প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট - ৩ | পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর
নমস্কার সকলকে, আমরা নিয়ে এসেছি সকল প্রাইমারী টেট পরীক্ষার্থী দের কাছে কিছু গুরুত্বপূর্ন প্রশ্ন । যে গুলো আগামী দিনের জন্য খুব কাজে লাগবে। তোমাদের প্র্যাকটিসের জন্য নিচে ১৫ টি প্রশ্ন দেওয়া হলো –
Primary TET EVS Practice Set
১) বজ্র ব্যবস্থাপনার পদ্ধতি হল -
[A] বর্জ্যের পুনর্ব্যবহার
[B] বর্জ্যের পুনর্নবীকরণ
[C] বর্জ্যের পরিমাণগত হার
[D] সবগুলি
উঃ [D] সবগুলি
২) স্বচ্ছ ভারত অভিযান চালু হয়-
[A] 2 সেপ্টেম্বর, 2015
[B] 2 অক্টোবর, 2014
[C] 5 ডিসেম্বর, 2015
[D] 5 অক্টোবর, 2014
উঃ [B] 2 অক্টোবর, 2014
৩) ইউট্রিফিকেশন দেখা যায়-
[A] মৃত্তিকায়
[B] শিলায়
[C] বায়ুমন্ডলে
[D] জলভাগে
উঃ [D] জলভাগে
৪) চেরনোবিল দুর্ঘটনা কিসের সাথে সম্পর্কিত?
[A] মিক গ্যাস
[B] কার্বন মনোক্সাইডের
[C] তেজস্ক্রিয় দূষণ
[D] সবগুলি
উঃ [C] তেজস্ক্রিয় দূষণ
৫) BOD -এর পুরো নাম কি?
[A] Biological Organic Demand
[B] Biological Orbit Development
[C] Biophere Organisation Department
[D] Biological Oxygen Demand
উঃ [D] Biological Oxygen Demand
৬) কলেরা, টাইফয়েড কি ঘটিত রোগ?
[A] বায়ুঘটিত
[B] জলঘটিত
[C] তেজস্ক্রিয়ঘঠিত
[D] সবগুলি
উঃ [B] জলঘটিত
৭) কোনটি তেজস্ক্রিয় দূষক?
[A] ইউরেনিয়াম
[B] কয়লা
[C] থোরিয়াম
[D] সবকটি
উঃ [D] সবকটি
৮) তরল বর্জ্য হল–
[A] চর্বি
[B] তৈল গ্ৰিজ
[C] ফেনল
[D] সবকটি
উঃ [D] সবকটি
৯) গোবর গ্যাসের মুখ্য উপাদান কোনটি ?
[A] মিথেন
[B] ইথেন
[C] প্রোপেন
[D] ক্লোরিন
উঃ [A] মিথেন
১০) পৃথিবীর গড় উষ্ণতা কত ?
[A] 12°C
[B] 13°C
[C] 14°C
[D] 15°C
উঃ [D] 15°C
১১) ভারতের বৃহত্তম রামসার জলাভূমির নাম -
[A] চিল্কা হ্রদ
[B] কোলেরু হ্রদ
[C] ভারতীয় সুন্দরবন
[D] উলার হ্রদ
উঃ [C] ভারতীয় সুন্দরবন
১২) ভারতের কোন রাজ্যের জলাভূমির আয়তন সর্বাধিক?
[A] পশ্চিমবঙ্গ
[B] উত্তরপ্রদেশ
[C] গুজরাট
[D] অন্ধ্রপ্রদেশ
উঃ [C] গুজরাট
১৩) বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় -
[A] 5 জুন
[B] 2 ফেব্রুয়ারি
[C] 5 সেপ্টেম্বর
[D] 1 জুন
উঃ [B] 2 ফেব্রুয়ারি
১৪) পৃথিবীর বৃক্ক বলা হয় -
[A] বনভূমি
[B] জলাভূমি
[C] বায়ুমণ্ডল
[D] কোনোটিই নয়
উঃ [B] জলাভূমি
১৫) ‘Environmental Ethics’ কথাটির প্রবর্তন কে করেন ?
[A] Aldo Leopold
[B] Lynn White
[C] Garrett Hardin
[D] Rachel Carson
উঃ [D] Rachel Carson