পরিবেশ বিদ্যা সংক্রান্ত ৬০ টি প্রশ্নোত্তর For Primary TET

পরিবেশ বিদ্যা সংক্রান্ত ৬০ টি প্রশ্নোত্তর For Primary TET
পরিবেশ বিদ্যা সংক্রান্ত ৬০ টি প্রশ্নোত্তর For Primary TET

পরিবেশ বিদ্যা সংক্রান্ত ৬০ টি প্রশ্নোত্তর For Primary TET

1. ফটোট্রোফস কী ?

উঃ যারা সূর্যালোকের উপস্থিতিতে নিজের খাদ্য নিজেরা প্রস্তুত করে।

 

2. হ্যাবিলিস কথার অর্থ কি ?

উঃ হ্যাবিলিস কথার অর্থ দক্ষ

 

3. চেরনোবিল দুর্ঘটনা কোন বছর ও কত তারিখে ঘটেছিল ?

উঃ ১৯৮৬ খ্রিঃ ২৬শে এপ্রিল।

 

4. সিলিকোসিস কোন প্রকার দূষণের সঙ্গে জড়িত ?

উঃ বায়ুদূষণ

 

5. ব্যাঘ্র প্রকল্প বলতে কী বোঝ?

উঃ স্বাভাবিক পরিবেশে বাঘকে বাঁচিয়ে রাখার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার যে পরিকল্পনা তাকে ব্যাঘ্রপ্রকল্প বলে।

 

6. AIDS রোগের জন্য দায়ী –

উঃ ভাইরাস

 

7. বায়ুদূষণের সংজ্ঞা দাও।

উঃ পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে অনিষ্টকর পদার্থের সমাবেশ ঘটলে তা মানুষ ও পরিবেশের ক্ষতি করে এবং তখন তাকে বায়ুদূষণ বলে।

 

8. চিপকো আন্দোলন কবে কোথায় হয়?

উঃ ১৯৭৩ সালের এপ্রিল মাসে উত্তর প্রদেশের গাড়োয়াল প্রদেশের মণ্ডল গ্রামে গাছকাটার বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন গড়ে ওঠে, যা চিপকো আন্দোলন নামে খ্যাত।

 

9. OTEC কি ?

উঃ ওটেক হল সমুদ্র জলের তাপমাত্রার তারতম্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করার এক পদ্ধতি

 

10. ভারতে ব্যাঘ্র প্রকল্প কারা চালু করে ?

উঃ ভারতীয় বন্যপ্রাণী বোর্ড বা BWI

 

11. পৃথিবী থেকে লুপ্ত হওয়া কয়েকটি প্রাণীর নাম লেখ।

উঃ ডোডো পাখি, মেছো কুমীর, তুষার চিতা ইত্যাদি।

 

12. OPEC এর পুরো কথা কি ?

উঃ Organisation of Petroleum Exporting Countries

 

13. পৃথিবীর প্রথম জাতীয় উদ্যানের নাম কী?

উঃ ইয়োলো স্টোন পার্ক।

 

14. হ্যাবিলিসের জীবাশ্মের নাম কি ?

উঃ হ্যাবিলিসের জীবাশ্মের নাম লুই লিকি

 

15. ওল্ড ফেথফুল কী?

উঃ আমেরিকার একটি সবিরাম উষ্ণ প্রসবন।

 

16. বনভূমি সংরক্ষণ বলতে কী বোঝ?

উঃ মানুষের যে দূরদর্শী কল্যাণকর কাজের মাধ্যমে অরণ্যকে সুরক্ষিত রাখা যায়, বনভূমি সৃজন করা যায়, পরিবেশকে সুস্থিত করা যায় বন্যজীবজন্তুর আবাস নিরাপদ রাখা যায় সেই জনমুখী কাজকে বনভূমি সংরক্ষণ বলে।

 

17. জীবনদায়ী বীমা আইন কবে চালু হয় ?

উঃ ১৯৯১ খ্রিঃ

 

18. পশ্চিমজার্মেনীর বনাঞ্চল ধ্বংস হওয়ার কারণ কী?

উঃ অম্লবৃষ্টি।

 

19. OPEC এর সদস্য কতগুলি দেশ ?

উঃ ১১টি

 

20. বসুন্ধরা সম্মেলন কোথায় হয়েছিল ?

উঃ ব্রাজিলে

 

21. ল্যাপস রেট কী ?

উঃ সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমার অনুপাত

 

22. স্টকহোম আন্দোলন কবে, কোথায় অনুষ্ঠিত হয়?

