মিশ্রণ (Mixture) অঙ্ক প্রাকটিস সেট - 2
নমস্কার সকলকে, আজকের এই পোস্টটি দেওয়া শুধু মাত্র চাকরীর পরীক্ষার্থী দের জন্য। যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এই প্রাকটিস সেটি প্রাকটিসের জন্য খুব কাজ এ লাগতে পারে। তাই দেরি না করে মিশ্রণ (Mixture) অঙ্ক প্রাকটিস সেট - 2 টি পিডিএফ ফাইল ডাউনলোড করে প্রাকটিস করে দেখো যে প্রস্তুতি কেমন হয়েছে ।
মিশ্রণ (Mixture) অঙ্ক প্রাকটিস সেট - 2
1. একটি সংকর ধাতুতে দস্তা ও তামার অনুপাত 5 : 3 । 16 কেজি সংকর ধাতুর সঙ্গে কত পরিমাণ দস্তা মেশালে ধাতু দুটির অনুপাত হবে 2 : 1 ?
Ⓐ 2 কেজি
Ⓑ 3 কেজি
Ⓒ 5 কেজি
Ⓓ ৪ কেজি
2. দুটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 5 : 4 এবং 2 : 1। সমপরিমাণ উভয় মিশ্রণ মিশ্রিত করা হলে, নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কী হবে ?
Ⓐ 7 : 11
Ⓑ 11 : 7
Ⓒ 7 : 5
Ⓓ 5 : 7
3. কেজি প্রতি 15 টাকা দামের চিনিকে কেজি প্রতি 20 টাকা দামের চিনির সঙ্গে মেশানো হয় 2 : 3 অনুপাতে। মিশ্রণের প্রতি কেজির দাম কত ?
Ⓐ 16 টাকা
Ⓑ 15 টাকা
Ⓒ 18 টাকা
Ⓓ 19 টাকা
4. জলের সঙ্গে কী অনুপাতে দুধ মিশ্রিত করে ক্রয়মূল্যেই বিক্রয় করলে 20% লাভ হবে ?
Ⓐ 1 : 4
Ⓑ 4 : 1
Ⓒ 1 : 5
Ⓓ 5 : 1
5. 40 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5 : 3। ওই মিশ্রণে কত লিটার জল মিশ্রিত করলে মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:4 হবে ?
Ⓐ 4 লিটার
Ⓑ 5 লিটার
Ⓒ 10 লিটার
Ⓓ 12 লিটার
6. দুটি পাত্রে স্পিরিট ও জলের অনুপাত যথাক্রমে 4 : 3 এবং 3 : 4। ওই দুটি পাত্র থেকে কী অনুপাতে মিশ্রণ নিয়ে তৃতীয় পাত্রে ঢাললে, তৃতীয় পাত্রে স্পিরিট ও জলের পরিমাণ সমান হবে ?
Ⓐ 1 : 1
Ⓑ 16 : 9
Ⓒ 4 : 3
Ⓓ 2 : 1
7. তিনটি পাত্রে চিনি ও জলের অনুপাত যথাক্রমে 5 : 6, 7 : 8 এবং 3 : 4। ওই তিনটি পাত্র থেকে 5 : 6 : 7 অনুপাতে মিশ্রণ নিয়ে মেশানো হলে, নতুন মিশ্রণে চিনি ও জলের অনুপাত কী হবে ?
Ⓐ 21 : 28
Ⓑ 34 : 48
Ⓒ 74 : 91
Ⓓ 50 : 65
8. 12 টাকা লিটার দরে খাঁটি দুধ কিনে 25 লিটার জলের সঙ্গে কত লিটার দুধ মেশালে 2 টাকা লিটার দরে বিক্রয় করা যাবে ?
Ⓐ 6 লিটার
Ⓑ 5 লিটার
Ⓒ 9 লিটার
Ⓓ 10 লিটার
9. 40.50 টাকা কেজি দরের চায়ের সঙ্গে 95.50 টাকা কেজি দরের চা কী অনুপাতে মিশ্রিত করলে, মিশ্র চায়ের দাম হবে 55.50 টাকা/কেজি?
Ⓐ 3 : 8
Ⓑ 6 : 5
Ⓒ 5:6
Ⓓ 8 : 3
10. 1 লিটার জলের ওজন 1 কেজি এবং 1 লিটার অন্য তরলের ওজন 1.4 কেজি। দু-প্রকার তরল 3 : 2 অনুপাতে মিশ্রিত করলে, প্রতি লিটার মিশ্রণের ওজন কত হবে?
Ⓐ 1.30 কেজি
Ⓑ 1.20 কেজি
Ⓒ 1.25 কেজি
Ⓓ 1.16 কেজি
❑ Note :: পিডিএফ ফাইলে উত্তর পত্র দেওয়া রয়েছে।