অনুপাত ও সমানুপাত (Ratio and Proportions) প্রাকটিস সেট - 1
নমস্কার সকলকে, আজকের এই পোস্টটি দেওয়া শুধু মাত্র চাকরীর পরীক্ষার্থী দের জন্য। যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এই প্রাকটিস সেটি প্রাকটিসের জন্য খুব কাজ এ লাগতে পারে। তাই দেরি না করে অনুপাত ও সমানুপাত (Ratio and Proportions) প্রাকটিস সেট - 1 টি পিডিএফ ফাইল ডাউনলোড করে প্রাকটিস করে দেখো যে প্রস্তুতি কেমন হয়েছে ।
অনুপাত ও সমানুপাত (Ratio and Proportions) প্রাকটিস সেট - 1
1. দুটি পাত্রের মিশ্রণের দুধ ও জলের অনুপাত যথাক্রমে 5 : 2 এবং 6:1 মিশ্রণ দুটি মেশানোর পর নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে?
Ⓐ 11:3
Ⓑ 3:11
Ⓒ 8: 7
Ⓓ 7: 8
❑ Also Check:
- লাভ ও ক্ষতি প্র্যাক্টিস সেট ওয়েস্ট বেঙ্গল পুলিশ
- অনুপাত ও সমানুপাত (Ratio and Proportions) প্রাকটিস সেট - 2
2. গোলকের পৃষ্ঠতলের সম্পূর্ণ অংশের কালো ও সাদা রঙের আয়তনের অনুপাত 2:3 যদি অর্ধগোলকের ওই অনুপাত 1 : 4 হয়, তবে বাকি গোলকের রংদুটির অনুপাত কত?
Ⓐ 5:3
Ⓑ 4:3
Ⓒ 3:2
Ⓓ 3:4
3. দুটি সংখ্যার অনুপাত 9 : 14, বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 55 বেশি হলে সংখ্যা দুটি কত?
Ⓐ 99, 154
Ⓑ 66, 130
Ⓒ 88, 178
Ⓓ কোনোটিই নয়
4. A, B এবং C-এর আয়ের অনুপাত 2: 9:11, B-এর আয় A-এর আয় অপেক্ষা 280 টাকা বেশি হলে, C-এর আয় কত ?
Ⓐ 480 টাকা
Ⓑ 440 টাকা
Ⓒ 540 টাকা
Ⓓ 450 টাকা
5. দুটি সংখ্যার অনুপাত 4 : 5 এবং বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 15 বেশি হলে সংখ্যা দুটির গুণফল কত?
Ⓐ 3500
Ⓑ 3000
Ⓒ 4500
Ⓓ 4550
6. দুটি সংখ্যার অনুপাত 8 : 5 এবং বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 27 বেশি হলে সংখ্যা দুটির যোগফল কত?
Ⓐ 117
Ⓑ 118
Ⓒ 115
Ⓓ 116
7. দুটি সংখ্যার অনুপাত ৪: 7 তাদের সমষ্টি 450 হলে, সংখ্যা দুটি —
Ⓐ 210, 240
Ⓑ 240, 210
Ⓒ 235, 215
Ⓓ 215, 235
❑ Also Check :
- লাভ ও ক্ষতি প্র্যাক্টিস সেট ওয়েস্ট কলকাতা পুলিশ
- অনুপাত ও সমানুপাত (Ratio and Proportions) প্রাকটিস সেট - 2
8. একটি বাক্সে সমসংখ্যক এক টাকা, 50 পয়সা ও 25 পয়সা আছে। বাক্সে মোট 35 টাকা থাকলে, প্রত্যেক মুদ্রার সংখ্যা কত ?
Ⓐ 20
Ⓑ 25
Ⓒ 30
Ⓓ 15
9. একটি বাক্সে, 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা সংখ্যার অনুপাত 1:2:4 ওই বাক্সে 393 টাকা থাকলে, মোট কতগুলি মুদ্রা ছিল?
Ⓐ 1001
Ⓑ 915
Ⓒ 895
Ⓓ 917
10. একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে। যদি 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2 : 3 : 7 হয়, তবে বাক্সের মুদ্রাগুলির মোট মূল্য—
Ⓐ 170 টাকা
Ⓑ 168 টাকা
Ⓒ 186 টাকা
Ⓓ 180 টাকা
❑ Note :: পিডিএফ ফাইলে উত্তর পত্র দেওয়া রয়েছে।