আপনি কি আমাদের ওয়েবসাইটে কাজ করতে চান তাহলে যে গুলো আপনার জানা দরকার সে গুলো হল:
আপনাকে কনটেন্ট রাইটিং বা প্রতিবেদন লেখার কাজ জানতে হবে ।
কোনো ওয়েবসাইটে কি লেখালেখির কাজ করেছেন?
যদি হ্যাঁ হয়। তাহলে আপনি আমাদের ওয়েবসাইটে চাকরীর বিষয় ভিত্তিক পোস্ট এবং নোটস ও তার সাাথে পিডিএফ দিতে হবে এবং কম্পিউটার অথবা ল্যাপটপ থাকতেই হবে ।
যোগ্যতা কি লাগবে ? *
- চাকরী সংক্রান্ত পড়াশোনার বিভিন্ন বিষয়ে সাধারণ জ্ঞান থাকতে হবে।
- Html - এ কাজ জানতে হবে।
- Cover Photo তৈরি করতে জানতে হবে। যদি মোবাইলে Pixellab অ্যাপের কাজ জানেন তাহলে হবে।
- MS Office Word - এর কাজ জানতেই হবে।
পারিশ্রমিক : আমাদের ওয়েবসাইটে কাজ করলে আমরা পারিশ্রমিক দিয়ে থাকি ।
কত পারিশ্রমিক পাবেন ? কি ভাবে পাবেন ?
আপনি আমাদের ওয়েবসাইটে কাজ করলে আপনাকে পারিশ্রমিক দেওয়া হবে । কোনো নির্দিষ্ট পারিশ্রমিক নয়। আপনাকে পারিশ্রমিক দেওয়া হবে ওয়েবসাইটে আপনার পোস্টে ভিউ অনুসারে। আপনার পোস্টে যত ভিউ আসবে সেই ভিত্তিতে আপনার উপার্জন হবে। যেমন - ১০০০ ভিউতে - ৫০টাকা, পরে আবার পরিবর্তন ও হতে পারে।
আমাদের নীতি ::
- আপনি কাজ করবার সময় আপনাকে সঠিক ভাবে সেই বিষয় - এ জানতে হবে।
- আপনি যদি কাজ করতে করতে ছেড়ে দেন তাহলে ছেড়ে দেওয়ার আগে আপনাকে আমাদের নির্দিষ্ট কারন জানতে হবে।
- আপনি যদি কাজ ছেড়ে দেন তাহলে আপনার আগের পোস্ট গুলোর উপর আর কোনো অধিকার থাকবে না । সেই সব গুলো ওয়েবসাইট এর হয়ে যাবে ।
- আপনি যত দিন কাজ করবেন তত দিনের টাকা পাবেন, ছেড়ে দেয়ার পর ওয়েবসাইট থেকে আপনার কোন আর্নিং বা ইনকাম আসবে না বন্ধ করে দেওয়া হবে।
যদি এই নীতি ও শর্ত মেনে চলতে পারেন তবেই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগ করুন – Contact Us