গড় (Average) অঙ্ক প্রাকটিস সেট – ১

নমস্কার সকলকে, আজকের এই পোস্টটি দেওয়া শুধু মাত্র চাকরীর পরীক্ষার্থী দের জন্য। যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এই প্রাকটিস সেটি প্রাকটিসের জন্য খুব কাজ এ লাগতে পারে। তাই দেরি না করে গড় (Average) অঙ্ক প্রাকটিস সেট – ১ টি পিডিএফ ফাইল ডাউনলোড করে প্রাকটিস করে দেখো যে প্রস্তুতি কেমন হয়েছে ।

গড় (Average) অঙ্ক প্রাকটিস সেট – ১
গড় (Average) অঙ্ক প্রাকটিস সেট – ১

গড় (Average) অঙ্ক প্রাকটিস সেট – ১


1. সোমবার, মঙ্গলবার ও বুধবারের গড় তাপমাত্রা ছিল 40°C। আবার মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবারের গড় তাপমাত্রা ছিল 41°C। বৃহস্পতিবারে 45°C তাপমাত্রা থাকলে, সোমবার কত তাপমাত্রা ছিল ? 

Ⓐ 40°C 

Ⓑ 41°C 

Ⓒ 42°C 

Ⓓ 43.5°C

 


2. তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার দ্বিগুণ। দ্বিতীয় সংখ্যাটি আবার তৃতীয় সংখ্যার তিনগুণ। তিনটি সংখ্যার গড় 44 হলে, বৃহত্তম সংখ্যাটি কত ?  

Ⓐ 24 

Ⓑ 72 

Ⓒ 36 

Ⓓ 108

 


3. একটি পরিবারে 5 জন সদস্যের গড় বয়স 24 বছর। যদি কনিষ্ঠ সদস্যের বয়স 6 বছর হয়, তবে কনিষ্ঠ সদস্যের জন্মের সময়ে পরিবারের সদস্যদের গড় বয়স কত ছিল? 

 Ⓐ 23½বছর 

Ⓑ 20 বছর 

Ⓒ 22½ বছর 

Ⓓ 18 বছর

 


4. 9 জন লোক একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিল। এদের মধ্যে ৪ জনকে খাবারের জন্য 30 টাকা করে দিতে হয়েছিল এবং 9-ম জনকে, এই 9 জনের গড় খরচের তুলনায় 20 টাকা বেশি দিতে হয়েছিল। তাদের মোট কত টাকা খরচ হয়েছিল ? 

Ⓐ 292.50 টাকা 

Ⓑ 272.50 টাকা 

Ⓒ 325.50 টাকা 

Ⓓ 312.50 টাকা

 


5. একটি 11 জনের ক্রিকেট টিমে 42 কেজি ওজনের একজন খেলোয়াড়ের চোট পাওয়ার জন্য তার জায়গায় একজন নতুন খেলোয়াড় আনা হয় এবং টিমের গড় ওজন 100 গ্রাম বৃদ্ধি পায়। নতুন খেলোয়াড়ের ওজন কত কেজি ছিল?  

Ⓐ 43.1 

Ⓑ 43.01 

Ⓒ 43.50 

Ⓓ 42.9

 


6. একটি ৪ জন সদস্যের কমিটিতে গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 35 বছর এবং 45 বছর বয়সী 2 জন ভদ্রলোকের জায়গায় 2 জন ভদ্রমহিলাকে আনা হয়। নতুন 2 জন ভদ্রমহিলার গড় বয়স (বছরে) কত?  

Ⓐ 40

Ⓑ 42

Ⓒ 48

Ⓓ 45 


7. চারজন ব্যক্তির বয়সের অনুপাত 1 : 3 : 4 : 6। যদি তাদের বয়সের গড় 21 বছর হয়, তবে তাদের মধ্যে জ্যেষ্ঠ ও কনিষ্ঠ ব্যক্তিদ্বয়ের বয়সের অন্তর কত হবে?

Ⓐ 25 বছর 

Ⓑ 32 বছর

Ⓒ 31 বছর

Ⓓ 30 বছর 

 


8. A ও B-এর গড় রান 51, B ও C-এর গড় রান 78 এবং A ও C-এর গড় রান 73 হলে, C-এর রান কত? 

Ⓐ 100

Ⓑ 102

Ⓒ 101

Ⓓ 148

 


9. 17 টি সংখ্যার গড় 45, সংখ্যাগুলির মধ্যে প্রথম 9 টি সংখ্যার গড় 51 এবং শেষ 9 টি সংখ্যার গড় 36 হলে, নবম সংখ্যাটি কত ? 

Ⓐ 14

Ⓑ 18

Ⓒ 20

Ⓓ 22


10. কোনো একটি ব্যাটসম্যান এর কিছু ইনিংসের গড় 21.75। পরবর্তী তিনটি ইনিংসে সে যদি 28, 34 এবং 37 রান করে থাকে তবে তার গড় রান 1.125 বৃদ্ধি পায়। সে মোট কতগুলি ইনিংস খেলেছিল?

Ⓐ 25

Ⓑ 30

Ⓒ 40

Ⓓ 50

 


11. পিতা ও পুত্রের গড় বয়স 25 বছর এবং পিতা ও মাতার গড় বয়স 38 বছর। মাতা ও পুত্রের বয়সের পার্থক্য কত?

Ⓐ 24 বছর 

Ⓑ 26 বছর

Ⓒ 28 বছর 

Ⓓ 29 বছর

 


12. একটি শ্রেণির 40 জন ছাত্রের গড় বয়স 15 বছর। ওই শ্রেণিতে 10 জন নতুন ছাত্র ভর্তি হওয়ায় গড় বয়স 0.2 বছর বৃদ্ধি পায়। নতুন ছাত্রদের বয়সের গড় কত ?

Ⓐ 15.2 বছর

Ⓑ 16 বছর

Ⓒ 16.2 বছর

Ⓓ 16.4 বছর 


13. একজন ক্রিকেটারের 9 টি ইনিংসের গড় রান 49। দশম ইনিংসে কত রান করলে 10 টি ইনিংসের গড় রান 50 হবে ? 

Ⓐ 51 

Ⓑ 55 

Ⓒ 59

Ⓓ 60


14. বাবা ও 4 সন্তানের বয়সের গড় 14 বছর এবং মা ও 4 সন্তানের বয়সের গড় 12 বছর। মায়ের 35 বছর বয়স হলে, বাবার বয়স কত?

Ⓐ 45 বছর 

Ⓑ 50 বছর  

Ⓒ 48 বছর  

Ⓓ 52 বছর


15. একটি শ্রেণির 24 জন ছাত্রের মধ্য থেকে 10 বছরের একজন ছাত্র চলে যাওয়ায় এবং ওই স্থানে একজন নতুন ছাত্র ভর্তি হওয়ায় ছাত্রদের গড় বয়স পূর্বের তুলনায় 2 মাস বৃদ্ধি পায়। নতুন ভর্তি হওয়া ছাত্রের বয়স কত ?

Ⓐ 20 বছর

Ⓑ 18 বছর

Ⓒ 16 বছর

Ⓓ 14 বছর


 Note :: পিডিএফ ফাইলে উত্তর পত্র দেওয়া রয়েছে।

" পিডিএফ ফাইল টি নিচে দেওয়া হল "

File Details:
❑ PDF Name : গড় (Average) অঙ্ক প্রাকটিস সেট – ১
❑ Subject : Mathematics
❑ Size : 460 kb
❑ No. of Pages : 3
❑ Download Link : Click Here To Download