Bengali GK Album Part - 20 | বাংলা জিকে অ্যালবাম - ২০

নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আর ভালো প্রস্তুতি নিচ্ছো বিভিন্ন ধরনের চাকুরীর জন্য। আজ তোমাদের সাথে Share করছি খুব গুরুত্বপূর্ণ Bengali GK Album Part - 20 | বাংলা জিকে অ্যালবাম - ২০ প্রশ্ন ও তার উত্তর, সাধারনত সমস্ত রকম Comeptitive পরীক্ষায় এসেছে, যেমন - Wbp, SI, Constable, RRB, NTPC, Bank, PSC, WBCS, SSC, MTS, Food, আরও বিভিন্ন ধরনের চাকুরীতে। আমরা চেষ্টা করি সবসময় সবথেকে গুরুত্বপর্ণ পূর্ণ বিষয়ের যেমন - সাহিত্য, English, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, পরিবেশ, থেকে Soecial প্রশ্ন দেওয়ার। সুতরাং, দেরি না করে ঝটপট দেখে নাও, ও বন্ধুদেরও জানাও।

1. প্রথম কাগজকল কোথায় স্থাপিত হয় ?

— শ্রীরামপুরে (১৮৩২ সালে)।

2. ‘City of Joy’ বলা হয় কোন শহরকে বলে ?

– কলকাতাকে ।

3. বাংলায় সবচেয়ে বেশি উষ্ণতা দেখা যায় ?

– আসানসোলে

4. জয়ন্তি হল একটি

– সংরক্ষিত বনভূমি ।

5. বাংলায় প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় অবস্থিত

– কলকাতায় (বেলগাছিয়া) ।

6. গঙ্গা দুভাগে বিভক্ত হয়েছে মুর্শিদাবাদের

– ধুলিয়ানে ।

7. দমদম বিমান বন্দরের পত্তন হয়েছিল

– 1875 সালে ।

8. তাল শব্দের অর্থ

— জলাভূমি ও নিম্নভূমি ।

9. বাংলার দুটি প্রধান মৎস্য শিকার কেন্দ্র হল

– দিঘা ও জুনপুট ।

10. জলপাইগুড়ি শহর অবস্থিত

– মহানন্দা ও বালাসন নদীর তীরে ।

11. সুন্দরবন ম্যানগ্রোভ বাদাবন অবস্থিত যে জেলায়

– দক্ষিণ 24 পরগনা ।

12. কালিম্পঙ -এর সর্বোচ্চ শৃঙ্গ হল

– ঋষিলা ।

13. বাংলার মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হল

– গোর্গাবুরু ।

14. দার্জিলিং পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ Rail Station হল

– ঘুম ।

15. পেডং কথার অর্থ

– অর্কিডের শহর ।