All Acts Before The Indian Constitution [1773-1858]

ভারত স্বাধীনতার পূর্বে ব্রিটিশদের রাজ ছিল। সেই সময় সাধারণ মানুষের উপর লাগু হয় কিছু ACT । এই অ্যাপগুলির মধ্যে অন্যতম ছিল রেগুলেটিং অ্যাক্ট, পিটের আইন, চার্টার অ্যাক্ট সেইগুলি বিস্তারিত নিচে আলোচনা করা হলো।

All Acts Before The Indian Constitution [1773-1858]
All Acts Before The Indian Constitution [1773-1858]

ভারতের সংবিধান রচনা পূর্বে সমস্ত Act's [1773-1858]

The Regulating Act, 1773::

◩ এই আইন জারী করে ভারতে ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর ওপর ব্রিটিশ সরকারের নজরদারি শুরু হয়।

◩ Governor of Bengal-কে অভিহিত করা হয় Governor General of Bengal নামে। 

◩ Governor of Bombay 4 Madras President Governor General of Bengal-এর অধীনে রাখা হয়।

◩ একজন প্রধান বিচারপতি ও তিনজন বিচারপতির সমন্বয়ে Supreme Court at Calcutta (1774) স্থাপিত হয়। 

◩ কোম্পানীর কর্মচারীদেরকে কোনো ব্যক্তিগত কাজে নিযুক্ত করা বন্ধ করা হয়।

◩ Governor General of Bengal-কে সহায়তা করার জন্য 4 (চার) সদস্য বিশিষ্ট Executive Council গঠন করা হয়। 

Pitt's India Act, 1784::

◩ Regulating Act, 1773-এর ত্রুটি-বিচ্যুতি সংশোধনের লক্ষ্যে Pitt's India Act, 1784 পাশ হয়, যা 'Act of Settlement' নামে পরিচিত। 

◩ কোম্পানীর বাণিজ্যিক ও রাজনৈতিক কার্যকলাপ পৃথক করা হয়।

◩ বাণিজ্যিক কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্যে Court of Directors এবং রাজনৈতিক কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য Board of Control গঠিত হয়।

 গুরুত্ব ::

1. ভারতে কোম্পানীর সাম্রাজ্যকে “British Possessions in India" বলা হত।

2. কোম্পানীর বাণিজ্যিক (Commercial) কার্যকলাপ ও প্রশাসনিক

(Executive) কার্যকলাপে ব্রিটিশ সরকারকে সর্বোচ্চ ক্ষমতা প্রদান করা হয়।

 Charter Act, 1813::

◪ এই আইনের মাধ্যমে ইষ্ট-ইন্ডিয়া কোম্পানীর একচেটিয়া (Monopoly) বাণিজ্যিক কার্যকলাপের অবসান ঘটে।

◪ অন্যান্য ইউরোপীয় বণিকদের ভারতে বাণিজ্য করার অধিকার দেওয়া হয়। 

◪ খ্রীস্টান মিশনারীদেরকে ভারতে ধর্মপ্রচারের অধিকার দেওয়া হয়।

Charter Act, 1813::

❖ এই আইনের মাধ্যমে ইষ্ট-ইন্ডিয়া কোম্পানীর একচেটিয়া (Monopoly) বাণিজ্যিক কার্যকলাপের অবসান ঘটে।

❖ অন্যান্য ইউরোপীয় বণিকদের ভারতে বাণিজ্য করার অধিকার দেওয়া হয়।

❖ খ্রীস্টান মিশনারীদেরকে ভারতে ধর্মপ্রচারের অধিকার দেওয়া হয়।

Charter Act, 1833 ::

▣ ভারতে ব্রিটিশ ইন্ডিয়া' কেন্দ্রীকরণের চূড়ান্ত ধাপ। 

▣ এটি কেবলমাত্র প্রশাসনিক সংস্থায় পরিণত হয়।

▣ Governor General of Bengal - Governor General of India নামে অভিহিত করা হয়। 

▣ উইলিয়াম বেন্টিঙ্ক ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। 

▣ Civil Servant নিয়োগের জন্য অবাধ প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। 

▣ গভর্নর জেনারেল ও তাঁর কাউন্সিলকে অবাধ ক্ষমতা প্রদান করা হয়।

▣ A Law member to the Executive Council of Governor General was included.

