ভারতীয় অর্থনীতির গুরুত্ব পূর্ণ প্রশ্নোত্তর - ৩ | Important questions and answers of Indian economy - 3
ভারতীয় অর্থনীতির গুরুত্ব পূর্ণ প্রশ্নোত্তর - ৩ | Important questions and answers of Indian economy - 3
ভারতীয় অর্থনীতির গুরুত্ব পূর্ণ তথ্য
- অর্থনৈতিক সংস্কার’ ভারতে কোন সালে অনুসৃত হয় – ১৯৯১ সালে ।
- ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল – মহলানবীশ তত্ত্ব নির্ভর ।
- ভারতের মোট আভ্যন্তরীন সঞ্চয়ে সর্বাধিক অবদান হল – পরিবার ক্ষেত্রের ।
- পশ্চিমবঙ্গ রাজ্যে কোন জেলা মানবসম্পদ সূচকে সর্বাধিক স্তরে উন্নিত হয়েছে – কলকাতা ।
- ভারতের অ-কৃষিজাত আয়কর – কেন্দ্র ধার্য করে ও রাজ্যগুলির সঙ্গে ভাগ করে নেয় ।
- বিশ্ব উন্নয়ন রিপোর্টটি প্রকাশ করে – বিশ্ব ব্যাঙ্ক ।
- মানবিক উন্নয়ন সূচক প্রথম ব্যবহৃত হয় – ১৯৯০ সালে ।
- ভারতের দ্বিতীয় জনবহুল জেলা – উত্তর ২৪ পরগণা ।
-
অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি ও – ৪ জন সদস্য নিয়ে ।
- পাইকারী মূল্যসূচকের হিসাবে নিম্নোক্ত কোন বছরটি বর্তমানে ভিত্তি বছর হিসাবে ধরা হয়ে থাকে – ১৯৯৩-৯৪ সাল ।
-
ভারতের বৈদেশিক মুদ্রা ভান্ডারে আর্থিক মূল্যের পরিমাপে বৃহত্তম অবদান আসে – সফটওয়ার পরিষেবা থেকে ।
-
ফিসক্যাল রেসপনসিবিলিটি ও বাজেট ম্যানেজমেন্ট আইন যে বিষয় / বিষয়গুলির উপর প্রযোজ্য তা হল বাজেটের – শুধু ফিসক্যাল ঘাটতি ।
- সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত স্বনির্ভর সংস্থাগুলির সাহায্যে ক্ষুদ্রঋণ প্রকল্প পরিচালনার জন্য শীর্ষ সংস্থাটি কী – কৃষি ও গ্রামোন্নয়নের জন্য ন্যাশনাল ব্যাঙ্ক ।
- নিচে উল্লিখিত করগুলির কোনটি পরোক্ষ কর , যেটি কেন্দ্রিয় সরকার ধার্য করে – পরিষেবা কর ।
- মূল্যযুক্ত কর আরোপিত হয় কোনও দ্রব্যের – উৎপাদনের প্রতিটি স্তরে মোট যে মূল্য যুক্ত হয় তার উপর ।
-
কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটিকে মেয়াদ পূর্তির এক বছর আগে স্থগিত করে দেওয়া হয়েছিল – পঞ্চম পরিকল্পনা ।
- ভারতে কোনো পৌরবসতির জনসংখ্যা এক লক্ষ অতিক্রম করলে তাকে বলা হয় – নগর ।
- ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পদ বিভাজনের ক্ষেত্রে কোন সাংবিধানিক ব্যবস্থা চালু আছে – ভারতীয় অর্থ কমিশন ।
- ভারতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের মূল লক্ষ্য কী – কিছু করমুক্ত বিশেষ উন্নত কেন্দ্র তৈরি করা মুখ্যত রপ্তানীক্ষেত্রকে প্রসারিত করার জন্য ।
- ভারতে আর্থিক নীতি প্রণয়নে কোন প্রতিষ্ঠান সরাসরি যুক্ত – ভারতের শিল্পোন্নয়ন ব্যাংক ।
- ভারতে নয়া অর্থনৈতিক নীতি চালু হয়েছে কোন বছরে – ১৯৯১ সাল ।
- মূলধন কাকে বলে – অর্থই মূলধন ।
- সমাজের কোন শ্রেণির মানুষ নিরন্তর মুদ্রাস্ফীতিজনিত মূল্যবৃদ্ধির জন্য সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হন – বিনিয়োগকারী শ্রেণি ।
-
নিম্নলিখিত সংস্থার থেকে ঋণ নেওয়ার ফলে ভারতে Structural Adjustment নীতি চালু হয় – আন্তর্জাতিক মুদ্রাভান্ডার ।
-
জাতীয় গ্রামীণ রোজগার সুরক্ষা যোজনায় কাজের অধিকার দেওয়া হয়েছে – বছরে ১০০ দিন ।
- ভারতের টাকা পূর্ণ পরিবর্তনযোগ্য কোন ক্ষেত্রে – কারেন্ট অ্যাকাউন্ট ।
- ভারতবর্ষ কোন সংস্থার ‘পূর্ণ’ সদস্য – SAARC ।
- নেটোর (NATO) প্রধান কার্যালয় – ব্রাসেলস ।