অনুপাত ও সমানুপাত (Ratio and Proportions) প্রাকটিস সেট - 2 [PDF]
নমস্কার সকলকে, আজকের এই পোস্টটি দেওয়া শুধু মাত্র চাকরীর পরীক্ষার্থী দের জন্য। যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এই প্রাকটিস সেটি প্রাকটিসের জন্য খুব কাজ এ লাগতে পারে। তাই দেরি না করে অনুপাত ও সমানুপাত (Ratio and Proportions) প্রাকটিস সেট - 2 টি পিডিএফ ফাইল ডাউনলোড করে প্রাকটিস করে দেখো যে প্রস্তুতি কেমন হয়েছে ।
অনুপাত ও সমানুপাত (Ratio and Proportions) প্রাকটিস সেট - 2
*1. সঞ্জয় ও সুরেশের মোট ওজন 120 কেজি। সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি। সুরেশ ও সঞ্চয়ের ওজনের অনুপাত কত?
Ⓐ 3:7
Ⓑ 2:3
Ⓒ 3:5
Ⓓ 2:3
2. 33630 টাকা A, B, C -এর মধ্যে এমনভাবে যাতে A ও B -এর ভাগের অনুপাত 3:7 ভাগ করা হল এবং B ও C- এর ভাগের অনুপাত 6:5 হয়। B কত টাকা পাবে?
Ⓐ 14868 টাকা
Ⓑ 16257 টাকা
Ⓒ 13290 টাকা
Ⓓ 12390 টাকা
*3. তিনটি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 4:5, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:6, প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল 2400 হলে সংখ্যা তিনটি কী কী?
Ⓐ 20, 40, 120
Ⓑ 40, 50, 60
Ⓒ 40, 20, 60
Ⓓ 80, 50, 30
❑ Also Check : অনুপাত ও সমানুপাত (Ratio and Proportions) প্রাকটিস সেট - ১
4. 2430 টাকা X, Y ও Z-এর মধ্যে এমনভাবে ভাগ করা হল যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা, 10 টাকা, 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত 3:4:5 হয়। X কত টাকা পাবে?
Ⓐ 1015 টাকা
Ⓑ 605 টাকা
Ⓒ 810 টাকা
Ⓓ 595 টাকা
5. P এবং Q-এর মধ্যে কিছু অর্থ 3½:5½ অনুপাতে ভাগ করা হল। যদি P, Q -এর থেকে 180 টাকা কম পায়, তবে Q কত টাকা পেল ?
Ⓐ 315 টাকা
ⓑ 495 টাকা
Ⓒ 630 টাকা
Ⓓ 810 টাকা
*6. কিছু টাকা A, B, C-এর মধ্যে এমনভাবে ভাগ করা হল যাতে A, B -এর দ্বিগুণ টাকা এবং B, C -এর 4 গুণ টাকা পায়। তাদের অংশের অনুপাত কত ?
Ⓐ 1:2:4
Ⓑ 1:4:1
Ⓒ 8:4:1
Ⓓ 2:4:1
❑ Also Check: অনুপাত ও সমানুপাত (Ratio and Proportions) প্রাকটিস সেট - ১
*7. এক ব্যক্তি 8600 টাকা 5 পুত্র, 4 কন্যা এবং 2 ভ্রাতুস্পুত্রের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যাতে প্রতি কন্যা, প্রতি ভ্রাতুস্পুত্রের 4 গুণ টাকা এবং প্রতি পুত্র, প্রতি ভ্রাতুস্পুত্রের 5 গুণ টাকা পায়। প্রতি কন্যা কত টাকা পেল?
Ⓐ 100 টাকা
Ⓑ 600 টাকা
Ⓒ 800 টাকা
Ⓓ 1000 টাকা
*8. কিছু অর্থ P, Q, R -এর মধ্যে 6:19:7 অনুপাতে ভাগ করা হল। Q, R-এর থেকে 200 টাকা নেওয়ার পর তাদের অর্থের অনুপাত দাঁড়ায় 3 : 10 : 3। মোট অর্থ কত?
Ⓐ 6400 টাকা
Ⓑ 12800 টাকা
Ⓒ 3200 টাকা
Ⓓ অর্থ অপর্যাপ্ত
*9. A ও B -এর অর্থের অনুপাত 2:1। A, B-কে 2 টাকা দিয়ে দিলে তাদের অর্থের অনুপাত হয় 1:1। তাদের প্রাথমিক অর্থের পরিমাণ কত?
Ⓐ 12 টাকা, 6 টাকা
Ⓑ 16 টাকা, ৪ টাকা
Ⓒ 8 টাকা, 4 টাকা
Ⓓ 6 টাকা, 3 টাকা
*10. তিনটি সংখ্যার অনুপাত 5:7:9 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 49 বেশি। সংখ্যা তিনটির যোগফল কত?
Ⓐ 147
Ⓑ 148
Ⓒ 145
Ⓓ 146
❑ Also Check: অনুপাত ও সমানুপাত (Ratio and Proportions) প্রাকটিস সেট - ১
*11. তিন ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর। ৪ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৪: 7:6। কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত?
Ⓐ 52 বছর
Ⓑ 47 বছর
Ⓒ 50 বছর
Ⓓ 45 বছর
12. কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ A, B, C -এর মধ্যে এমনভাবে ভাগ করা হল, যাতে A -এর 1 টাকার জন্য B ও C যথাক্রমে 25 পয়সা ও 20 পয়সা পায়। B-এর অর্থ 50 টাকা হলে মোট অর্থ কত?
Ⓐ 200 টাকা
Ⓑ 125 টাকা
Ⓒ 190 টাকা
Ⓓ 290 টাকা
*13. 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয়, তবে দুধ ও জলের নতুন অনুপাত কত হবে?
Ⓐ 7:3
Ⓑ 5:3
Ⓒ 4:3
Ⓓ 2:3
*14. একটি বিদ্যালয়ে 504 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 13:11; ওই বিদ্যালয়ে যদি 12 জন নতুন ছাত্রী ভর্তি হয়, তবে এখন ছাত্র ও ছাত্রীর অনুপাত কত?
Ⓐ 91:95
Ⓑ 91:81
Ⓒ 90:9
Ⓓ 391:97
*15. কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে 16:21 অনুপাতে ভাগ করা হল। প্রত্যেক পুরুষ 4 টাকা এবং প্রত্যেক মহিলা ও টাকা পেলে, মহিলার সংখ্যা কত? 10
Ⓐ 198
Ⓑ 280
Ⓒ 284
Ⓓ 270
"পিডিএফ - এ উত্তর দেওয়া আছে"
❑ Tags: অনুপাত ও সমানুপাত অঙ্ক, Ratio and Proportions, wbp math practice set, wbp main mathematics set,