Most Important Computer Gk Question Answer in Bengali Part - 1

1. চালর্স ব্যাবেজ কোন দেশের নাগরিক ছিলেন?

Ans - ব্রিটেন

2. Computer -এর মস্তিস্ক কাকে বলা হয়?

Ans - CPU

3. CD -এর পুরো নাম কী?

Ans - Compact Disk

4. ১ গিগা বাইট = কত ?

Ans -1024 মেগাবাইট

5. কম্পিউটারের জনক নামে পরিচিত?

Ans -চালর্স ব্যাবেজ

6. CPU -এর Full-Form হচ্ছে __

Ans - Central Processing Unit

7. যে যন্ত্রের সাহায্যে তথ্য প্রদান করা হয়, তাকে কী বলে?

Ans - Input Device

8. ROM -এর পুরো নাম কী?

Ans - Read-Only Memory

9. ১ ন্যানো সেকেন্ড, ১ সেকেন্ডের কত ভাগ ?

Ans - একশত কোটি ভাগের এক ভাগ সময়

10. বর্তমান যুগকে বলা হয়__

Ans - তথ্যের যুগ

11. কম্পিউটরের কাজ করার গতি পরিমাপ করা হয়__

Ans - ন্যানো সেকেন্ড

12. কম্পিউট শব্দের অর্থ__

Ans - গণনাকারী যন্ত্র

13. কম্পিউটার শব্দটির উৎপত্তি হয়েছে ______ শব্দ থেকে।

Ans - কম্পিউট

14. কম্পিউটার শব্দটির উৎপত্তি হয়েছে__

Ans - গ্রিক শব্দ থেকে

15. UPS -এর পুরো নাম কী?

Ans - Uninterrupted Power Supply

16. CAD -এর সম্পূর্ণ নাম কী?

Ans - Computer Aided Design

17. স্ক্যানার একধরনের__

Ans - ইনপুট ডিভাইস

18. কম্পিউটারের আউটপুট ডিভাইস কী কী?

উত্তরঃ প্রিন্টার, মণিটর, স্পিকার।

19. জাভা কে আবিষ্কার করেছিলেন ?

উত্তরঃ জেমস এ গোসলিং।

20. ভারতে প্রথম কম্পিউটার প্রস্তুতকারক সংস্থার নাম কী ?

উত্তরঃ WIPRO.