সিন্ধু সভ্যতা ও হরপ্পা সভ্যতার ইতিহাস – গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর MCQ | History of Indus Civilization and Harappan Civilization - Important Questions and Answers MCQ

নমস্কার সকলকে আশা করি সকলেই ভাল আছো, আমরা সবাই জানি ইতিহাসের শুরু হয় সিন্ধু সভ্যতা ও হরপ্পা সভ্যতার ইতিহাস দিয়ে। এই সভ্যতা সম্পর্কে আমরা বেশি কম জানি। কিন্তু যারা কম জানে তাদের জন্যও ও যারা এই সভ্যতা সম্পর্কে ধারণা বেশি তাদের জন্যেও । প্রথমত আমরা বলে রাখি এই সভ্যতা ইতিহাসের পাতায় সব থেকে পুরনো এক সভ্যতা । এই সভ্যতায় মানুষ কেমন ছিল তাদের ঘর বাড়ি কেমন ছিল, ও জীবন যাপন কেমন ছিল টা ছাড়াও এই সম্পর্কে আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে । তাই সেই গুলো নিয়ে নিচে MCQ আকারে দেওয়া হল। Mcq আকারে দেওয়ার কারণ হল এখন সমস্ত চাকরী পরীক্ষায় এই ভাবেই ৪টি করে option দেওয়া হয় থেকে mcq প্রশ্ন হিসেবে। যেটা সঠিক সেটার উত্তর টা omr sheet এ লিখতে হয় । সেই সুবিধার্থে এইভাবেই প্রশ্ন ও সাথে উত্তর গুলো দেওয়া রইলো – Read More »

সিন্ধু সভ্যতা ও হরপ্পা সভ্যতার ইতিহাস – গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর MCQ | History of Indus Civilization and Harappan Civilization - Important Questions and Answers MCQ
সিন্ধু সভ্যতার ইতিহাস – MCQ প্রশ্ন ও উত্তর | History of Civilization - MCQ Questions and Answers

সিন্ধু সভ্যতা ও হরপ্পা সভ্যতার প্রশ্নোত্তর

নমস্কার সকলকে আশা করি সকলেই ভাল আছো,

   আমরা সবাই জানি ইতিহাসের শুরু হয় সিন্ধু সভ্যতা ও হরপ্পা সভ্যতার ইতিহাস দিয়ে। এই সভ্যতা সম্পর্কে আমরা বেশি কম জানি। কিন্তু যারা কম জানে তাদের জন্যও ও যারা এই সভ্যতা সম্পর্কে ধারণা বেশি তাদের জন্যেও । প্রথমত আমরা বলে রাখি এই সভ্যতা ইতিহাসের পাতায় সব থেকে পুরনো এক সভ্যতা । এই সভ্যতায় মানুষ কেমন ছিল তাদের ঘর বাড়ি কেমন ছিল, ও জীবন যাপন কেমন ছিল টা ছাড়াও এই সম্পর্কে আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে । তাই সেই গুলো নিয়ে নিচে MCQ আকারে দেওয়া হল। 

   Mcq আকারে দেওয়ার কারণ হল এখন সমস্ত চাকরী পরীক্ষায় এই ভাবেই ৪টি করে option দেওয়া হয় থেকে mcq প্রশ্ন হিসেবে। যেটা সঠিক সেটার উত্তর টা omr sheet এ লিখতে হয় । সেই সুবিধার্থে এইভাবেই প্রশ্ন ও সাথে উত্তর গুলো দেওয়া রইলো ।


1. মহেঞ্জোদাড়োতে যে “ড্যান্সিং গার্ল” এর নিদর্শন পাওয়া গেছে সেটি তৈরী কি দিয়ে ?

Ⓐ সোনা

Ⓑ রূপা

Ⓒ তামা 

Ⓓ ব্রোঞ্জ


2. নিন্মলিখিত স্থানগুলির মধ্যে কোনটি ভারতে অবস্থিত নয়?

Ⓐ কালিবাগান

Ⓑ রঙ্গপুর

Ⓒ হরপ্পা

Ⓓ লোথাল 


3. হরপ্পাবাসীরা কোন দেবতার পূজা করতেন?

Ⓐ ইন্দ্র

Ⓑ ব্রহ্মা

Ⓒ পশুপতি

Ⓓ বিষ্ণু 


4. সিন্ধু সভ্যতার বন্দর খুঁজে পাওয়া গিয়েছিল নিম্নলিখিত কোন স্থানে ?

Ⓐ চানহুদাড়ো

Ⓑ বনওয়ালি 

Ⓒ কালিবঙ্গান 

Ⓓ লোথাল 


5. হরপ্পা সভ্যতার সময় ব্যবহৃত সিল গুলোতে সবচেয়ে বেশি কোন প্রাণী খোদিত ছিল?