উঃ সুইডেনের স্টক হোম শহরে রাষ্ট্রসঙ্ঘের মানব পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

23. ভূ ত্বকের নীচে কত মিটার অন্তর ১ ডিগ্রী সেণ্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি পায় ?

উঃ ৩৩ মিটার

 

24. পৃথিবীর কয়টি দেশ স্টকহোম সম্মেলনে অংশগ্রহণ করেছিল?

উঃ ১১৩ টি দেশ।

 

25. হাইড্রোজেন ফ্লুরাইড দ্বারা প্রাণীদেহে সৃষ্ট রোগের নাম কী?

উঃ ফ্লুরোসিস।

 

26. Ganga Action Plan বা G.A.P কত সালে গঠিত হয় ?

উঃ ১৯৮৬ খ্রিঃ ১৪ই জুন

 

27. ওজোন হোলের ক্ষয়ের জন্য দোষী প্রধান গ্যাসের নাম কী?

উঃ CFC।

 

28. সূর্যের অতিবেগুনী রশ্মির প্রভাবে সৃষ্ট মানুষের দুটি রোগের নাম লেখ।

উঃ ত্বকে ক্যানসার ও চোখে ছানি।

 

29. কোথা থেকে এই জীবাশ্ম পাওয়া যায় ?

উঃ তানজানিয়া থেকে।

 

30. কিভাবে চেনোরবিল দুর্ঘটনা ঘটে ?

উঃ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে বিষ্ফোরণ ঘটে এই দুর্ঘটনা হয়।

 

31. বায়ুতে সালফার ডাই অক্সাইড গ্যাস মানুষের দেহে কি ব্যাঘাত ঘটায়?

উঃ এই গ্যাস মুখ্যতঃ শ্বাসনালী ও ফুসফুসে প্রভাব ফেলে, ফলে শ্বাসঘটিত বিভিন্ন রোগের সৃষ্টি হয়।

 

32. রক্ত বাহিত দুটি রোগের নাম লেখ।

উঃ ম্যালেরিয়া, হেপাটাইটিস বি, এডস ইত্যাদি।

 

33. SO2 পরিমাপ করে কোন প্রকার দূষণ সম্পর্কে জানা যায় ?

উঃ বায়ুদূষণ

 

34. পিট কয়লায় কার্বনের পরিমাণ কত শতাংশ ?

উঃ ৩৫%

 

35. বায়ুমণ্ডলের আবরণকে মুখ্যতঃ কি কি স্তরে ভাগ করা হয়?

উঃ ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার।

 

36. অ্যাকুইফার কী ?

উঃ শিলাস্তরে সঞ্চিত জলের ভাণ্ডার

 

37. অম্লবৃষ্টিতে প্রধানতঃ কোন কোন অ্যাসিডের উপস্থিতি লক্ষ করা যায়?

উঃ মোটামুটিভাবে ৬০ ভাগ সালফিউরিক অ্যাসিড এবং ৪০ ভাগ উঃ নাইট্রিক অ্যাসিড।

 

38. বায়ুর মূল উপাদান গুলি কী কী?

উঃ নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাই অক্সাইড, জলীয়বাষ্প, ধূলিকণা ইত্যাদি।

 

39. Photic Zone কী ?

উঃ সমুদ্র পৃষ্ঠ থেকে ২০০ মিটার গভীরতা অবদি সূর্যের আলো লম্বভাবে সরাসরি প্রবেশ করতে পারে। এই অঞ্চলই Photic Zone নামে পরিচিত।

 

40. চার্লস ডারউইন যে দূষণে আক্রান্ত হয়েছিলেন ?

উঃ আর্সেনিক

 

41. দূষিত বায়ুতে ক্যানসার সৃষ্টিকারী কোন যৌগের উপস্থিতি দেখা যায়?

উঃ বেঞ্জো পাইরিন নামক জৈব যৌগের উপস্থিতি দেখা যায় সেটি ক্যানসার সৃষ্টি করে।

 

42. বায়ুমণ্ডলের ওজোনস্তর পৃথিবীর জীবকে কিভাবে রক্ষা করে?

উঃ সূর্য থেকে আগত অতিবেগুনী রশ্মি বিভিন্ন জীবের উপর মারাত্মক ক্ষতিকারক প্রভাব ফেলে।

 

43. চিপকো আন্দোলন কারা, কীভাবে করে?

