WBJEE ANM & GNM 2022 Mock Test in Bengali Part - 05

1. বাতাসে কোন গ্যাসের উপস্থিতিতে পিতল বিবর্ণ হয়?

হাইড্রোজেন সালফাইট
মিথেন
লিথিয়াম
নাইট্রোজেন

2. ব্রোঞ্জ ধাতুর গঠন কি?

তামা+দস্তা
তামা+নিকেল
লোহা+ম্যাঙ্গানিজ
তামা+টিন

3. বস্তুর ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?

সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে
স্প্রিং তুলা দিয়ে
উভয়
কোনটিই নয়

4. কোষের মস্তিষ্ক কাকে বলা হয়?

মাইটোকন্ড্রিয়া
রাইবোজোম
নিউক্লিয়াস
ফিমার

5. এক নিউটন = কত ডাইন?

10¹
10²
10⁴
10⁵

6. মাছ ধরার ছিপ কোন শ্রেণীর লিভার?

প্রথম শ্রেণীর লিভার
দ্বিতীয় শ্রেণীর লিভার
তৃতীয় শ্রেণীর লিভার
কোনটিই নয়

7. ম্যাঙ্গানিজ কে আবিষ্কার করেন?

ই. পেলিগট
ইলসেমান
ই. পেলিগট
এদের কেউই নন

8. কটন জিন কে আবিষ্কার করেছিলেন?

লুই পাস্তুর
এলি হুইটনি
কোনরাড জুস
এদের কেউই নন

9. আমাদের শরীর থেকে ঘাম নির্গত হয় ?

পরিবেশের উষ্ণতা বৃদ্ধি পেলে
শরীরের উষ্ণতা বৃদ্ধি পেলে
আবেগতাড়িত হয়ে পড়লে
সবগুলোই

10. রেডিয়াস ও আলনা হাড় দুটি থাকে ?

হাটুতে
ঘাড়ে
হাতে
কোনটাই নয়

11. ঘামগ্রন্থি ত্বকরে কোন স্তরে থাকে ?

হাইপোডারমিস
এপিডারমিস
ডারমিস
কোনটাই নয়

12. মানব শরীরর খোদ্রুতম হাড়টি থাকে ?

পায়ে
হাতে
কানে
কোনটাই নয়

13. অস্থিতে থাকে ?

ক্যালশিয়াম
ফসফরাস
দুটোই
কোনটাই নয়

14. হৃদপিন্ডের চারটি প্রকোষ্ঠের মধ্যে সবচেয়ে বড় কোনটি ?

ডান নিলয়
বাম নিলয়
ডান অলিন্দ
বাম নিলয়

15. পাকা চুলে ?

মেলানিনি থাকে না
প্রোটিন থাকে না
মেলানিনি ও প্রোটিন থাকে না
কোনটাই নয়