ভারতীয় অর্থনীতির গুরুত্ব পূর্ণ প্রশ্নোত্তর - ১ | Important questions and answers of Indian economy - 1

ভারতীয় অর্থনীতির গুরুত্ব পূর্ণ প্রশ্নোত্তর - ১ | Important questions and answers of Indian economy - 1
ভারতীয় অর্থনীতির গুরুত্ব পূর্ণ প্রশ্নোত্তর - ১ | Important questions and answers of Indian economy - 1 | AskMore.In

ভারতীয় অর্থনীতির গুরুত্ব পূর্ণ তথ্য

  • ভারতীয় অর্থনীতি হল – মিশ্র অর্থনীতি
  • ভারতের কৃষিক্ষেত্রে অধিক অংশে কি বৈশিষ্ট্য দেখা যায়  – ক্ষুদ্রায়তন কৃষিজাত
  • কৃষি আয়কর সংগ্রহ করে – কেবলমাত্র রাজ্য সরকার
  • গ্রামীণ অর্থনীতিতে সমবায় ঋণের যে প্রতিষ্ঠানটি গ্রামে কাজ করে তার নাম হল – প্রাথমিক কৃষি ঋণ সংস্থা
  • ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় – ১৯৫১সালে  ।
  • কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারতে বৃহৎ শিল্পায়ন শুরু হয়  – দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে
  • প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় আয়ের বৃদ্ধি হার কত ছিল – ১৮%
  • ভারতের মোট অভ্যন্তরীন সঞ্চয়ে সর্বাধিক অবদান হল – পরিবার ক্ষেত্রের
  • ভারতে কর্মরত জনসংখ্যার ৫০% এরও বেশি নির্ভর করেন কোন ক্ষেত্রের উপর – প্রাথমিক ক্ষেত্রের উপর
  • ভারতের অসংগঠিত ক্ষেত্রের বৈশিষ্ট্য হল – বেশি দ্রব্য-বিনিময় লেনদেন
  • ভারতে রেপো হার ঘোষণা করেন – ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক
  • ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক-এর প্রতিষ্ঠার সাল – ১৯৩৫ সাল
  • পাবলিক সেক্টরের বিলগ্নিকরণকে কি বলা হয়  – ব্যক্তিগণ
  • প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক – পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
  • জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে  – রাজ্যপাল
  • মানব উন্নয়ন সূচক (HDI) প্রকাশিত হয় – UNDP এর সহায়তায়
  • প্রথম ভারতীয় যিনি অর্থনীতিতে নােবেল পুরস্কার পেয়েছে – অধ্যাপক অমর্ত্য কুমার সেন
  • ভারতের বেকারত্ব ঘনীভূত হয়ে আছে – সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে
  • বিশ্ব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে – বিশ্ব ব্যাংক
  • অর্থনীতি সম্পদের বিজ্ঞান এই কথাটি কে বলেছিলেন – অ্যাডাম স্মিথ
  • একটি উন্নত অর্থনীতিতে সর্বাধিক কর্মসংস্থান হয় – তৃতীয় ক্ষেত্রে
  • শহরাঞ্চলের দারিদ্র দূরীকরণের জন্য কোন পরিকল্পনা গৃহীত হয়েছিল – নেহরু রোজগার যোজনা
  • জওহরলাল নেহরুর সভাপতিত্বে পরিকল্পনা কমিশন কবে গঠিত হয় – ১৯৫০ সালে
  • কোন প্রতিষ্ঠানটি দারিদ্রতার হার নির্ধার করার জন্য দায়বদ্ধ – জাতীয় পরিকল্পনা কমিশন
  • দেশের অধিকাংশ নাগরিক কাজ করে – প্রাথমিক ক্ষেত্রে
  • প্রথম কোন ব্যাঙ্ক ভারতে ক্রেডিট কার্ড চালু করে – কানাড়া ব্যাঙ্ক