মানবদেহের গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য | Some Important Information About Human Body
মানবদেহের গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য | Some important information about human body Read More »
৬০ + মানব শরীর সম্পর্কে জিকে প্রশ্নোত্তর
1. মানবদেহের বৃহতম অঙ্গ এর নাম কি ?
উত্তরঃ ত্বক
2. মানব দেহের বৃহতম গন্থি এর নাম কি ?
উত্তরঃ লিভার
3. মানব দেহের বৃহতম কোষ এর নাম কি ?
উত্তরঃ মহিলাদের গর্ভাশয়
4. মানব দেহের বৃহতম শিরার নাম কি ?
উত্তরঃ ওরটা
5. মানব দেহের বৃহতম WBC এর নাম কি ?
উত্তরঃ মনোসাইট (MONOCYTES)
6. মানব শরীরে বৃহতম ও শক্তিশালী হাড় এর নাম কি ?
উত্তরঃ ফিমার (FEMUR)
7. মানব শরীরে বৃহতম অংশ মস্তিষ্কের ?
উত্তরঃ সেরিব্রাম (CEREBRUM)
8. মানব শরীরে ক্ষুদ্রতম হাড় এর নাম কি ?
উত্তরঃ স্টেপিস (STAPES)
9. মানব শরীরে ক্ষুদ্রতম কোষ কোনটি ?
উত্তরঃ স্পেরম (SPERM)
10. মানব শরীরে ক্ষুদ্রতম WBC হল -
উত্তরঃ লিম্ফোসাইট (LYMPHOCYTES)
11. মানব শরীরে ক্ষুদ্রতম পেশি হল -
উত্তরঃ স্টেপেডিয়াস (STAPEDIUS)
12. বক্ষ ও উদোর গহ্বর কে পৃথক রাখে ?
উত্তরঃ ডায়াফ্রাম
13. মানব শরীরে চোখের পাপড়ি কত দিন বাঁচে ?
উত্তরঃ ১৫০ দিন
14. শরীরের মধ্যে ব্লাড ব্যাঙ্ক হলো -
উত্তরঃ প্লীহা (SPLEEN)
15. বাচ্চাদের দুধের দাঁতের সংখ্যা হলো -
উত্তরঃ ২০টি
16. শরীরের পাঁজরের পরিমান হলো -
উত্তরঃ ২৪ (১২ ভাগে)
17. হৃৎপিণ্ডে গহবরের পরিমান হলো -
উত্তরঃ ৪
18. বখে হাড় এর পরিমান হলো -
উত্তরঃ ২৫
19. খুলিতে হাড় এর পরিমান হলো -
উত্তরঃ ২২
20. মুখে হাড় এর পরিমান হলো -
উত্তরঃ ১৪
21. মধ্য কানে হাড় এর পরিমান হলো
উত্তরঃ ৬
22. হাতে হাড় এর পরিমান হলো
উত্তরঃ ৭
23. পায়ে হাড় এর পরিমান হলো -
উত্তরঃ ৩৩
24. দেহকোষে ক্রমোজোম এর পরিমান হল -
উত্তরঃ ৪৬
25. মায়েদের গর্ভাবস্তার সময়কাল হলো -
উত্তরঃ ২৮০ দিন (৪০ সপ্তাহ)
26. ক্ষুদ্রান্তের গড় দৈর্ঘ্য কত ?
উত্তরঃ ১.৫ CM
27. বিহদান্তের গড় দ্বের্ঘ কত ?
উত্তরঃ ২.৬ CM
28. মানব মস্তিস্ক কত ধরনের গন্ধ বুজতে পারে ?
উত্তরঃ ১০০০০
29. মানুষের চামড়ার উপরে কত পরিমান লোমকূপ থাকে ?
উত্তরঃ ১ কোটি
30. বিলুরিমিন কোথায় তৈরী হয় ?
উত্তরঃ যকৃতে
31. পিতবিন্দু থাকে ?
উত্তরঃ চোখের রেটিনাতে
32. মানুষের মস্তিষ্কের ওজন ?
উত্তরঃ ১.৩৬ কেজি
33. প্রতিদিন মানুষের মাথা থেকে গড়ে কতগুলি চুল পড়ে ?
