কলকাতা পুলিশ : 225 টি পদে নিয়োগ ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২৪

কলকাতা পুলিশ : 225 টি পদে নিয়োগ ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২৪

কলকাতা পুলিশ : 225 টি পদে নিয়োগ ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২৪
Kolkata Police Data Entry Operator Recruitment 2024

Kolkata Police DEO Recruitment 2024: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য আবার একটি চাকরীর খুশির খবর। সম্প্রতি কলকাতা পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর পদে অর্থাৎ  DEO পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছে । সেই মর্মে কলকাতা পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয়ই এই নিয়োগে আবেদন করতে পারবেন ।

          তার জন্য  শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি সহ এই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি তথ্য   নীচে রইলো এই প্রতিবেদন। তোমরা চাইলে নোটিফিকেশন টিও ডাউনলোড করে নিতে পারো নিচে দেওয়া রইলো।

 Advertisement No.   02/Emp/Estt./2024
নিয়োগকারী সংস্থা  Kolkata Police
পদের নাম  Data Entry Operator (DEO)
মোট শূন্যপদের সংখ্যা  ২২৫ টি
আবেদন মাধ্যম অনলাইনে
আবেদন শেষ  ৪ এপ্রিল, ২০২৪
 অফিসিয়াল ওয়েবসাইট  www.kolkatapolice.gov.in
 টেলিগ্রাম চ্যানেল  যুক্ত হন
 Google News  যুক্ত হন

Kolkata Police DEO Recruitment 2024

❑ পদের নাম - Data Entry Operator (Kolkata Police) 

❑ শূন্যপদের সংখ্যা – অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে  পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ২১৫টি শূন্যপদ রয়েছে। (UR – ১০০ টি, SC – ৫০ টি, ST – ১৪ টি, OBC-A – ২২ টি, OBC-B – ১৬ টি, EWS – ২৩ টি)।

শিক্ষাগত যোগ্যতা –  গ্র্যাজুয়েশন পাশ সহ কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি প্রার্থীকে বাংলা ভাষায় লিখতে ও পড়তে জানতে হবে এবং ভালো টাইপিং স্পিড হতে হবে।

বয়সসীমা –

  • নূন্যতম বয়সসীমা – ১৮ বছর।
  • সর্বোচ্চ বয়সসীমা – ৪০ বছর।

Note : সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে।

বেতন – এই পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে ১৬,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

নির্বাচন পদ্ধতি (Selection Process)

  • লিখিত পরীক্ষা।
  • ইন্টারভিউ।
  • প্র্যাক্টিক্যাল টেস্ট।

আবেদন মূল্য (Application Fees)

      এখানে আবেদন করার জন্য কোনো আবেদন ফি লাগবে না।

আবেদন প্রক্রিয়া (Apply Process)

এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আবেদন করার জন্য www.kolkatapolice.gov.in গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আবেদন ফর্ম পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর সাবমিট করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৫ মার্চ, ২০২৪ তারিখ থেকে। আবেদন প্রক্রিয়া শুরু হলে আবেদনের স্টেপ বাই স্টেপ পদ্ধতি নিয়ে আসবো পরবর্তী প্রতিবেদনে।

দরকারি নথিপত্র (Required Documents)

এখানে আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্রগুলির প্রয়োজন হবে, সেগুলি হলো –

  • পরিচয়পত্র হিসেবে আধার কার্ড।
  • ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/রেশন কার্ড।
  • জন্মের প্রমাণ হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট।
  • পাসপোর্ট সাইজের রঙিন ফটো।
  • কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)।
  • ইনকাম সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)। 

গুরুত্বপূর্ণ তারিখসমুহ (Important Dates)

আবেদন শুরু - ১৫-০৩-২০২৪

আবেদন শেষ - ০৪-০৪-২০২৪

❑ Official Notification: Download Now

❑ Official Website: Apply Now

**আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক এই প্রতিবেদনের নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।