70+ WBP Preli Exam Very Important Questions And Answer (2021) - 2
কনস্টেবল পরীক্ষার সম্ভাব্য 70 প্রশ্নোত্তর
- পশ্চিমবঙ্গ থেকে কে “২০২০ পদ্মভূষণ” পুরস্কার -এ ভূষিত হলেন? Ans- অজয় চক্রবর্তী (Art).
- বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে পালিত হয়? Ans- ৩ মার্চ।
- আয়ুষ্মান ভারত দিবস কবে পালন করা হয়? Ans- ৩০ এপ্রিল।
- সম্প্রতি “প্রচেষ্টা প্রকল্প” কোন রাজ্যে চালু হলো? Ans- পশ্চিমবঙ্গ।
- সম্প্রতি ‘স্নেহের পরশ’ প্রকল্প কোন রাজ্যে চালু হলো? Ans- পশ্চিমবঙ্গ।
- সম্প্রতি কোন নোবেল পুরস্কার প্রাপ্ত পদার্থবিদ প্রয়াত হলেন, যিনি Magnetism and Superconductivity নিয়ে আলোকপাত করেছেন? Ans- ফিলিপ অ্যান্ডারসন।
- ২০২০ সাল সত্যজিৎ রায়ের কত তম জন্ম বার্ষিকী? Ans- ১০০ তম।
- সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতের কোন রেলওয়ে স্টেশনে বিশ্বের দীর্ঘতম প্লাটফর্ম তৈরি হতে চলেছে? Ans- কর্নাটকের হুব্বাল্লি রেলওয়ে স্টেশন।
- 2021 সালে 13 তম BRICS সামিট কোন দেশ হোস্ট করবে? উঃ ভারত।
- অলিম্পিকের কালো বলয় কোন মহাদেশে চিহ্ন বহন করে? উঃ আফ্রিকা।
- সরস্বতী সম্মান পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? উঃ সাহিত্য (1991 সাল)।
- দাদাসাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? উঃ চলচ্চিত্র (1969 সাল)।
- মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত? উঃ সিন্ধু নদের তীরে।
- লোথাল বর্তমান কোন রাজ্যে অবস্থিত? উঃ গুজরাট।
- নিষ্ক কি? উঃ বৈদিক যুগে ব্যবহৃত স্বর্ণমুদ্রার নাম।
- প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উঃ রাজগৃহ।
- আলেকজান্ডার কত খ্রীষ্টপূর্বাব্দে সিংহাসনে বসেন? উঃ 334 খ্রীষ্টপূর্বাব্দে।
- বুদ্ধের দেহত্যাগের ঘটনাকে কি বলা হয়? উঃ মহাপরিনির্বাণ।
- বল্লাল সেনের রচিত দুটি গ্রন্থের নাম লেখ। উঃ ‘দানসাগর’ ও ‘অদ্ভুত সাগর’।
- দক্ষিণ ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? উঃ আনাইমুদি।
- রাজবিহারী বসু কি ছদ্মনামে জাপানে যান? উঃ পি. এন. ঠাকুর।
- SAARC এর প্রথম অধিবেশন কত সালে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উঃ 1985 সালে, বাংলাদেশের ঢাকাতে।
- ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? উঃ M.S. Swaminathan
- গুপ্তাব্দ কে চালু করেন? উঃ প্রথম চন্দ্রগুপ্ত
- পক প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? উঃ ভারত ও শ্রীলঙ্কা।
- বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটি? উঃ এক্সোস্ফিয়ার।
- লোকমান্য নামে কে পরিচিত ছিলেন? উঃ বালগঙ্গাধর তিলক।
- ছিয়াত্তরের মন্বন্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল? উঃ 1770 খ্রিস্টাব্দে (বাংলার 1176 বঙ্গাব্দ)
- ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? উঃ 1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ ব্যানার্জি।
- সীমান্ত গান্ধী কাকে বলা হয়? উঃ খান আবদুল গফফর খানকে।
- আর্সেনিকের প্রভাবে কোন রোগ হয়? উঃ ব্ল্যাকফুট।
- NASA- এর পুরো নাম কি? উঃ ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন।
