লাভ ও ক্ষতি প্র্যাক্টিস সেট - ১ | Profit and Lose Practice Set - 1 In Bengali
নমস্কার সকলকে, আজকের এই পোস্টটি দেওয়া শুধু মাত্র চাকরীর পরীক্ষার্থী দের জন্য। যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এই প্রাকটিস সেটি প্রাকটিসের জন্য খুব কাজ এ লাগতে পারে। তাই দেরি না করে লাভ ও ক্ষতি (Profit and Loss) প্রাকটিস সেট - 1 টি ১০ টি করে প্রশ্ন দেওয়া রইলো। তোমরা সকলেই অঙ্কগুলো করে দেখো যে প্রস্তুতি কেমন হয়েছে ।
লাভ ও ক্ষতি (Profit and Loss) প্রাকটিস সেট - 1
নমস্কার সকলকে, আজকের এই পোস্টটি দেওয়া শুধু মাত্র চাকরীর পরীক্ষার্থী দের জন্য। যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এই প্রাকটিস সেটি প্রাকটিসের জন্য খুব কাজ এ লাগতে পারে। তাই দেরি না করে লাভ ও ক্ষতি (Profit and Loss) প্রাকটিস সেট - 1 টি ১০ টি করে প্রশ্ন দেওয়া রইলো। তোমরা সকলেই অঙ্কগুলো করে দেখো যে প্রস্তুতি কেমন হয়েছে ।
1. 950 টাকায় একটি টেপ রেকর্ডার বিক্রি করলে আমার 5% ক্ষতি হয়। 1040 টাকায় বিক্রি করলে আমার প্রায় কত লাভ হত?
Ⓐ 4%
Ⓑ 4.3%
Ⓒ 40%
Ⓓ 5%
2. নিতা একটি দ্রব্য 220 টাকায় বিক্রি করে 10% লাভ করে। সে যদি 30% লাভ করতে চায়, তবে সে সেটি বিক্রি করবে—
Ⓐ 220 টাকায়
Ⓑ 230 টাকায়
Ⓒ 260 টাকায়
Ⓓ 280 টাকায়
3. একজন বিক্রেতা তার দ্রব্যসামগ্রীর ¾ অংশ 24% লাভে 4 বিক্রি করে, এবং বাকি অংশ ক্রয়মূল্যে বিক্রি করে। তার মোট লাভের হার হবে— [Non-Tech. CPE 12]
Ⓐ 15%
Ⓑ 18%
Ⓒ 24%
Ⓓ 32%
4. একজন ব্যবসায়ী 20 টাকা প্রতি কিলো দরের 26 কিলো চালের সাথে 36 টাকা প্রতি কিলো দরের 30 কিলো চাল মিশিয়ে পুরো চাল 30 টাকা প্রতি কেজি দরে বিক্রি করে। লাভের শতকরা হার হল-
Ⓐ লাভও নয়, ক্ষতিও নয়
Ⓑ 5
Ⓒ 8
Ⓓ 10
5. একজন ব্যক্তি 1800 টাকায় একটি দ্রব্য বেচে 20% লাভ করে। দ্রব্যটির ক্রয়মূল্য কত ?
Ⓐ 1500 টাকা
Ⓑ 1800 টাকা
Ⓒ 2000 টাকা
Ⓓ 2500 টাকা
6. একজন ব্যক্তি তার টাইপরাইটার মেশিনটি 5% ক্ষতিতে বিক্রি করে। সে যদি 80 টাকা বেশিতে বিক্রি করত, তাহলে সে 5% লাভ করত। টাইপরাইটারটির ক্রয়মূল্য কত ? [Group D Exam. '12]
Ⓐ 1600 টাকা
Ⓑ 1200 টাকা
Ⓒ 1000 টাকা
Ⓓ 800 টাকা
7. একজন ব্যক্তি দুটি বাঁশির প্রতিটি 12 টাকা দরে বিক্রি করে একটি বাঁশিতে সে 20% লাভ করে এবং অন্যটিতে তার 20% ক্ষতি হয়। পুরো ক্রয়বিক্রয়ে— [Group D Exam. 12]
Ⓐ তার লাভও হবে না, ক্ষতিও হবে না
Ⓑ 1 টাকা লাভ হবে
Ⓒ 1 টাকা ক্ষতি হবে
Ⓓ 2 টাকা লাভ হবে
8. একটি দ্রব্য 625 টাকায় বিক্রি করলে যে পরিমাণ লাভ হবে, দ্রব্যটি 435 টাকায় বিক্রি করলে সমপরিমাণ ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত ? [Group D Exam. '12]
Ⓐ 520 টাকা
Ⓑ 530 টাকা
Ⓒ 540 টাকা
Ⓓ 550 টাকা
9. একজন বই বিক্রেতা একটি বই 10% লাভে বিক্রি করে। সে যদি বইটি 4% কম দামে কিনত এবং আরও 6 টাকা বেশিতে বিক্রি করত, তবে সে 18¾% লাভ করত। বইটির ক্রয়মূল্য কত? [Group D Exam. '12]
Ⓐ 130 টাকা
Ⓑ 140 টাকা
Ⓒ 150 টাকা
Ⓓ 160 টাকা
10. রবি প্রতি টাকায় দুটো টফি কেনে এবং প্রতি টাকায় 5 টি টফি বেচে। তার ক্ষতির শতকরা হার হল- [Group D Exam. 12]
Ⓐ 120
Ⓑ 90
Ⓒ 30
Ⓓ 60
❑ Answer :: 1. Ⓑ , 2. Ⓒ, 3. Ⓑ, 4. Ⓑ, 5. Ⓐ, 6. Ⓓ, 7. Ⓒ, 8.Ⓑ 9. Ⓒ, 10. Ⓓ,