উঃ হিমালয়ের পাহাড়ি এলাকা থেকে গাছ কেটে নেওয়ার ব্যবসা দীর্ঘ দিন ধরে চলে আসছিল, এর ফলে ঐ অঞ্চলের অধিবাসীরা ক্ষতিগ্রস্থ হচ্ছিল, ৯৭৩ সাল নাগাদ গ্রামবাসী মহিলারা প্রথম এই আন্দোলন শুরু করে। ঠিকাদাররা গাছ কাটতে এলে তারা গাছগুলি জড়িয়ে ধরে, ফলে ঠিকাদাররা গাছ না কাটতে পেরে ফিরে যায়।

 

44. মিনামাটা রোগ হয় যে দূষণের কারণে ?

উঃ পারদ

 

45. অ্যানথেরিয়ার্কোসিস কী?

উঃ ফুসফুসে কয়লার গুঁড়ো জমে যে রোগ যে রোগ দেখা দেয় তাকে অ্যানথোরিয়াকসিস বলে। কয়লাখনি অঞ্চলের শ্রমিকদের এই রোগ দেখা যায়।

 

46. কত গুলি পরিবেশ আন্দোলনের নাম লেখ?

উঃ চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, সাইলেণ্ট ভ্যালি আন্দোলন, গ্রীন পিস আন্দোলন প্রভৃতি।

 

47. এলনিনো শব্দটির অর্থ কি ?

উঃ এলনিনো শব্দটির অর্থ শিশু যিশুখ্রিষ্ট

 

48. ভূস্তর থেকে কত উচ্চতা পর্যন্ত ট্রপোস্ফিয়ার বর্তমান?

উঃ প্রায় ১৫ কিমি পর্যন্ত।

 

49. GIS এর পুরো কথা কী ?

উঃ Global Information System

 

50. গ্রীন পিস আন্দোলন কী?

উঃ ১৯৭১ সালে নেদারল্যাণ্ড আমস্ট্রারদামে পরিবেশ সুরক্ষা উদ্দেশ্যে একটি আন্তঃর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গঠন করা হয়। এই সংস্থাটি গ্রীন পিস নামে খ্যাত বং এদের আন্দোলন গ্রীনপিস আন্দোলন নামে খ্যাত।

 

51. সাধারণভাবে এলনিনোর আবির্ভাব কোথায় ঘটে ?

উঃ আমেরিকার পশ্চিমে প্রশান্ত মহাসাগরে পেরু চিলি উপকূলে

 

52. সিলিকসিস কী?

উঃ ফুসফুসে বালি কণা জমে যে সমস্যা দেখা দেয় তাকে সিলিকসিস বলে।

 

53. কোন দূষণের ফলে অ্যাসবেসটোসিস রোগ হয় ?

উঃ বায়ুদূষণ

 

54. বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের লেয়ার দেখা যায়?

উঃ স্ট্র্যাটোস্ফিয়ারে।

 

55. ভারতে পরিবেশ সংরক্ষণ আইন করে তৈরী হয় ?

উঃ ১৯৮৬ খ্রিঃ

 

56. ভারতে অম্লবৃষ্টি কোন কোন অঞ্চলে দেখা যায়?

উঃ ভারতের বিভিন্ন শিল্পপ্রধান অঞ্চল ও মেট্রো শহরগুলি যেমন মুম্বাই, চেন্নাই, দিল্লী, কলকাতা প্রভৃতি অঞ্চল।

 

57. কী থেকে এই বিপর্যয় হয়েছিল ?

উঃ জাপানের মিনামাটা উপসাগর অঞ্চলের বাসিন্দারা সামুদ্রিক মাছ খেলে পারদঘটিত এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন এবং বহু লোক মারা যান।

 

58. Stone Cancer কী?

উঃ অ্যাসিড বৃষ্টির প্রভাবে মার্বেল পাথরের সৌধ বা ভাস্কর্যে যে ক্ষেতের সৃষ্টি হয় তাকে স্টোন ক্যান্সার বলে।

 

59. লণ্ডন স্মগ হবার কারণ কী ছিল ?

উঃ বাতাসে so2 বৃদ্ধি।

 

60. টাইফয়েড হয় যে প্রকার দূষণের ফলে ?

উঃ জল দূষণ

 

File Details:

PDF Name : পরিবেশ বিদ্যা সংক্রান্ত ৬০ টি প্রশ্নোত্তর

Language: পরিবেশ বিদ্যা

Size : 488 KB 

No. of Pages: 03

Download Link: Click Here To Download