনেচ্ছা |
১৯৭ |
ষাট বছর পূর্তিতে হয় |
হীরক জয়ন্তী |
১৯৮ |
সকল পদার্থ ভক্ষণ করে যে |
সর্বভুক |
১৯৯ |
সময়ের গণ্ডিকে অতিক্রম করে যা টিকে থাকে |
কালজয়ী |
২০০ |
সম্মুখে অগ্রসর হইয়া অভ্যর্থনা |
প্রত্যুদ্গমন |
২০১ |
সর্বস্ব যাহা পরিপাক হয় না |
দুষ্প্রাচ্য, দুষ্পরিপাচ্য |
২০২ |
সিংহের গর্জন |
সিংহনাদ |
২০৩ |
সৃষ্টি করার ইচ্ছা |
সিসৃক্ষা |
২০৪ |
হনন করার ইচ্ছা |
জিঘাংসা |
২০৫ |
হরিণের চামড়া |
অজিন |
২০৬ |
হরেক রকম বলে যে |
হরবোলা |
২০৭ |
হস্তী তাড়নের নিমিত্তে ব্যবহৃত দণ্ড |
অঙ্কুশ |
২০৮ |
হাত পা বাঁধার শিকল |
আন্দু |
২০৯ |
হাতির শাবক |
করভ |
২১০ |
হাতের চতুর্থ অঙ্গুলি |
অনামিকা |