WBJEE ANM & GNM 2022 Mock Test in Bengali Episode - 2

1. রক্তকণিকার জন্ম কোথায় ?

অস্থিমজ্জায়
ধমনীতে
শিরায়
লসিকায়

2. ফুসফুসের আবরণকে কী বলা হয় ?

প্লুরা
হৃদঝিল্লি
প্লাসেন্টা
সবকটিই

3. মিলার ও উরে তাঁদের পরীক্ষায় কি প্রস্তুত করতে সক্ষম হন ?

অ্যামাইনো অ্যাসিড
প্রোটিন
উৎসেচক
ভিটামিন

4. ‘The Origin of Species by means of Natural Selection’ -বইটির লেখক কে ?

ল্যামার্ক
ডারউইন
মেন্ডেল
অ্যারিস্টটল

5. জননমাতৃকোষ কোন পদ্ধতিতে বিভাজিত হয় ?

মাইটোসিস
অ্যামাইটোসিস
মিয়োসিস
কোনটিই নয়

6. কলাজ্বর সৃষ্টিকারী পরজীবী প্রাণীটি হল—

এন্টামিবা হিস্টোলাইটিকা
প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স
সিসমোনিয়া ডেনোভেনি
টোগা ভাইরাস

7. দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ কোনটি ?

থ্যালামাস
সুষুম্নাশীর্ষক
লঘুমস্তিষ্ক
গুরুমস্তিষ্ক

8. বৃক্ষের বয়স নির্ণয় করা যায় কীভাবে ?

বলয় গণনা করে
আর্ক-ইন্ডিকেটর-এর মাধ্যমে
গাছের দৈর্ঘ্য মেপে
গাছের প্রস্থচ্ছেদ মেপে

9. কোনটি এককোষী জীব ?

ব্যাকটেরিয়া
চিংড়ি
কেঁচো
মানুষ

10. প্যারামিসিয়াম-এর গমন অঙ্গের নাম কী ?

ক্ষণপদ
সিলিয়া
ফ্ল্যাজেলা
সন্ধিপদ

11. মাকড়সার জাল কি দিয়ে তৈরী ?

লিপিড
প্রোটিন
পলিস্যাকারাইড
কার্বোহাইড্রেট পলিমার

12. কোনটিকে কোশের শক্তিঘর বলা হয় ?

ক্লোরোফিল
সাইটোপ্লাজম
রাইবোজোম
মাইটোকনড্রিয়া

13. ফুসফুস কোন পর্দা দ্বারা আবৃত ?

পেরিকার্ডিয়াম
প্লুরা
পেলিকল
মেনিনজেস

14. জেনেটিক কোডের আবিষ্কর্তা কে ?

ড. এস স্বামীনাথন
ড. রোনাল্ড রস
ড. খোরানা
জোহানসন

15. জীবন বিজ্ঞানের কোন শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় ?

ইকোলজি
মাইক্রোবায়োলজি
বংশগতি
এন্টমোলজি

16. BMR বাড়ায় যে হরমোনটি তা হল—

থাইরক্সিন
adh
ইনসুলিন
sth

17. মানবদেহের সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থির নাম কী ?

বৃক্ক
যকৃৎ
মূত্রথলী
হৃৎপিণ্ড

18. মাস্টার গ্ল্যান্ড হল—

অ্যাড্রিনাল গ্রন্থি
থাইরয়েড গ্রন্থি
পিটুইটারি
গ্রন্থি কোনোটিই নয়

19. ব্যথা ও জ্বরের জন্য নীচের কোন ঔষুধটি বহুল প্রচলিত ?

মরফিন
অ্যাট্রোপিন
অ্যাসপিরিন
ডাটুরিন

20. নারকেলের যে অংশটি খাদ্য হিসেবে গ্রহন করা হয়, সেটি হল—

ফলের ত্বক
শস্য
বীজপত্র
ভ্রুন