Railway Group D Online Mocktest In Bengali Part - 10

সকলকে জানাই নমস্কার, আজকের পোস্টটি শুধু মাত্র রেলওয়ে গ্রুপ ডি স্পেশাল মক টেস্ট। এই রকম মক টেস্ট ফ্রি তে দিতে দৈনিক আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

1. ন্যাশনাল অ্যালুমিনিয়াম কম্পানি অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত?

কলকাতা
আমেদাবাদ
বোম্বে
ভুবনেশ্বর

2. "মাই স্টরি" বইটি কার আত্মজীবনী?

আগাথা ক্রিস্টি
কমলা দাস
সত্যজিৎ রায়
চার্লি চ্যাপলিন

3. নিস্বর্গ ঝড়ের নামকরণ করেছিল কোন দেশ?

ওমান
বাংলাদেশ
থাইল্যান্ড
মালদ্বীপ

4. নাগার্জুন সাগর জলবিদ্যুৎ কেন্দ্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?

অন্ধ্রপ্রদেশ
কর্ণাটক
উড়িষ্যা
হিমাচল প্রদেশ

5. "পালমোনারি কপাটিকা" কোন দুটির মাঝে অবস্থান করে?

ডান নিলয় ও ফুসফুসীয় ধমনী
বাম নিলয় ও মহাধমনী
ডান অলিন্দ ও ডান নিলয়
বাম অলিন্দ ও বাম নিলয়

6. যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যের সঙ্গে যুক্ত?

ভারতনাট্যম
কথাকলি
কুচিপুড়ি
ছৌ নাচ

7. ভ্যাটিকান সিটি এর মুদ্রার নাম কি?

ইউরো
ক্রোনা
লিরা
টুগরিম

8. টাইগার হিল পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

দার্জিলিং
জলপাইগুড়ি
আলিপুরদুয়ার
কোচবিহার

9. "UNICEF" কত সালে প্রতিষ্ঠিত হয়?

1950
1948
1945
1946

10. বীণা বাদ্যযন্ত্রটিতে কতগুলি তার থাকে?

১ টি
৪ টি
৭ টি
৬ টি

11. ভারতের সবচেয়ে বেশি জলসেচ হয় কোন রাজ্যে?

উত্তর প্রদেশ
পশ্চিমবঙ্গ
পাঞ্জাব
অন্ধ্রপ্রদেশ

12. Antonym of "evoke"

BID GOODBYE
SLOW
REMOVE
DEVELOP

13. "ভারতের বোস্টন" কোন শহরকে বলা হয়?

চন্ডিগড়
আমেদাবাদ
হায়দ্রাবাদ
পুনে

14. কত নং আর্টিকেলে নির্বাচন কমিশন সম্পর্কে ব্যাখ্যা রয়েছে?

324
123
342
234

15. 42478078 এই সংখ্যাটিকে বর্গমূল করলে কত অঙ্কের সংখ্যা হবে ?

6
4
8
3