- পৃথিবীর বৃহত্তম তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম কি? উঃ তাইওয়ানের তাইচুং।
- CNG এর পুরো নাম কি? উঃ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস।
- তিরুপতি বালাজি মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত? উঃ অন্ধ্রপ্রদেশ।
- ‘ভারতের মুক্তার শহর’ কাকে বলা হয়? উঃ হায়দ্রাবাদ।
- বায়ুমন্ডলে কত শতাংশ কার্বন ডাই-অক্সাইড উপস্থিত? উঃ 0.03%
- শ্রী হরিকোটা স্পেস সেন্টার -এর নতুন নাম কি? উঃ সতীশ ধাওয়ান স্পেস সেন্টার।
- ইলতুৎমিস কত খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন? উঃ 1211 খ্রিস্টাব্দে।
- ভারতে বন সংরক্ষণ আইন কবে পাস হয়? উঃ 1980
- একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ দাও? উঃ কার্বন ডাই অক্সাইড।
- কত সালে বঙ্গভঙ্গ রদ হয়? উঃ 1911 খ্রিস্টাব্দে।
- বায়োগ্যাসের মূল উপাদান কোনটি? উঃ মিথেন।
- ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়? উঃ ভিকাজি রুস্তম কামা।
- চৈনিক পর্যটক ফা-হিয়েন কার সময় ভারতে আসেন? উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্তের।
- প্রাচীনতম খনিজ তেল উত্তোলন কেন্দ্র কোথায় রয়েছে? উঃ ডিগবয়।
- পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? উঃ 1556 খ্রিস্টাব্দে 5 ই নভেম্বর।
- ভারতবর্ষে প্রথম পুলিশি ব্যবস্থা কে প্রবর্তন করেন? উঃ লর্ড কর্নওয়ালিশ।
- কোলেরু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ? উত্তরঃ অন্ধ্রপ্রদেশ।
- রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? উঃ দন্তিদুর্গ।
- ঝুমুর ভারতের কোন রাজ্যের প্রাদেশিক নৃত্য ? উঃ হরিয়ানা
- কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? উঃ মুম্বাই।
- নৌ বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়েছিল? উঃ বোম্বেতে ‘ তলোয়ার ‘ নামক জাহাজে।
- কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? উঃ বুধ।
- 'মালবিকাগ্নিমিত্রম’ কার রচনা? উঃ কালিদাসের।
- বাংলার অক্সফোর্ড নামে কোন শহরটি পরিচিত ? উত্তরঃ নবদ্বীপ।
- অয়েল অব ভিট্রিয়ল কাকে বলে ? উত্তরঃ সালফিউরিক অ্যাসিড।
- বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি ? উত্তরঃ মেসোস্ফিয়ার।
- সাইলেন্ট ভ্যালি দেখা যায় কোন রাজ্যে ? উত্তরঃ কেরালা।
- ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে দেওয়ানি লাভ করে ? উত্তরঃ ১৭৬৫ সাল।
- রোম শহরটি কোন নদীর তীরে অবস্থিত ? উত্তরঃ টাইবার।
- লালারসে উপস্থিত উৎসেচকের নাম কি ? উত্তরঃ টায়ালিন।
- আকবর কাকে খান-ই-খানান উপাধিতে ভূষিত করেন ? উত্তরঃ বৈরাম খাঁ।
- লুনি নদীর উৎপত্তিস্থল কোথায় ? উত্তরঃ আনাসাগর হ্রদ।
- কচ্ছের রণ কোন রাজ্যে অবস্থিত ? উত্তরঃ গুজরাট।
- ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যবর্তী সীমানা ? উত্তরঃ ভারত ও চীন।
- বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত ? উত্তরঃ ওয়াশিংটন ডিসি।
- ভারতের প্রাচীনতম লিপির নাম কি ? উত্তরঃ সোহর লিপি।
- কবিরাজ উপাধি কে গ্রহণ করেছিলেন ? উত্তরঃ সমুদ্র গুপ্ত।
- কালপুরুষ কার ছদ্মনাম ? উত্তরঃ সুবোধ ঘোষ।