Ⓐ ষাঁড়

Ⓑ হাতি

Ⓒ বাঘ

Ⓓ জিরাফ


6. ভারতের প্রগৈতিহাসিক জনক কাকে বলা হয়?

Ⓐ হেরোডোটাস

Ⓑ রবার্ট ব্রুস ফুটে

Ⓒ স্যার জন মার্শাল

Ⓓ ভিন্সেন্ট স্মিথ


7. সিন্ধু সভ্যতার সময় তামার তৈরি রথ এর সন্ধান কোথায় পাওয়া গিয়েছিল?

Ⓐ কুনতাল

Ⓑ বনমালী

Ⓒ দাইমাবাদ

Ⓓ আলমগীর পুর


8. সুরাকাটাডা শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

Ⓐ রাভি

Ⓑ ঘর্ঘরা

Ⓒ সিন্ধু

Ⓓ গোদাবরী


9. হরপ্পা সভ্যতার লোকেদের প্রধান জীবিকা কি ছিল?

Ⓐ পশুপালন

Ⓑ বাণিজ্য

Ⓒ শিল্প

Ⓓ কৃষিকাজ


10. কত সালে হরপ্পা সভ্যতা আবিষ্কার হয়?

Ⓐ 1900 সালে

Ⓑ 1921 সালে

Ⓒ 1929 সালে

Ⓓ 1940 সালে


11. সুমেরুর মানুষেরা নিম্ন সিন্ধু অঞ্চলকে কী বলতো?

Ⓐ মেলুহা

Ⓑ হুদা

Ⓒ মানিয়া

Ⓓ সিনডন


12. নীচের কোন স্থানগুলিতে হরপ্পা সভ্যতার সময় এর ধান চাষের চিহ্ন পাওয়া গেছে?

Ⓐ লোথাল এবং রংপুর

Ⓑ কালিবঙ্গান এবং রোপার

Ⓒ আলমগীর পুর এবং হরপ্পা

Ⓓ উপরের সবগুলি


13. সিন্ধু সভ্যতার কোন শহরটি সর্বপ্রথম আবিষ্কৃত হয়?

Ⓐ মহেঞ্জোদারো

Ⓑ হরপ্পা

Ⓒ লোথাল

Ⓓ সিন্ধ 


14. UNESCO কত সালে মহেঞ্জোদারো কে World Heritoptions Site হিসাবে ঘোষণা করে?

Ⓐ 1980

Ⓑ 1984

Ⓒ 1987

Ⓓ 1992


15. হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত?

Ⓐ শতদ্রু

Ⓑ ঝিলাম

Ⓒ রাভি

Ⓓ ঘর্ঘরা  


16. সিন্ধু সভ্যতার কোন শহরে কুয়োর ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়?

Ⓐ হরপ্পা

Ⓑ লোথাল

Ⓒ মহেঞ্জোদারো

Ⓓ কালিবঙ্গান 


17. হরপ্পা সভ্যতার কোন শহরে পোতাশ্রয়ের সন্ধান পাওয়া যায়?

Ⓐ হরপ্পা

Ⓑ মহেঞ্জোদারো

Ⓒ লোথাল

Ⓓ আলমগীর পুর


18. খননকার্যের সাহায্যে প্রাপ্ত নিম্নের কোন জিনিসটি সিন্ধু সভ্যতার লোকেদের বাণিজ্য এবং অর্থনীতির ইঙ্গিত দেয়?

Ⓐ মাটির পাত্র

Ⓑ সিল

Ⓒ নৌকা

Ⓓ ঘরবাড়ি


19. সিন্ধু সভ্যতার শহরগুলো কিরূপ আকারে বিভিন্ন অংশে বিভক্ত ছিল?

Ⓐ বর্গক্ষেত্র

Ⓑ আয়তক্ষেত্র

Ⓒ বৃত্ত

Ⓓ অর্ধবৃত্ত


20. কহ্লন রচিত গ্রন্থ "রাজতরঙ্গিন" থেকে কোথাকার ইতিহাস জানা যায়?

Ⓐ দক্ষিণ ভারতের

Ⓑ পারস্যের

Ⓒ মধ্য ভারতের

Ⓓ কাশ্মীরের


21. সিন্ধু সভ্যতার সময়ের সবচেয়ে দক্ষিণতম শহর কোনটি?

Ⓐ লোথাল

Ⓑ দাইমাবাদ

Ⓒ মন্দা

Ⓓ চানহুদারও


22. নিম্নের কোনটি সিন্ধু সভ্যতার সমসাময়িক সভ্যতা নয়?

Ⓐ মেসোপটেমিয়া

Ⓑ মিশরীয় সভ্যতা

Ⓒ গ্রিক সভ্যতা

Ⓓ চীনা সভ্যতা


23. সিন্ধু সভ্যতা সম্বন্ধে নিম্নের কোনটি সঠিক?