Charter Act, 1853::

☛ ম্যাকিওয়ালী কমিটি 1854 সালে সরকারী কর্মীনিয়োগে অবাধ

প্রতিযোগিতার (Open Competition) ব্যবস্থা করেন।

☛ আইন বিভাগ (Legislative) ও শাসন বিভাগের (Executive) মধ্যে পৃথকীকরণ করা হয়। 

☛ কাউন্সিলে 6 জন অতিরিক্ত Legislative Councillor নিযুক্ত হন। যাঁদের মধ্যে থেকে একজন করে প্রাদেশিক সদস্য থাকবেন।

THE CROWN RULE [1858-1947]

GOVERNMENT OF INDIA ACT, 1858::

▣ এই আইন “Act for the Good Government of India" নামে পরিচিত।

▣ পালমারস্টন ছিলেন প্রধানমন্ত্রী, যিনি এই আইন চালু করেন।

▣ ভারতবর্ষের শাসনভার ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর পরিবর্তে মহারাণী ভিক্টোরিয়ার হাতে ন্যস্ত করা হয়।

▣ Governor General of India পদের নামকরণ করা হয়— Viceroy of India

▣ ভাইসরয় ছিলেন ভারতে ব্রিটিশ ক্রাউনের প্রতিনিধি। 

▣ ভারতে ১ম ভাইসরয় লর্ড ক্যানিং।

▣ Board of Control এবং Court of Directors অবলুপ্তির মাধ্যমে ভারতে দ্বৈতশাসন ব্যবস্থার অবসান ঘটানো হয়। 

▣ ভারত সচিব ছিলেন 15 সদস্য বিশিষ্ট Council of India-র চেয়ারম্যান।

India Council Act, 1861::

▣ তিনটি নতুন আইন পরিষদ, যথা-Bengal, North- West Frontiers এবং Punjab Council গঠিত হয়।

▣ এই আইনের মাধ্যমে ভারতীয় বিচারব্যবস্থার সংস্কার সাধন করা হয়।

▣ Process of decentralisation started by restoring the legislative power to Bombay & Madras Presidency,

▣ কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। আংশিকভাবে প্রাদেশিক আইনসভাগুলিকে আইন প্রণয়নের ক্ষমতা প্রদান করা হয়।

▣ ভাইসরয়ের হাতে Ordinance, Rules & Orders জারি করার ক্ষমতা অর্পন করা হয়।

▣Ordinance-এর মেয়াদ 6 মাস পর্যন্ত বলবৎ থাকতে পারত। 

Indian Council Act, 1892 ::

✓ আইনসভাকে (Legislative Council) বাজেট পর্যালোচনা করার ক্ষমতা প্রদান করা হয়।

✓ বিশ্ববিদ্যালয়, ডিস্ট্রিক্ট বোর্ড, মিউনিসিপ্যালিটি, জমিদার, চেম্বার অফ কমার্সকে প্রাদেশিক কাউন্সিলে সদস্য নিয়োগের সুপারিশ করার ক্ষমতা দেওয়া হয়।

Indian Council Act, 1909 :: 

◩ এই আইন “মর্লে-মিন্টো সংস্কার আইন” নামে পরিচিত।

◩ লর্ড মর্লে ছিলেন—সচিব এবং লর্ড মিন্টো ছিলেন—ভাইসরয়।

◩ কেন্দ্রে ও প্রাদেশিক আইন পরিষদের সদস্য সংখ্যা বাড়ানো হয়।

◩ সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা চালু হয়। মুসলিমদের জন্য পৃথক নির্বাচকমণ্ডলী (Electorate) গৃহীত হয়।

◩ লর্ড মিন্টোকে বলা হয়—"Father of Communal Electorate". 

