WBPSC Clerkship 2023 Practice Set - 2 | ক্লার্কশিপ প্র্যাকটিস সেট
WBPSC Clerkship 2023 Practice Set - 2 | ক্লার্কশিপ প্র্যাকটিস সেট
WBPSC Clerkship Practice Set in Bengali
এই অনুশীলন সেটগুলি WBPSC ক্লার্কশিপ পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। WBPSC Clerkship 2023 Practice Set - 2 | ক্লার্কশিপ প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি আগের পরীক্ষায় আগত প্রশ্নগুলির মতো। প্রতিটি প্রশ্নই আসন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আপনি পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত তা নিশ্চিত করতে আজই এই সেটগুলি অনুশীলন করা শুরু করুন।
এই অনুশীলন সেটগুলি WBPSC ক্লার্কশিপ পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে। তাদের কাছে শিক্ষকদের দ্বারা নির্বাচিত প্রশ্ন রয়েছে যারা জানেন যে কী অধ্যয়ন করা গুরুত্বপূর্ণ।
WBPSC Clerkship Practice Set 2
1. সংবিধান রচনার খসড়া সমিতির সভাপতি কে ছিলেন?
[AskMore.In]
Ⓐ ড. রাজেন্দ্র প্রসাদ
Ⓑ বি. এন. রাও
Ⓒ ড. আম্বেদকর
Ⓓ সি. রাজাগোপালাচারি
2. কত সালে সংবিধানের ৪২ তম সংশোধন গৃহীত হয়?
[AskMore.In]
Ⓐ ১৯৬৬ সালে
Ⓑ ১৯৭৬ সালে
Ⓒ ১৯৮০ সালে
Ⓓ ১৯৭৮ সালে
❑ Also Check:: WBPSC Clerkship 2023 Practice Set - 1
3. বর্তমানে সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকার হল—
[AskMore.In]
Ⓐ 9 টি
Ⓑ 7 টি
Ⓒ 5 টি
Ⓓ 6 টি
4. ভারতের রাষ্ট্রব্যবস্থা হল—
[AskMore.In]
Ⓐ এক রাষ্ট্রীয়
Ⓑ যুক্তরাষ্ট্রীয়
Ⓒ আধা সামন্ততান্ত্রিক
Ⓓ উপরের কোনটিই নয়
5. দাবোলিম বিমানবন্দর কোথায় অবস্থিত ?
[AskMore.In]
Ⓐ পুনে
Ⓑ চেন্নাই
Ⓒ গোয়া
Ⓓ রাঁচি
6. মেঘালয়ের পাহাড়গুলি কি প্রকৃতি ?
[AskMore.In]
Ⓐ ক্ষয়জাত
Ⓑ সমপ্রায়
Ⓒ ভঙ্গিল
Ⓓ আগ্নেয়
7. ভারতের একটি আগ্নেয় দ্বীপ হল—
[AskMore.In]
Ⓐ নারকোন্ডাম
Ⓑ নিউমূর
Ⓒ রামেশ্বরম
Ⓓ পাম্বান
8. লক্ষণ সেনকে পরাস্ত করে বাংলা দখল করেন কে ?
[AskMore.In]
Ⓐ কুতুবউদ্দিন
Ⓑ গিয়াসউদ্দিন
Ⓒ মহম্মদ ঘুরি
Ⓓ বখতিয়ার খলজি
9. শীলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ?
[AskMore.In]
Ⓐ নালন্দা
Ⓑ বিক্রমশিলা
Ⓒ তক্ষশীলা
Ⓓ সোমপুর
❑ Also Check:: WBPSC Clerkship 2023 Practice Set - 1
10. চিরস্থায়ী বন্দোবস্ত কোথায় চালু হয় ?
[AskMore.In]
Ⓐ পাঞ্জাব
Ⓑ বাংলা
Ⓒ বোম্বে
Ⓓ মাদ্রাজ
11. প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন ?
[AskMore.In]
Ⓐ সামিনা বেগ
Ⓑ অরুনিমা সিনহা
Ⓒ বাচেন্দ্রি পাল
Ⓓ রাহাত মোহার্রক
12. ‘লেভ’ কোন দেশের মুদ্রা ?
[AskMore.In]
Ⓐ বুলগেরিয়া
Ⓑ সিরিয়া
Ⓒ রাশিয়া
Ⓓ ভিয়েতনাম
13. নেপালের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ?
[AskMore.In]
Ⓐ কারাকোরাম
Ⓑ নন্দাদেবী
Ⓒ কাঞ্চনজঙ্ঘা
Ⓓ মাউন্ট এভারেস্ট
14. বিক্রম শেঠের একটি বিখ্যাত ইংরেজি গ্রন্থের নাম –
[AskMore.In]
Ⓐ আইডলস
Ⓑ মাই ট্রুথ
Ⓒ ব্রোকেন উইংস
Ⓓ এ সুইটেবল বয়
15. জয়জয়ন্তী রাগ কোন সময় গাওয়া হয় ?
[AskMore.In]
Ⓐ সকালে
Ⓑ দুপুরে
Ⓒ বিকালে
Ⓓ রাতে
16. আশাপূর্ণা দেবী কবে জ্ঞানপীঠ পুরস্কার পান ?
[AskMore.In]
Ⓐ 1974
Ⓑ 1975
Ⓒ 1976
Ⓓ 1978
17. ভারতের সাহিত্য জগতের সর্বশ্রেষ্ঠ সম্মান —
[AskMore.In]
Ⓐ ভারতরত্ন
Ⓑ জ্ঞানপীঠ
Ⓒ পদ্মশ্রী
Ⓓ পদ্মভূষণ
18. মহাবীর কার নিকট সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন ?
[AskMore.In]
Ⓐ গৌতম
Ⓑ পার্শ্বনাথ
Ⓒ ঋষভ
Ⓓ গোসাল
❑ Also Check:: WBPSC Clerkship 2023 Practice Set - 1
19. আকবর আমলে অর্থমন্ত্রী কে কী বলা হত ?
[AskMore.In]
Ⓐ ওয়াজির
Ⓑ ভকিল
Ⓒ সুমালিক
Ⓓ মীরবক্সী
20. ময়ূর সিংহাসন কার জন্য নির্মিত হয়েছিল ?
[AskMore.In]
Ⓐ আকবর
Ⓑ জাহাঙ্গীর
Ⓒ শাহজাহান
Ⓓ বাবর
❑ Note :: পিডিএফ ফাইলে উত্তর পত্র দেওয়া রয়েছে।