Ⓐ সিন্ধু সভ্যতায় প্রাপ্ত শীল টি মাটির তৈরি ছিল

Ⓑ সিন্ধু সভ্যতার লোকেরা কপার এবং তামার ব্যবহার জানত না

Ⓒ সিন্ধু সভ্যতার লোকেরা তুলা চাষ করত

Ⓓ সিন্ধু সভ্যতা একটি গ্রাম কেন্দ্রিক ছিল


24. সিন্ধু সভ্যতার আনুমানিক সময়কাল কত ছিল?

Ⓐ 3000 – 2000

Ⓑ 2500 – 1750

Ⓒ 2000 – 1500

Ⓓ 1500 – 700 


25. হরপ্পা সভ্যতার পূর্বতম শহর কোনটি?

Ⓐ আলমগীর পুর

Ⓑ রোপার

Ⓒ দাইমাবাদ

Ⓓ কালিবঙ্গান


26. হরপ্পা সভ্যতার কোন স্থানে কেন্দ্রীয় শস্যাগার আবিষ্কৃত হয়?

Ⓐ হরপ্পা

Ⓑ লোথাল

Ⓒ মহেঞ্জোদারো

Ⓓ কালিবঙ্গান


27. সিন্ধু সভ্যতার বৃহত্তম সাইট মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত?

Ⓐ সিন্ধু

Ⓑ ইরাবতী

Ⓒ সুতলেজ

Ⓓ ঘর্ঘরা


28. সিন্ধু সভ্যতার সময়ের বৃহৎ স্নানাগার কোন স্থানে পাওয়া যায়?

Ⓐ মহেঞ্জোদারো

Ⓑ হরপ্পা

Ⓒ কালিবঙ্গান

Ⓓ লোথাল 


29. সিন্ধু সভ্যতার সময় নিম্নের কোন জিনিসটা সবচেয়ে বেশি আমদানি করা হতো?

Ⓐ ধাতু এবং মূল্যবান পাথর

Ⓑ খাদ্যশস্য

Ⓒ বস্ত্র

Ⓓ মৃৎশিল্পের দ্রব্যাদি 


30. সিন্ধু উপত্যকার সভ্যতার কোন শহরটিতে উন্নত জল সংরক্ষণ করার ব্যবস্থাপনা ছিল?

Ⓐ কালিবঙ্গান

Ⓑ লোথাল

Ⓒ আলমগীর পুর

Ⓓ ঢলাভিরা


31. হরপ্পা সভ্যতার সময়ের বিভিন্ন অস্ত্রগুলো কিসের তৈরি ছিল?

Ⓐ পাথর

Ⓑ তামা

Ⓒ ব্রোঞ্জ

Ⓓ উপরের সবগুলি


32. সিন্ধু সভ্যতার কোন শহরে কর্ষিত জমির সন্ধান পাওয়া যায়?

Ⓐ লোথাল

Ⓑ কালিবঙ্গান

Ⓒ বনমালী

Ⓓ ঢলাভিরা


33. সিন্ধু সভ্যতার বিশেষত্ব ছিল-

Ⓐ কৃষিকাজ

Ⓑ নগর পরিকল্পনা

Ⓒ মৎস্য শিকার

Ⓓ উপরের সবগুলি 


34. সিন্ধু সভ্যতার সময় তৈরি ষাঁড় খোদিত শীল কোন শহরে সন্ধান মেলে?

Ⓐ হরপ্পা

Ⓑ লোথাল

Ⓒ মহেঞ্জোদারো

Ⓓ আলমগীর পুর


35. হরপ্পা সভ্যতার সবচেয়ে উত্তরতম শহর কোনটি ছিল?

Ⓐ মন্দা

Ⓑ হরপ্পা

Ⓒ মহেঞ্জোদারো

Ⓓ রোপার 


36. স্থানীয় ভাষায় মহেঞ্জোদারো কথার অর্থ কি?

Ⓐ জীবিতদের স্তুপ

Ⓑ মৃতদের স্তুপ

Ⓒ মহানদের স্তুপ

Ⓓ সুস্বাদু ফলের বাগান


37. কে সিন্ধু সভ্যতার আবিষ্কার করেন?

Ⓐ জে পি যোশী

Ⓑ এনজি মজুমদার

Ⓒ দয়ারাম সাহানি

Ⓓ বন্দ্যোপাধ্যায়


38. মহেঞ্জোদারোতে আবিষ্কৃত নৃত্যরত নর্তকী মানবমূর্তি কিসের তৈরি ছিল?

