WB Primary TET Mock Test in Bengali - 8 | প্রাইমারি টেট মক টেস্ট কুইজ (শিশু মনস্তত্ত্ব)
WB Primary TET Mock Test in Bengali - 8 | প্রাইমারি টেট মক টেস্ট কুইজ (শিশু মনস্তত্ত্ব)
নমস্কার সকলকে,
Primary TET Online Mock Test Part -8 : ঘরে বসেই পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা অনলাইন এর মাধ্যমে কুইজ টেস্ট এর আয়োজন করেছি। যেগুলি আপনার প্রস্তুতিতে খুবই সাহায্য করবে আগামী টেট পরীক্ষার জন্য।
➩ কুইজ দেওয়ার নিয়মাবলী ::
☑ Quiz এ কি ভাবে অংশ গ্রহণ করবেন ? মক টেস্টের জন্য প্রদত্ত্ব পেজে এসে ‘Start The Quiz' বোতামে ক্লিক করে মক টেস্ট শুরু করুন। কিন্তু তার আগে জেনে নিন নিম্নলিখিত কিছু বিষয়
☑ প্রশ্ন সংখ্যা - এই কুইজ টেস্টে আপনার কাছে মোট প্রশ্ন থাকবে ৩০ টি এবং চারটি করে অপশন দেওয়া থাকবে MCQ ভাবে। আপনাকে যে কোনো একটি উত্তর বেছে নিতে হবে। (দুটি বা তার বেশি সংখ্যক উত্তর দিলে ওই প্রশ্নটি বাতিল বলে ধরে নেওয়া হবে)
☑ প্রশ্ন মান - প্রতিটি প্রশ্নের জন্যে আপনার নম্বর বরাদ্দ থাকবে এক করে । যত গুলো প্রশ্ন তত গুলোই পয়েন্ট থাকবে । অর্থাৎ সর্বোমোট ৩০ নাম্বারের জন্য আপনি এই মক টেস্ট দিচ্ছেন।
☑ মক টেস্টের সময় - ৩০ টি প্রশ্নের উত্তর করার জন্য আপনি এক একটি প্রশ্নের জন্য ৬০ সেকেন্ড করে সময় পাবেন। এর মধ্যে আপনাকে সকল প্রশ্নের উত্তর দিয়ে দিতে হবে। আর সময়ের মধ্যে প্রশ্নের উত্তর না দিতে পারলে সেই প্রশ্নের উত্তর সবুজ হয়ে দেখিয়ে দেবে।
☑ কোন বিষয়ে কুইজ টেস্ট ? এই কুইজ প্রতিযোগিতায় আমরা যেসব বিষয় গুলো তুলে ধরবো সেটা হচ্ছে সকল বিষয় সম্পর্কে । যেখানে শিশু ও মনস্তস্ত, পরিবেশ, সমস্ত রকম চাকরী পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়েছে।
WB Primary TET 2022 Mock Test in Bengali
বিষয় | প্রাইমারি টেট |
পর্ব | ৮ |
প্রশ্ন সংখ্যা | ৩০টি |
পূর্ণমান | ৩০ |
সময় | ৬০সে./প্রশ্ন |
প্রত্যেক প্রশ্নের ধার্য্য সময় ৬০ সেকেন্ড করে
Total Questions:
Attempt:
Correct:
Wrong:
Percentage:
✓ আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক :: Join Us Our Telegram Channel