Winners List of IPL from 2008 to 2022 | আইপিএল বিজয়ী দলের সম্পূর্ণ তালিকা

নমস্কার সকলকে, আশা করি সকলেই সুস্থ আছো। আজকের পোস্টটি করা হয়েছে আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সম্পর্কেই । এই পোস্টটি পড়ে আপনি আইপিএল সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা তৈরি হবে। যেটি আগামী দিনের যে কোনো পরীক্ষার প্রস্তুতিতে কাজে লাগবে । নিচে বিস্তারিত ভাবে দেওয়া হয়েছে.......

Winners List of IPL from 2008 to 2022 | আইপিএল বিজয়ী দলের সম্পূর্ণ তালিকা
Winners List of IPL from 2008 to 2022

আইপিএল সম্পর্কিত তথ্য

আইপিএল হচ্ছে বিশ্বের সর্বাধিক দেখা ক্রিকেট লিগ এবং ২০১৪ সালে সকল ক্রীড়া লিগের মধ্যে গড় উপস্থিতি অনুযায়ী এটি 6th স্থান অর্জন করেছিল। ২০১০ সালে, আইপিএল ইউটিউবে সরাসরি সম্প্রচারকারী বিশ্বের প্রথম ক্রীড়া অনুষ্ঠানে পরিণত হয়। ডাফ অ্যান্ড ফেলপসের মতে, ২০১৮ সালে আইপিএলের মূল্য ৬.৩ বিলিয়ন মার্কিন ডলার ছিল। বিসিসিআই অনুসারে ২০১৫ সালের আইপিএল ভারতের অর্থনীতির জিডিপিতে ১১.৫ বিলিয়ন ভারতীয় রুপি (১৮২ মিলিয়ন মার্কিন ডলার) অবদান রেখেছিল।

এপর্যন্ত আইপিএল প্রতিযোগিতার ১৫টি মরশুম আয়োজিত হয়েছে। আইপিএলের বর্তমান শিরোপাধারী দল হল গুজরাত টাইটান্স যারা সর্বশেষ ২০২২ মৌসুমে শিরোপাটি জয়লাভ করেছিল ও রানার আপ রাজস্থান রয়্যালস হয়েছিল । এই প্রতিযোগিতার সফলতম দল হল মুম্বই ইন্ডিয়ান্স, যারা সর্বমোট ৫ বার শিরোপা জয়লাভ করেছে। 

আইপিএল পরিচালনা সদস্য গণ 

  • সম্পাদনা – ব্রিজেশ প্যাটেল ,চেয়ারম্যান
  • বিসিসিআই – জয় শাহ , সচিব ,
  • কোষাধক্ষ্য ,বিসিসিআই –অরুন সিং ধূমল ,
  • সদস্য – খাইরুল জামাল মজুমদার ,
  • ICA নিযুক্ত সদস্য – প্রজ্ঞান ওঝা ,
  • CAG নিযুক্ত সদস্য – অলকা রেহানী ভরদ্বাজ , 

●➣ আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইট : IPLT20.Com

●➣ আইপিএলের অফিসিয়াল পার্টনার :

  • Dream11,
  • Swiggy,
  • RuPay,
  • CRED,
  • Upstox,
  • UnAcademy 

●➣ OFFICIAL STRATEGIC TIMEOUT PARTNER :

  • CEAT

●➣ OFFICIAL ORANGE CAP AND PURPLE CAP PARTNER :

  • Aramco

●➣ UMPIRE PARTNER :

  • Paytm 

Winners List of IPL from 2008 to 2022 | আইপিএল বিজয়ী দলের সম্পূর্ণ তালিকা 

বিজয়ী দল

রানার আপ দল Winning Year
রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার কিংস 2008
ডেকান চার্জার্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 2009
চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ান্স 2010
চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 2011
কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংস 2012
মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংস 2013
কলকাতা নাইট রাইডার্স কিংস এলেভেন পাঞ্জাব 2014
মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংস 2015
সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 2016
মুম্বাই ইন্ডিয়ান্স রাইজিং পুনে সুপারজায়ান্টস 2017
চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদ 2018
মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংস 2019
মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লী ক্যাপিটালস 2020
চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার্স 2021
গুজরাট টাইটান্স রাজস্থান রয়্যালস 2022

আইপিএল (IPL) FAQ :: 

প্রশ্ন : আইপিএল কাকে বলে ? 

উঃ  আইপিএল এর পুরো কথা হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League) । যেটি পৃথিবী বিখ্যাত এবং খুবই জনপ্রিয় একটি Twenty20 cricket league!

ভারতে, প্রত্যেক বছর March থেকে May মাসের মধ্যে এই Contest টি হয়ে থাকে। এই কনটেস্টে মোট ৮ টি দল বা টিম অংশগ্রহণ করে। এবং ভারতের জনপ্রিয় কিছু রাজ্যের নাম অনুসারে এই টীম গুলির নামকরণ করা হয়েছে। এখানে ভারতীয় ক্রিকেটাররা ছাড়াও, বিদেশ থেকে জনপ্রিয় প্লেয়াররা অংশগ্রহণ করে এই খেলাটিকে আরও জনপ্রিয় করে তুলেছে। এইজন্য পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশই এই Contest বা League দেখার জন্য বছর অপেক্ষা করে থাকে।

প্রশ্ন : আইপিএল এর সম্পূর্ণ নাম কি ? 

উঃ আইপিএল এর পুরো কথা হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League) 

প্রশ্ন : আইপিএল এ কত গুলো দল আছে ? 

উঃ ১০ টি আছে। বর্তমানে ৮টি দল আইপিএলে অংশগ্রহণ করে।

প্রশ্ন : আইপিএল প্রথম কবে চালু হয় ? 

উঃ ২০০৮ থেকে প্রথম চালু হয় ।