WB Gram Panchayat Syllabus 2024 | গ্রাম পঞ্চায়েত সিলেবাস ২০২৪, শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি সহ বিস্তারিত

WB Gram Panchayat Syllabus 2024: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য নতুন করে সিলেবাস দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত বিভিন্ন পদে যেমন - পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সচিব, ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, কোষাধক্ষ্য এবং গ্ৰুপ- ডি সহ আরও অন্যান্য শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে যে লিখিত পরীক্ষা নেওয়া হবে তার জন্যই WB Gram Panchayat Syllabus 2024 প্রকাশ করল পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার।

WB Gram Panchayat Syllabus 2024 | গ্রাম পঞ্চায়েত সিলেবাস ২০২৪, শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি সহ বিস্তারিত
WB Gram Panchayat Syllabus 2024: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য নতুন করে সিলেবাস দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত বিভিন্ন পদে যেমন - পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সচিব, ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, কোষাধক্ষ্য এবং গ্ৰুপ- ডি সহ আরও অন্যান্য শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে যে লিখিত পরীক্ষা নেওয়া হবে তার জন্যই WB Gram Panchayat Syllabus 2024 প্রকাশ করল পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। 

WB Gram Panchayat Syllabus 2024

 WBPRD Recruitment 2024 Post Details 

❑ Gram Panchayat Karmee Syllabus 2024 (গ্রাম পঞ্চায়েত কর্মী সিলেবাস ২০২৪)

● ইংরেজি – ১০ নম্বর 
● বাংলা – ১৩ নম্বর
● অঙ্ক – ১০ নম্বর
● সাধারণ জ্ঞান – ১০ নম্বর
● Interview – ১৫ নম্বর

শিক্ষগত যোগ্যতা— অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

মাসিক বেতন— ১৭,০০০ – ৪৩,৬০০ টাকা পর্যন্ত।

❑ Gram Panchayat Karmee Syllabus 2024: Download Now

❑ Nirman Sahayak Syllabus 2024 (নির্মাণ সহায়ক সিলেবাস ২০২৪)

● ইঞ্জিনিয়ারিং (সিভিল) – ৬৫ নম্বর
● ইংরেজি – ১৩ নম্বর
● সাধারণ জ্ঞান – ৭ নম্বর
● ইন্টারভিউ – ১৫ নম্বর

★ শিক্ষগত যোগ্যতা— এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রী অর্জন করে থাকতে হবে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

মাসিক বেতন— ২৮,৯০০ – ৭৪,৫০০ টাকা পর্যন্ত।

❑ Nirman Sahayak Syllabus 2024: Download Now

❑ Gram Sahayak Syllabus 2024 (গ্রাম সহায়ক সিলেবাস ২০২৪)

● ইংরেজি – ২৫ নম্বর
● বাংলা – ২৫ নম্বর
● গণিত – ২৫ নম্বর
● সাধারণ জ্ঞান – ১০ নম্বর
● ইন্টারভিউ – ১৫ নম্বর

★ শিক্ষগত যোগ্যতা— যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক অথবা সমতুল্য কোনও পরীক্ষায় পাশ করে থাকা চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

মাসিক বেতন— ২৮,৯০০ – ৭৪,৫০০- টাকা পর্যন্ত।

❑ Gram Sahayak Syllabus 2024: Download Now

❑ Secretary Syllabus 2024 (গ্রাম সচিব সিলেবাস ২০২৪)

● ইংরেজি – ২৫ নম্বর
● বাংলা – ২৫ নম্বর
● গণিত – ২৫ নম্বর
● সাধারণ জ্ঞান – ১০ নম্বর
● ইন্টারভিউ – ১৫ নম্বর

শিক্ষগত যোগ্যতা— এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। একই সঙ্গে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নূন্যতম ৬ মাসের কম্পিউটার অপারেটিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে।

মাসিক বেতন— ২২,৭০০ – ৫৮,৫০০ টাকা পর্যন্ত।

❑ Secretary Syllabus 2024: Download Now

বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী কমপক্ষে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক সহ উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। প্রতিটি পদের ক্ষেত্রেই প্রার্থীদের নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়স হতে হবে।

গ্রাম পঞ্চায়েত সিলেবাস 2024 PDF


POSTS LINK
Executive Assistant of Gram Panchayat Download
Gram Panchayat Karmee Download
Nirman Sahayak of Gram Panchayat Download
Sahayak of Gram Panchayat Download
Secretary of Gram Panchayat Download
Accounts Clerk of Panchayat Samity Download
Block Informatics Officer of Panchayat Samity Download
Clerk-cum-Typist of Panchayat Samity Download
Data Entry Operator of Panchayat Samity Download
Panchayat Samiti Peon of Panchayat Samity Download
Additional Accountant of Zilla Parishad Download
Assistant Cashier of Zilla Parishad Download
Data Entry Operator of Zilla Parishad Download
District Information Analyst (DIA) of Zilla Parishad Download
Group - D of Zilla Parishad Download
Lower Division Assistant of Zilla Parishad Download
Stenographer of Zilla Parishad Download
System Manager of Zilla Parishad Download
Work Assistant of Zilla Parishad Download

       সংরক্ষিত শ্রেণীর অর্থাৎ OBC, ST, SC প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে। শূন্যপদ অনুযায়ী বিভিন্ন পদে আবেদন করার শিক্ষগত যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি সহ অন্যান্য তথ্য জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

❑ Gram Panchayat Official Notification 2024: Download Now

❑ How to apply for Gram Panchayat 2024 ? : Download Now

❑ FAQ :: Download Now

অন্যান্য পদগুলির জন্য সম্পূর্ন ভাবে তথ্যগুলি দেখতে হলে অফিশিয়াল নোটিফিকেশন অনুসরণ করুন। নোটিফিকেশনে সমস্ত তথ্য বিস্তারিতভাবে দেওয়া আছে।