Railway Group D Online Mocktest In Bengali Part - 12

সকলকে জানাই নমস্কার, আজকের পোস্টটি শুধু মাত্র রেলওয়ে গ্রুপ ডি স্পেশাল মক টেস্ট। এই রকম মক টেস্ট ফ্রি তে দিতে দৈনিক আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

1. ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় দেখা যায়?

তামিলনাড়ু মালভূমি অঞ্চলে
গঙ্গা সমভূমি অঞ্চলে
ছোটনাগপুর মালভূমি অঞ্চলে
রাজস্থানের মরুভূমি অঞ্চলে

2. আয়তন অনুসারে পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য ?

14
15
16
17

3. সম্প্রতি দিল্লি পুলিশের কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন?

রিশি কুমার শুক্লা
রাম কাপুর
রাকেশ আস্তানা
সুবোধ কুমার জেসওয়াল

4. কত নং ধারা অনুসারে সংসদের উভয় কক্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়?

108
110
115
112

5. দালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তরাখণ্ড
হিমাচল প্রদেশ
জম্মু ও কাশ্মীর
পাঞ্জাব

6. বায়ুমন্ডলের কোন স্তরটি পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত?

ট্রপোপজ
এক্সোস্ফিয়ার
ট্রপোস্ফিয়ার
স্ট্রাটোস্ফিয়ার

7. সৌরজগতের সবচেয়ে বড় চাঁদ নিচের কোনটি?

ফোবস
গ্যনীসেড
ডেমিস
অ্যাটলাস

8. ভারতীয় অর্থনীতি কি প্রকার?

নিয়ন্ত্রিত ব্যক্তিগত মালিকানাধীন অর্থনীতি
ধনতান্ত্রিক অর্থনীতি
মিশ্র অর্থনীতি
গণতান্ত্রিক অর্থনীতি

9. "রামনবমী" কোন রাজ্যের প্রাদেশিক নৃত্য?

গুজরাট
উত্তর প্রদেশ
মধ্যপ্রদেশ
মহারাষ্ট্র

10. ভারতীয় রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে?

উর্জিত প্যাটেল
শশীকান্ত দাস
পি নরসিংহ

11. "প্লেয়িং ইট মাই ওয়ে" কার আত্মজীবনী?

কপিল দেব
রাহুল দ্রাবিড়
সচিন তেন্দুলকার
সুনীল গাভাস্কার

12. চন্দ্রপ্রভা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?

মধ্য প্রদেশ
কর্ণাটক
মহারাষ্ট্র
উত্তর প্রদেশ