◩ এই আইন ভাইসরয়ের শাসন বিভাগের সঙ্গে ভারতীয়দের যোগসূত্র স্থাপন করে। সত্যেন্দ্র প্রসাদ সিন্হা ছিলেন প্রথম ভারতীয় আইন সদস্য (Law member)। তিনি Lord Sinha বলে পরিচিত।

Government of India Act, 1919 ::

▣ এই আইন “মন্টেণ্ড চেমস্ ফোর্ড সংস্কার” নামে পরিচিত।

▣ প্রাদেশিক সরকারকে স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান গঠনের বিষয়ে অধিক ক্ষমতা প্রদান করা হয়।

▣ কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষবিশিষ্ট করা হয় এবং দেশে প্রত্যক্ষ নির্বাচন শুরু হয়।

▣ স্থির হয় যে, ভাইসরয়ের আইন পরিষদে 6 জন সদস্যের মধ্যে 3 জন ভারতীয় হবেন।

▣ 1926 সালে Certral Public Service Commission গঠিত হয়।

▣ শিখ, খ্রীস্টান, অ্যাংলো-ইন্ডিয়ান এবং ইউরোপীয়ানদের জন্য পৃথক Electorate (নির্বাচকমণ্ডলী) তৈরি হয়।

▣ এই আইনবলে কেন্দ্রীয় বাজেট থেকে প্রাদেশিক বাজেট আলাদা করা হয়।

> গুরুত্ব :

(1) এই আইনের প্রেক্ষিতে "সাইমন কমিশন", 1927 গঠিত হয়।

(2) রাওলাট আইনে (1919) বিনা বিচারে শাস্তি ও কারাদণ্ডের বিধান রাখা হয়।

Government of India Act, 1935::

✓ প্রদেশ এবং প্রিন্সলে স্টেটগুলিকে নিয়ে All India Federation গঠিত হয়। 

✓ কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে তিনটি তালিকার মাধ্যমে ক্ষমতার বন্টন করা হয়। যথা- Federal List for Central 59 items, Provincial List-for Brorince-54 items, Concurrent List-for both-36 items!

✓ প্রাদেশিক সরকারে দ্বৈতশাসন ব্যবস্থা "Diarchy" তুলে দিয়ে “প্রাদেশিক স্বায়ত্বশাসন” চালু করা হয়।

✓ কেন্দ্রীয় শাসনব্যবস্থায় “Diarchy” চালু হয়, ফলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো Reserved (সংরক্ষিত) ও Transferred (হস্তান্তরিত) দুটো ভাগে বিভক্ত হয়।

✓ Government of India Act, 1935 brought the character of Indian government from "Unitary" to "Federal".

✓ পিছিয়ে পড়া শ্রেণি (Backward classes), মহিলা (Women) ও শ্রমিকশ্রেণির করা হয়। জন্য পৃথক নির্বাচকমণ্ডলীর (Electorate) ব্যবস্থা (Labour) জন্য

✓ কেন্দ্রীয় সরকারের মুদ্রা ও ঋণনীতি নিয়ন্ত্রণের জন্য Reserve Bank of India গঠিত হয় (1935)।

✓ Provincial Public Service Commission গঠিত হয়।

✓ যুক্তরাষ্ট্রীয় আদালত (Federal Court) এবং পরিবহন বিভাগ চালু হয়।

✓ এই আইনের ভিত্তিতে পরবর্তীকালে ভারতীয় সংবিধান রচিত হয়।

▣ মূল্যায়ন ::

(1) এই আইনে কোনো প্রস্তাবনা (Preamble) ছিল না।

(2) নাগরিকের অধিকার রক্ষার কোনো বিধান রাখা হয়নি।

(3) সাম্প্রদায়িক নির্বাচন ব্যবস্থা বিচ্ছিন্নতাবাদকে উৎসাহিত করে।

ভারত শাসন আইন, ১৯৩৫ জারীর কারণ :: 

(1) সাইমন কমিশনের সুপারিশগুলি ভারতীয় শাসনব্যবস্থায় অন্তর্ভুক্তিকরণ করা;

(2) গান্ধীজীর আইন অমান্য আন্দোলন (1930) !

