PSC Miscellaneous and Food SI GK MCQ Questions Part - 10
Food SI Questions | PSC Miscellaneous Questions
1. মানবদেহের মস্তিষ্ক যে আবরণ দিয়ে ঢাকা থাকে তাকে কি বলে? [AskMore.In]
ⓐ মেনিনজেস
Ⓑ মায়োলিন শিথ
Ⓒ সোয়ান শিথ
Ⓓ পেরিকার্ডিয়াম
2. কোন বছর ভারতের গভর্নর জেনারেল পদের বদলে ভাইসরয় পদের সৃষ্টি করা হয়?[AskMore.In]
Ⓐ 1858
Ⓑ 1857
Ⓒ 1856
Ⓓ 1854
3. হাঁসুলিবাকের উপকথা বিখ্যাত উপন্যাসটি লেখেন - [AskMore.In]
Ⓐ সতীনাথ ভাদুড়ী
Ⓑ আশাপূর্ণা দেবী
Ⓒ মানিক বন্দ্যোপাধ্যায়
Ⓓ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
4. মহাবলীপুরমের রথ মন্দির কোন রাজা প্রতিষ্ঠা করেন?[AskMore.In]
Ⓐ দ্বিতীয় নরসিংহ বর্মন
Ⓑ প্রথম নরসিংহ বর্মন
Ⓒ মহেন্দ্র বর্মন
Ⓓ নন্দী বর্মন
5. নেপালের প্রধান কৃষিজ ফসল কি?[AskMore.In]
Ⓐ পাট
Ⓑ চা
Ⓒ ধান
Ⓓ গম
6. সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?[AskMore.In]
Ⓐ বৃহস্পতি
Ⓑ ইউরেনাস
Ⓒ মঙ্গল
Ⓓ শনি
7. যোগ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?[AskMore.In]
Ⓐ মহারাষ্ট্র
Ⓑ তামিলনাড়ু
Ⓒ কর্ণাটক
Ⓓ মধ্যপ্রদেশ
8. ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে রদ করেন?[AskMore.In]
Ⓐ লর্ড লিটন
Ⓑ লর্ড রিপন
Ⓒ লর্ড হার্ডিঞ্জ
Ⓓ লর্ড ডালহৌসি
9. তিব্বতে ব্রহ্মপুত্র নদী কি নামে পরিচিত?[AskMore.In]
Ⓐ দিহং
Ⓑ সুবনসিরি
Ⓒ দিবং
Ⓓ সাংপো
10. ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান কোনটি?[AskMore.In]
Ⓐ জলদাপাড়া
Ⓑ কাজিরাঙা
Ⓒ করবেট
Ⓓ বান্ধবগর
11. নিচের খনিজ গুলির মধ্যে কোনটি অধাতব খনিজ? [AskMore.In]
Ⓐ লৌহ আকরিক
Ⓑ ম্যাঙ্গানিজ
Ⓒ অভ্র
Ⓓ বক্সাইড
12. কোন বিদ্রোহের অপর নাম মহাবিদ্রোহ? [AskMore.In]
Ⓐ সাঁওতাল বিদ্রোহ
Ⓑ সিপাহী বিদ্রোহ
Ⓒ কৃষক বিদ্রোহ
Ⓓ নৌ বিদ্রোহ
13. ভারতের সংবিধান স্বীকৃতি ভাষা হল -
Ⓐ ১৮টি
Ⓑ ২০টি
Ⓒ ২২টি
Ⓓ ২৫টি
14. আমাদের মুখবিবরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়? [AskMore.In]
Ⓐ প্রোটিন জাতীয় খাদ্যের
Ⓑ শর্করা জাতীয় খাদ্যের
Ⓒ ফ্যাট জাতীয় খাদ্যের
Ⓓ উপরের সবকটি
15. ভারতের বৃহত্তম জেলা হল - [AskMore.In]
Ⓐ কচ্ছ
Ⓑ মাহে
Ⓒ দক্ষিণ চব্বিশ পরগনা
Ⓓ মাজুলি
❑ Note :: পিডিএফ ফাইলে উত্তর পত্র দেওয়া রয়েছে।