উত্তরঃ ৪৫
34. শরীরের সবচেয়ে শক্ত অঙ্গ কি ?
উত্তরঃ দাঁতের এনামেল
35. কোন অঙ্গ শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায় ?
উত্তরঃ লিভার
36. মানব শরীরে কোন অঙ্গ বিশ্রাম পায় না ?
উত্তরঃ কিডনি , হৃৎপিণ্ড
37. মানব শরীরে প্রতিদিন কত কোষ জন্মহয় ও মারা যায় ?
উত্তরঃ আমাদের দেহে প্রতি মিনিটে ৩০ লাখ কোষ মারা যায়। তার মানে প্রতি সেকেন্ডে ৫০ হাজার কোষ মারা যায় এবং নতুন ৫০ হাজার কোষ সৃষ্টি হয় ।
38. রক্তের রং যে কারণে লাল ?
উত্তরঃ হিমোগ্লোবিন এর জন্য।
39. একজন পূর্ণবওস্ক পুরুষের হার্টের ওজন কত ?
উত্তরঃ ৩০০গ্রাম
40. মানুষ এক মিনিটে কত বার নিশ্বাস নেন ?
উত্তরঃ ১৮
41. মানুষের মুখ গহ্বরের উষ্নতা কত ?
উত্তরঃ ৯৯.৫০°F
42. পূর্ণবয়স্ক লোকের দাঁতের সংখ্যা কত ?
উত্তরঃ ৩২
43 .পূর্ণ বয়স্ক মানবদেহে কত লিটার রক্ত থাকে ?
উত্তরঃ ৫.৬ লিটার
44. পূর্ণ বয়স্ক মানবদেহে হাঁড়ের সংখ্যা কত ?
উত্তরঃ 206 টি
45. মানবদেহে কত গুলো ছিদ্র থাকে ?
উত্তরঃ ২ লক্ষ এর বেশি ।
46. মানবদেহে মাংসপেশির সংখ্যা ?
উত্তরঃ 520 টি
47. মানব শরীরে কত ভাগ জল থাকে ?
উত্তরঃ ৭৫ ভাগ
48. শরীরে প্রতি সেকেন্ডে কত লোহিত রক্ত কণিকা তৈরী হয় ?
উত্তরঃ ৮০ লক্ষ
49. মানুষের সারির বেশ পেয়ারের সংখ্যা কত ?
উত্তরঃ ৩০০ কোটি
50. মানব শরীরে কঙ্কাল পেশির সংখ্যা কত ?
উত্তরঃ ৬৫৬ টি
51. রক্তের আপেক্ষিক ঘনত্ব কত ?
উত্তরঃ ১.০৬
52. অন্ধবিন্দু দেহের কোথায় থাকে ?
উত্তরঃ চোখে
53. মানবদেহের কতজোড়া সুসুস্নাস্নায়ু থাকে ?
উত্তরঃ ৩১ জোড়া
54. মাতৃদুগ্ধে শর্করার পরিমান কত ?
উত্তরঃ ৬.৮
55. মানবদেহের স্বাভাবিক প্রথবিনকাল কত ?
উত্তরঃ ১২ সেকেণ্ড
56. মানুষের মস্তিকে উৎপন্ন ক্রেনিয়াল নার্ভের সংখ্যা কত ?
উত্তরঃ ১২ জোড়া
57. রক্তে রক্তকণিকার কত শতাংশ থাকে ?
উত্তরঃ ৪৫
58. মানবদেহের সবথেকে বড়ো লসিকা গন্থির নাম ?
উত্তরঃ প্লীহা
59. মানবদেহের সবথেকে বড়ো পৌষ্টিক গন্থির নাম ?
উত্তরঃ যকৃৎ
60. মানুষের জ্ঞানেন্দ্রীওর সংখ্যা কত ?
উত্তরঃ ৫ টি
61. পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত ?
উত্তরঃ ৩ পাউন্ড
62. HEART OF HEART হলো -
উত্তরঃ হিজ এর বান্ডিল
63. মৃত্যুর পর পেশি কঠিন হয় কারণ -
উত্তরঃ ATP কমে যায়
64. স্ত্রী দেহে স্তন গতি যার রূপান্তর ?
উত্তরঃ ঘর্মগন্থি