Ⓐ তামা

Ⓑ সোনা

Ⓒ লাল পাথর

Ⓓ ব্রোঞ্জ


39. সমস্ত সিন্ধু উপত্যকা সাইটগুলির মধ্যে তিনটি সাধারণ বৈশিষ্ট্য ছিল-

Ⓐ আবহাওয়া, উদ্ভিদ এবং সেচ ব্যবস্থা

Ⓑ মরুভূমি, নদী, জীবকুল

Ⓒ পোড়া ইট এর ব্যবহার, জল নিকাশি ব্যবস্থা এবং বিভিন্ন জীবজন্তু

Ⓓ নির্মাণ কার্য, নগর পরিকল্পনা এবং কবর দেওয়ার নিয়ম


40. সিন্ধু সভ্যতার পশ্চিম তম শহর কোনটি?

Ⓐ সুতকজেন্ডার

Ⓑ আলমগীর পুর

Ⓒ লোথাল

Ⓓ রোপার 


41. নিম্নের কোনটি সিন্ধু সভ্যতা সম্বন্ধে সঠিক নয়?

Ⓐ সিন্ধু সভ্যতার লোকেরা কৃষিকাজ জানতো না

Ⓑ সিন্ধু সভ্যতার লোকেরা লোহা ব্যবহার জানত না

Ⓒ সিন্ধু সভ্যতা ছিল উন্নত শহর কেন্দ্রিক সভ্যতা

Ⓓ জিরাফ ছিল এদের কাছে অপরিচিত


42. কে ভারতকে "মহামানবের সাগর" বলে অভিহিত করেছেন?

Ⓐ ভিন্সেন্ট স্মিথ

Ⓑ রাজা রামমোহন রায়

Ⓒ রবীন্দ্রনাথ ঠাকুর

Ⓓ হেরোডোটাস


43. নিম্নের কোন প্রাণীটির সঙ্গে সিন্ধু সভ্যতার লোকেদের পরিচয় ছিল না?

Ⓐ বাঘ

Ⓑ ছাগল

Ⓒ ভেড়া

Ⓓ সিংহ 


44. সিন্ধু সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যেত?

Ⓐ মিশর

Ⓑ মেসোপটেমিয়া

Ⓒ চীন

Ⓓ আরব


45. সিন্ধু সভ্যতার লোকেরা বাড়ি তৈরি করার জন্য কি ব্যবহার করত?

Ⓐ কাঠ

Ⓑ পাথর

Ⓒ পোড়া ইট

Ⓓ উপরের সবগুলি


46. সিন্ধু সভ্যতার শহর হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত?

Ⓐ সিন্ধু

Ⓑ বিয়ার

Ⓒ রাভী

Ⓓ স্বরস্বতী 


47. সিন্ধু সভ্যতার লোকেরা নিম্নের কোন প্রাণীর সম্বন্ধে জানতো না?

Ⓐ ষাঁড়

Ⓑ ছাগল

Ⓒ হাতি

Ⓓ জিরাফ 


48. নিম্নের কোন ফসলটি হরপ্পা সভ্যতার সময় চাষ করা হতো না?

Ⓐ তিল

Ⓑ আখ

Ⓒ সরিষা

Ⓓ যব 


49. বলা হয় সিন্ধু সভ্যতা ছিল একটি অনার্য সভ্যতা, কারণ?

Ⓐ এটি শহরকেন্দ্রিক সভ্যতা ছিল

Ⓑ কৃষিকার্য ছিল এই সভ্যতার মূল অর্থনীতি

Ⓒ এটি নর্মদা নদী উপত্যকা পর্যন্ত বিস্তৃত ছিল

Ⓓ এই সভ্যতার চিত্রগ্রাহক লিপি ছিল


50. কোন উপকূলের মাধ্যমে সিন্ধুবাসীরা বানিজ্য করত?

Ⓐ কঙ্কন

Ⓑ মালাবার

Ⓒ মাকরান

Ⓓ লোথাল



 Note :: পিডিএফ ফাইলে উত্তর পত্র দেওয়া রয়েছে।

" পিডিএফ ফাইল টি নিচে দেওয়া হল "

File Details:
❑ PDF Name : সিন্ধু সভ্যতা ও হরপ্পা সভ্যতার ইতিহাস – গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর MCQ
❑ Subject : History
❑ Size : 116kb
❑ No. of Pages : 14
❑ Download Link : Click Here To Download

❑ Tags :: সিন্ধু সভ্যতার ইতিহাস, History of Civilization, Harappan Civilization, History of Indus Civilization, হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতা, সিন্ধু সভ্যতা pdf download, হরপ্পা ও বৈদিক সভ্যতার পার্থক্য, সিন্ধু সভ্যতা mcq pdf, মেহেরগড় সভ্যতা ও হরপ্পা সভ্যতার পার্থক্য, হরপ্পা সভ্যতা প্রশ্ন উত্তর, সিন্ধু সভ্যতা প্রশ্ন উত্তর