Railway Group D Online Mocktest In Bengali Episode - 9

সকলকে জানাই নমস্কার, আজকের পোস্টটি শুধু মাত্র রেলওয়ে গ্রুপ ডি স্পেশাল মক টেস্ট। এই রকম মক টেস্ট ফ্রি তে দিতে দৈনিক আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

1. স্বপ্নবাসবদত্তা গ্ৰন্থটির লেখক কে ?

অশ্বঘোষ
কালিদাস
বসুমিত্র
ভাস

2. ইউনাইটেড ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

তারকনাথ দাস
চিত্তরঞ্জন দাস
সুরেন্দ্রনাথ ব্যানার্জি
এম জি রাণাডে

3. "সারিপুও প্রকরণ" নাটকটি কার লেখা ?

অশ্বঘোষ
নাগার্জুন
বসুমিত্র
বসুবন্ধু

4. মোগাদিসু কোন দেশের রাজধানী ?

সিরিয়া
সোমালিয়া
সাইবেরিয়া
কিউবা

5. সুমুদ্র জল অপেক্ষা বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক ?

কম
বেশি
উভয়েই সমান
জলের ঘনত্বের উপর নির্ভরশীল

6. অমৃতসরের হরমন্দির কে তৈরি করেন ?

গুরু তেগ বাহাদুর
গুরু অর্জুন
গুরু অমরদাস
কুমার গুপ্ত

7. প্রথম কোন ভারতীয় আন্টার্কটিকায় যান ?

অমরিন্দার সিং
রাম চরণ
শিখবিন্দর সিং
জে কে বালাজি

8. ফ্রান্সের রোম উপত‍্যকায় প্রবাহিত শীতল বায়ু কি নামে পরিচিত ?

খামসিন
বোরা
চিনুক
মিস্ট্রাল

9. পান্ডুয়ার আদিনা মসজিদ কার তৈরি ?

সিকান্দার শাহ
ইলিয়াস শাহ
আলাউদ্দিন হুসেন শাহ
মামুদ শাওয়ান

10. হোয়াইট কোল কাকে বলে ?

ন‍্যাচরাল গ‍্যাসকে
পেট্রোলিয়াম কে
ইউরেনামকে
জলবিদ্যুৎ কে

11. বাল্মীকি ব‍্যাঘ্র প্রকল্প কোন রাজ‍্যে অবস্থিত ?

আসাম
সিকিম
মধ‍্যপ্রদেশ
ঝাড়খণ্ড

12. একটি উদ্ভিদ কোষ সঙ্কুচিত হয় কোথায় ?

জলে
কোষরসের বেশি ঘনত্বের দ্রবণে
কোষরসের সমান ঘনত্বের দ্রবণে
কোষরসের কম ঘনত্বের দ্রবণে

13. ইয়াকশাগনা এবং হুটারী নৃত্যগুলি কোন রাজ্যের ?

অরুণাচল প্রদেশ
কর্ণাটক
ওড়িশা
মহারাষ্ট্র

14. আকবরের শাসন ব্যবস্থায় সরকারের খাস জমিকে কি বলা হত ?

জাবতি
পাল্লাবক্স
খালিসা
সরুর খুল

15. ১৮৭৭ সালে প্রথম শ্রমিক ধর্মঘট কোথায় হয়েছিল ?

নাগপুর
মুম্বাই
কলকাতা
কানপুর