গণপরিষদের উল্লেখযোগ্য কমিটি ও সভাপতিদের তালিকা

গণপরিষদের উল্লেখযোগ্য কমিটি ও সভাপতিদের তালিকা | List of Constituent Assembly notable committees and presidents

গণপরিষদের উল্লেখযোগ্য কমিটি ও সভাপতিদের তালিকা
গণপরিষদের উল্লেখযোগ্য কমিটি ও সভাপতিদের তালিকা

গণপরিষদের উল্লেখযোগ্য কমিটি তালিকা 

ভারতের গণপরিষদ নির্বাচিত হয়েছিল ভারতের সংবিধান প্রণয়নের জন্য। এটি 'প্রাদেশিক পরিষদ' দ্বারা নির্বাচিত হয়। ১৯৫০ সালে ব্রিটিশ সরকারের কাছ থেকে ভারতের স্বাধীনতার পর এর সদস্যরা দেশের প্রথম সংসদ হিসেবে কাজ করেছিল।

প্রশ্ন : গণপরিষদ কি ? 

উঃ গণতান্ত্রিক দেশের সংবিধান জনগণের দ্বারা রচিত ও গৃহীত হয়। জনগণের পক্ষ থেকে সংবিধান রচনার গুরুদায়িত্ব যে সাংবিধানিক কমিটির মাধ্যমে সম্পাদিত হয় তাকে গণপরিষদ বলে। গণপরিষদের সভাপতি ছিলেন ড. রাজেন্দ্র প্রসাদ। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণপরিষদে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল। ভারতীয় গণপরিষদের প্রথম অধিবেশন ১৯৪৬-এর ৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত দিল্লিতে অনুষ্ঠিত হয়।

প্রশ্ন : গণপরিষদের উদ্দেশ্য কি ? 

উঃ গণপরিষদের প্রধান উদ্দেশ্য ছিল এমন একটি খসড়া সংবিধান রচনা করা, যা সামাজিক বিপ্লবের চরম লক্ষ্য অর্জন করতে পারবে। পণ্ডিত জহর লাল নেহরুর অভিমত ছিল, গণপরিষদের প্রধান কাজ হবে একটি নতুন সংবিধানের মাধ্যমে স্বাধীন ভারতবর্ষের ক্ষুধার্ত ও বস্ত্রহীন মানুষের জন্য অন্নবস্ত্রের সংস্থান করা এবং যােগ্যতা অনুযায়ী প্রতিটি ভারতবাসীর আত্মবিকাশের জন্য সর্বাধিক সুযােগের ব্যবস্থা করা। সভাপতি ড. রাজেন্দ্র প্রসাদ ঘােষণা করেন, গণপরিষদের লক্ষ্য হবে দেশের সাধারণ নাগরিকদের দুঃখদারিদ্রের পরিসমাপ্তি ঘটানাে, বৈষম্য ও শােষণের অবসান ঘটানাে এবং সুন্দর জীবনযাত্রার উপযােগী পরিবেশ সৃষ্টি করা।

কমিটি সভাপতি
খসড়া কমিটি বি. আর. আম্বেদকর
কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটি জওহরলাল নেহেরু
প্রাদেশিক শাসনতন্ত্র সম্পর্কিত কমিটি জওহরলাল নেহেরু
কেন্দ্রীয় শাসনতন্ত্র সম্পর্কিত কমিটি জওহরলাল নেহেরু
স্টিয়ারিং কমিটি রাজেন্দ্র প্রসাদ
জাতীয় পতাকা সম্পর্কিত অ্যাড হক কমিটি রাজেন্দ্র প্রসাদ
ফাইন্যান্স এন্ড স্টাফ কমিটি রাজেন্দ্র প্রসাদ
মৌলিক অধিকার, সংখ্যালঘু, আদিবাসী বিষয় সংক্রান্ত পরামর্শদাতা কমিটি সর্দার বল্লভভাই প্যাটেল
সংখ্যালঘু সম্পর্কিত উপদেষ্টা কমিটি এইচ. সি. মুখার্জি
মৌলিক অধিকার সংক্রান্ত্র সাব কমিটি জে. বি. কৃপালিনী
সভার কার্যাবলী সম্পর্কিত কমিটি জি. ভি. মভলঙ্কার

প্রশ্ন : সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন?

উত্তর : 1946 সালের 9ই ডিসেম্বর এটি গঠিত হয়েছিল। প্রথম সভা হওয়ার সময় ডঃ সচ্চিদানন্দ অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি ছিলেন। 11ই ডিসেম্বর, 1946 সালে ডঃ রাজেন্দ্র প্রসাদকে গণপরিষদের সভাপতি এবং এইচ সি মুখার্জিকে সহ-সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়।

প্রশ্ন : ভারতীয় গণপরিষদ কত সালে গঠিত হয় ?

উত্তর : ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর সকাল ১১ টায় গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয়, এতে ২১১ জন সদস্য উপস্থিত ছিলেন। ১৯৪৭ সালের প্রথম দিকে মুসলিম লীগ এবং রাজ্যের প্রতিনিধিরা যোগদান করে এবং ১৯৪৯ সালের ২৬ নভেম্বর অ্যাসেম্বলি খসড়া সংবিধান অনুমোদন করে।

প্রশ্ন : প্রথম গণপরিষদ কবে গঠিত হয়?

উত্তর : ১৯৪৭ সালের ১০ আগস্ট করাচির সিন্ধু পরিষদ ভবনে পাকিস্তান গণপরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রশ্ন : গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল?

উত্তর : ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণপরিষদে ২৮৪ জনের সই করলে গৃহীত হয় এবং এই দিনটি জাতীয় আইন দিবস হিসেবে পরিচিত। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে এই সংবিধান জোরদারভাবে কার্যকরী হয়। উল্লেখ্য, ১৯৩০ সালের ২৬ জানুয়ারি জাতীয় কংগ্রেসের ঐতিহাসিক স্বাধীনতা ঘোষণার স্মৃতিতে ২৬ জানুয়ারি তারিখটি সংবিধান পরিচালনার জন্য গৃহীত হয়েছিল।

প্রশ্ন : গণপরিষদ গঠনের জন্য নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?

উত্তর: 1946 সালের জুলাই মাসে গণপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রশ্ন : ভারতের গণপরিষদের সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন?

উত্তর : ভারতের সংবিধানের খসড়া তৈরির জন্য গণপরিষদ কর্তৃক 1947 সালে গঠিত খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডাঃ ভীমরাও আম্বেদকর।

প্রশ্ন : সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে?

উত্তর : ভারতের সংবিধানের খসড়া তৈরির জন্য গণপরিষদ কর্তৃক 1947 সালে গঠিত খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডাঃ ভীমরাও আম্বেদকর।