WBPSC Food SI Practice Set - 6 | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF
WBPSC Food SI Practice Set - 6 | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF
WBPSC Food SI Practice Set - 6 | ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট PDF
1. জাতীয় গৌরব সম্প্রদনী সভা 1866 সালে কে প্রতিষ্ঠা করেন ?
Ⓐ রবীন্দ্রনাথ ঠাকুর
Ⓑ ঈশ্বর গুপ্ত
Ⓒ রাজনারায়ণ বসু
Ⓓ পিন্স দ্বারকানাথ
2. আলোর গতিবেগ প্রতি সেকেন্ড কত ?
Ⓐ 86,000 মাইল
Ⓑ 1,68,000 মাইল
Ⓒ 1,86,000 মাইল
Ⓓ 68,000 মাইল
3. চীনের ঘূর্ণবাত কি নামে পরিচিত ?
Ⓐ টর্নেডো
Ⓑ হ্যারিকেন
Ⓒ সাইক্লোন
Ⓓ টাইফুন
4. নিম্নলিখিতদের মধ্যে কে টুইটারের প্রতিষ্ঠাতা নন ?
Ⓐ ইভান উইলিয়ামস
Ⓑ নোয়া গ্লাস
Ⓒ টিম বার্নাস লি
Ⓓ জ্যাক ডোর্সে
5. ভূপৃষ্ঠে কোন ধাতুটি সর্বাপেক্ষা বেশি পরিমাণে পাওয়া যায় ?
Ⓐ দস্তা
Ⓑ তামা
Ⓒ অ্যালুমিনিয়াম
Ⓓ লোহা
❑ Also Check This Post :: 130 Question of Food SI GK PDF
6. 1939 দ্বিতীয় বারের জন্য সুভাষচন্দ্র কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন -
Ⓐ ত্রিপুরীতে
Ⓑ পাটনায়
Ⓒ হরিপুরায়
Ⓓ ওয়ার্ধায়
7. নিম্নের কাকে ভারতের রক্ষাকর্তা বলা হয় ?
Ⓐ স্কন্দগুপ্ত
Ⓑ কুমারগুপ্ত
Ⓒ সমুদ্রগুপ্ত
Ⓓ কোনোটিই নয়
8. ভারতের জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা ?
Ⓐ SERI
Ⓑ BNSSO
Ⓒ ISO
Ⓓ CSO
9. ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন যখন ভারতের প্রথমবার ট্রেন
চলাচল শুরু হয় ?
Ⓐ লর্ড ডালহৌসি
Ⓑ উইলিয়াম বেন্টিক
Ⓒ ওয়ারেন হোস্টিংস
Ⓓ লর্ড কার্জন
10. বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেছিলেন ?
Ⓐ দেবপাল
Ⓑ ধর্মপাল
Ⓒ শশাঙ্ক
Ⓓ গোপাল
11. বিধবা বিবাহ আইন কবে প্রবর্তিত হয়েছিল ?
Ⓐ 1858
Ⓑ 1860
Ⓒ 1854
Ⓓ 1856
12. সিনেমা দেখানোর প্রক্ষেপণ যন্ত্রে কী ধরনের লন্স ব্যবহার করা হয় ?
Ⓐ জুম
Ⓑ উত্তল
Ⓒ অবতল
Ⓓ মেনিসকাস
13. রাজতরঙ্গিনী কার লেখা ?
Ⓐ মেগাস্থিনিস
Ⓑ কলহন
Ⓒ কৌটিল্য
Ⓓ কোনোটিই নয়
14. “অন্ধ্র কেশরী” – নামে কে পরিচিত ছিলেন ?
Ⓐ টাঙ্গুতুরি প্রকাশম
Ⓑ আবদুল গাফফার খান
Ⓒ চিত্তরঞ্জন দাস
Ⓓ মহাত্মা গান্ধী
15. কে "সোমপ্রকাশ" সংবাদপত্রটি শুরু করেন ?
Ⓐ সুরেন্দ্রনাথ ব্যানার্জি
Ⓑ রাজা রামমোহন রায়
Ⓒ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Ⓓ দয়ানন্দ সরস্বতী
16. কে ইন্ডিয়ান ন্যশনাল আর্মির পরিচালনার ভার অর্পণ করেছিলেন সুভাষচন্দ্র বসুকে যিনি পরে এর নামকরণ করেন আজাদ হিন্দ ফৌজ ?
Ⓐ সুরেন্দ্রনাথ ব্যানার্জি
Ⓑ যতীন্দ্রমোহন সেনগুপ্ত
Ⓒ সূর্য সেন
Ⓓ রাসবিহারী বসু
17. ভারতীয় অর্থবিলকে সর্বোচ্চ কতদিন পর্যন্ত রাজ্যসভা আটকে রাখতে পারে ?
Ⓐ 45 দিন
Ⓑ 29 দিন
Ⓒ 14 দিন
Ⓓ 7 দিন
18. ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ একটি ?
Ⓐ যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র
Ⓑ সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র
Ⓒ সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র
Ⓓ সার্বভৌমিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র
19. "ঢাকা অনুশীলন সমিতি" কে প্রতিষ্ঠা করেন ?
Ⓐ যতীন্দ্রনাথ মুখার্জি
Ⓑ পুলিন দাস
Ⓒ প্রফুল্ল চাকী
Ⓓ এস. এন.সান্যাল
20. "গান্ধীবুড়ি" কাকে বলা হত ?
Ⓐ ইন্দিরা গান্ধীকে
Ⓑ মাতঙ্গিনী হাজরাকে
Ⓒ অরুণা আসফ আলিকে
Ⓓ কস্তরবা গান্ধীকে
❑ Note :: পিডিএফ ফাইলে উত্তর পত্র দেওয়া রয়েছে।
" পিডিএফ ফাইল টি নিচে দেওয়া হল "
❑ Tags:: WBPSC Food SI Book PDF Download, Wbpsc food si practice set pdf download,Food SI Practice Set Book, Exam bangla food si practice set, Food si practice set 2023 pdf, Food SI Practice Set 2,
❑ People also search for : Food si math practice set pdf, Food si practice set pdf free download, Food SI Practice Set Book, WBPSC Food SI Book PDF Download, Food si practice set pdf 2023, Wbpsc food si practice set pdf download, Exam bangla food si practice set, Food si practice set 2023, Food si practice set 27, Food SI Practice Set 22, Food si practice set 1, Food si practice set 30