General Knowledge in bengali Part - 38
General Knowledge in bengali Part - 38
❑ 'ভারতের মিসাইল ম্যান' নামে পরিচিত - ডঃ এ. পি. জে. আব্দুল কালাম।
❑ পাঞ্জাব কেশরি নামে পরিচিত - লালা লাজপত রায়।
❑ ভারতের সবথেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয় - কয়লা থেকে।
❑ সাহিত্যে 'পুলিৎজার' পুরস্কার দেয় - আমেরিকা।
❑ কবি ইকবাল পেশায় ছিলেন - আইনজ্ঞ।
❑ 'মিড ডে মিল' প্রথম শুরু হয়েছিল - তামিলনাড়ুতে।
❑ মহাত্মা গান্ধীর ডাণ্ডি অভিযানে সঙ্গী ছিলেন - ৭৮ জন।
❑ বিশ্ব সহিষ্ণুতা দিবস পালিত হয় - ১৬ই নভেম্বর।
❑ WHO এর সদর দপ্তর অবস্থিত - জেনেভাতে।
❑ উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার যন্ত্রের নাম - ক্রেসকোগ্রাফ।
❑ রাজ্যপাল কি ধরণের শাসক - নিয়মতান্ত্রিক।
❑ ভারতের রেল বাজেট প্রথম উপস্থাপন করেন - জন মাথাই।
❑ সিকিম হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল - ১৯৭৫ সালে।
❑ দ্বিতীয় পুলকেশীর সভাকবির নাম - রবিকীর্তি।
❑ রাজগৃহ নগরটির স্থাপনা করেন - বিম্বিসার।
❑ দ্বৈত শাসন ব্যবস্থা রদ করেন - ওয়ারেন হেস্টিংস।
❑ 'গুগলি' কোন খেলার সঙ্গে যুক্ত - ক্রিকেট।
❑ কার রাজত্বকালে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেন - আলাউদ্দিন খলজি।
❑ কোল উপজাতি বাস করে - মধ্যপ্রদেশে।
❑ ত্যাগযাত্রা উৎসব হয় - তামিলনাড়ুতে।
❑ কেরালার সবথেকে বড় উৎসবের নাম - ওনাম ।
❑ দিল্লীর 'লালকেল্লা' নির্মাণ করেন - শাহজাহান।
❑ 'বাসবদত্তা' কার লেখা – সুবন্ধুর
❑ ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা - উত্তরপ্রদেশে।
❑ রাজা কৃষ্ণদেব রায়ের সমসাময়িক ছিলেন - বাবর।
❑ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হল - সিসমোগ্রাফ।
❑ মাকড়শার শ্বাসঅঙ্গের নাম - বুকলাং।
❑ মেক্সিকোর রাষ্ট্রীয় প্রতীক - ক্যাক্টাস।
❑ মামাভাগ্নে পাহাড় অবস্থিত - বীরভূমে।
❑ 'আইন-ই-আকবরী' কোন ভাষায় লেখা - ফার্সি।
❑ ভলিবল খেলা আবিষ্কার করেন - উইলিয়াম দিমর্গন।
❑ 'লাউড স্পীকার' আবিষ্কার করেন - হোরেস সর্ট।
❑ হরপ্পার খনন কার্য শুরু হয় - ১৯২২ সালে।
❑ চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত - কর্ণফুলী।
❑ বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম - যাযাবর।
❑ 'সামাজিক চুক্তি' গ্রন্থের প্রণেতা - রুশো।
❑ বঙ্গীয় সাহিত্য পরিষদ গঠিত হয় - ১৮৯৩ সালে।
❑ দাবা খেলার জন্মস্থান - ভারত।
❑ দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী - গোদাবরী।
❑ জলকে বিশদ্ধ করতে ব্যবহৃত হয় - ক্লোরিন।
❑ শ্রীরামপুর মিশনারি কলেজ স্থাপিত হয় - ১৮১৮ সালে।
❑ 'স্বপ্ন বাসবদত্তা' কার লেখা - মহাকবি ভাসের।
❑ ক্রিপস মিশন ভারতে আসে - ১৯৪২ সালে।
❑ আকবরের আমলে অর্থমন্ত্রীকে কি বলা হত - দেওয়ান।
❑ ভারতের প্রথম মহিলা গণিতবিদ লীলাবতীর জন্মস্থান - দাক্ষিণাত্যে।
❑ হলদিঘাটের যুদ্ধে আকবরের পক্ষে প্রধান সেনাপতি ছিলেন - হিমু।
❑ লালন ফকিরের মাজার কোথায় আছে - কুষ্ঠিয়াতে।
❑ বিখ্যাত 'তিনমূর্তি' অবস্থিত - দিল্লিতে।
❑ জলপাই গাছের ডাল কীসের প্রতীক - শান্তির।
❑ 'মিউকর' কোন জাতীয় উদ্ভিদ - ছত্রাক।