(3) তিনটি গোলটেবিল বৈঠকের (1930 1931 1932) সুপারিশগুলি প্রণয়ন করা;

(4) গান্ধী-আরউইন চুক্তির বিষয়গুলি অন্তর্ভুক্তিকরণ;

(5) পুণাচুক্তির (গান্ধীজী ও আম্বেদকরের মধ্যে) শর্তগুলি অন্তর্ভুক্তিকরণ করা। 

C. R. FORMULA::

 চক্রবর্তী রাজাগোপালাচারী-র সূত্র ( C.R Formula) রাজাগোপালাচারী সূত্র (1944) ছিল অল ইন্ডিয়া মুসলিম লীগ এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে রাজনৈতিক অচলাবস্থা সমাধান করার জন্য একটি প্রস্তাব। মুসলিম লীগের অবস্থান ছিল ভারতের মুসলমান এবং হিন্দু দুটি পৃথক জাতির, তাই মুসলমানদের নিজস্ব জাতির জন্য পৃথক দেশ তৈরির প্রস্তাব ছিল। অন্যদিকে কংগ্রেস ভারত বিভক্ত করার ধারণার বিরোধী ছিল। সি. আর. ফর্মুলার মূল নীতিটি ছিল, যে অঞ্চলগুলিতে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল সেখানকার লোকেদের মতামতের ভিত্তিতে লীগকে মুসলিম পাকিস্তান দেওয়ার প্রস্তাব যেন কংগ্রেস মেনে নেয়। সি রাজাগোপালাচারী 1947 থেকে 1948 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

★ Indian Independence Act, 1947 :

কারণসমূহ :

(1) ২য় বিশ্বযুদ্ধের ফলে ব্রিটিশ সরকারের আর্থিক ক্ষতি;

(2) ক্রিপস প্রস্তাব, 19421

(3) ক্যাবিনেট মিশন প্লান, 1946 – গণপরিষদ গঠনের জন্য প্রস্তাব । 

(4) ব্রিটিশ সরকারের বিরুদ্ধে নৌবিদ্রোহ ও সামরিক বিদ্রোহ।

বিষয়বস্তু ::

❖ ব্রিটিশ শাসনের অবসান হয়। 1947 সালের 15 আগস্ট থেকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে ভারত আত্মপ্রকাশ করে। 

❖ দুটি স্বাধীন দেশ ভারত ও পাকিস্তান গঠিত হয়।

❖ Secretary of State of India পদের অবলুপ্তি ঘটে।

❖ Governor General & Provincial Governors সাংবিধানিক প্রধান হিসেবে কার্যসম্পাদন করতে শুরু করেন।

❖ Civil Service-এ নিয়োগ এবং Secretary of State of India কর্তৃক নিয়োগের ক্ষেত্রে কোটা বন্ধ হয় ।

❖ ব্রিটিশ সরকার কর্তৃক চালু হওয়া যে কোনো আইন বাতিল করার ক্ষমতা ভারতীয় গণপরিষদের হাতে অর্পিত হয় ।

❖ Crown ceased to be the authority.

❖ Dominion status was given.

• লর্ড মাউন্ট ব্যাটেন—শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল।

• চক্রবর্তী রাজা গোপালাচারী—প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। তিনি আবার সর্বশেষ Governor General of India. 

সমালোচনা :: 

(1) ভারত স্বাধীন হল, কিন্তু দেশ দুটি ভাগে বিভক্ত হয়ে গেল।

 (2) ভারতের স্বাধীনতা অর্জন বিলম্বিত হয়।

(3) রাজতান্ত্রিক প্রদেশগুলিকে ভারত বা পাকিস্তানের সহিত যুক্ত হবার স্বাধীনতা কিংবা স্বতন্ত্র রাজ্য হিসেবে (Instrument of Accession) চলবার ক্ষমতা প্রদত্ত হয়।

File Details:

PDF Name : ভারতের সংবিধান রচনা পূর্বে সমস্ত Act's 

Subject : Indian Constitution

Size : 700 KB 

No. of Pages: 04

Download Link: Click Here To Download