ভারতীয় অর্থনীতিতে কার্যকরী নানান ব্যাংকের ধারণা
যেকোনো দেশের জনসাধারণের অভাব চাহিদা অনন্ত কিন্তু উপকরণ সীমিত। এই সীমাবদ্ধ উপকরণের সাহায্যে মানুষের অভাব মেটানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হয় যে -টি হলো অর্থনীতি… Read More »
- অর্থনীতি -জনক হলেন – এডামস্মিথ
- আধুনিক অর্থনীতি সাস্টের-জনক হলেন – পোলসমুয়েলসন।
১) ভারতীয় ব্যাঙ্কিং ক্ষেত্র সম্পর্কে বিশেষ কিছু তথ্য :
ব্যাঙ্কের নাম | প্রতিষ্টাকাল | বিবরণ |
ব্যাঙ্ক অফ বেঙ্গল | ১৮০৬ | প্রথম ব্যাঙ্ক প্রতিষ্টিত হয় |
উধ কমার্শিয়াল ব্যাঙ্ক | ১৮৮১ | ভারতীয়দের দ্বারা চালিত প্রথম ব্যাঙ্ক |
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক | ১৮৯৮ | ভারতের সর্বপ্রথম সম্পূর্ণ ভারতীয় দেশীয় ব্যাঙ্ক |
এলাহাবাদ ব্যাঙ্ক | ভারতের সবচেয়ে প্রাচীন পাবলিক সেক্টর ব্যাঙ্ক | |
ব্যাঙ্ক অফ হিন্দুস্থান | ১৭৭০ | ভারতেরপ্রথম ব্যাঙ্ক |
দ্য জেনারেল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া | ১৭৬৮ | ভারতের দ্বিতীয় ব্যাঙ্ক |
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া | ১৯১১ | দেশীয় তত্তাবধানে গড়ে ওঠা ভারতের প্রথম বাণিজ্যিক ব্যাঙ্ক |
ভারতীয় মহিলা ব্যাঙ্ক | ২০১৩,১৩ নভেম্বর | প্রথম ভারতীয় মহিলা ব্যাঙ্ক |
UTI ব্যাঙ্ক | ১৯৬৮ | _ |
ইয়েস ব্যাঙ্ক | ২০১৬ | প্রথম চ্যাট বটভিত্তিক ব্যাঙ্কিং পরিষেবা চালুযোক্ত ব্যাঙ্ক |
ক্যাপিটাল স্মল ফিনান্স ব্যাঙ্ক | ২০১৬ | প্রথম স্মল ফিনান্স ব্যাঙ্ক |
এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক | ২০১৭, ১২ জানুয়ারি | প্রথম পেমেন্ট ব্যাঙ্ক |
এক্সপোর্ট ইমপোর্ট ব্যাঙ্ক | ১৯৯২ | _ |
ব্যাঙ্ক অফ বোম্বে | ১৮৪০ | _ |
ব্যাঙ্ক অফ মাদ্রাজ | ১৮৪৩ | _ |
ন্যাশনাল হাউসিং ব্যাঙ্ক | ১৯৮৮ | _ |
ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া | ১৯৬৮ | _ |
স্ট্রেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া | ১৯৫৫ | ভারতের বৃহতম সরকারি ব্যাঙ্ক |
ICICI ব্যাঙ্ক | ১৯ ৫৫ | ভারতীয় বৃহতম বেসরকারি ব্যাঙ্ক |
স্ট্যান্ডার্ড চার্টাট ব্যাঙ্ক | ৭ সেপ্টেম্বর ১৯০৬ | ভারতের বৃহতম বিদেশি ব্যাঙ্ক |
কানাড়া ব্যাঙ্ক | ১৯৯৬ | ISO সার্টিফিকেট প্রাপ্ত প্রথম ভারতীয় ব্যাঙ্ক |
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া | ১৯৩৫ | _ |
IDFC ও বন্ধন ব্যাঙ্ক | ২০১৪ | প্রথম in principal ব্যাঙ্কিং লাইসেন্স প্রাপ্ত বেসরকারি ব্যাঙ্ক |
সিটি ব্যাঙ্ক | ২০১৬ | প্রথম ভয়েস বিয়োমেটিক চালু করি ব্যাঙ্ক |
GRIND LAYS BANK | ১৯৬৭ | ভারতে প্রথম MERCHANT BANKING পরিষেবা চালুকরি ব্যাঙ্ক |
এক্সিম ব্যাঙ্ক | ১৯৮২ | _ |
বিশ্বব্যাংক | ১৯৭৫ | _ |
HSBC ব্যাঙ্ক | ৩ মার্চ ১৯৮৫ | ভারতে স্থাপিত প্রথম বিদেশি ব্যাঙ্ক |
ব্যাঙ্ক অফ বরোদা | ২০জুলাই ১৯০৮ | বিদেশে সবথেকে বেশি শাখা আছে |
SBI ব্যাঙ্ক | ১৯৫৫ | ভারতীয় ব্যাংকে প্রথম ক্রেডিট কার্ড চালু করে |
HdfC ব্যাঙ্ক | ১৯৮৭ | প্রথম এটিএম চালু করে (মুম্বাইতে) |
বেঙ্গল ব্যাঙ্ক | ১৭৮৪ | প্রথম চেক ব্যাঙ্কিং পরিষেবা চালু যুক্তব্যাঙ্ক |
ICICI | ২০০০ | ভারতের তৈরী প্রথম ইউনিভার্সাল ব্যাঙ্ক |
ব্যাঙ্ক অফ আপার ইন্ডিয়া | ১৮৬৩ | ভারতের প্রথম জয়েন্ট স্টক ব্যাঙ্ক |
প্রেসিডেন্সি ব্যাঙ্ক | ১৮৩৩ | ভারতে প্রথম সেভিংস একাউড সিস্টেম চালু করা |