Mathematics Quiz Test For All Exam Ep - 3 | অনলাইন গণিত মকটেস্ট

Mathematics Quiz Test For All Exam Ep - 3 | অনলাইন গণিত মকটেস্ট
Mathematics Quiz Test For All Exam Ep - 3

নমস্কার সকলকে,

          আশা করি সবাই সুস্থ ও ভালো আছো । আগামী কলকাতা পুলিশের প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি যাচাই করতে আজকের মক টেস্ট টি দেওয়া হল। যেখানে তোমরা বুঝতে পারবে তোমাদের একটা প্রশ্নের জন্য সময় কত নিচ্ছো । এবং সেই হিসেবেই আগামী দিনের সমস্ত পরীক্ষা গুলো ধার্য্য সময় মধ্যে উত্তর গুলো দিতে পারার অভ্যস জন্য আজকের এই মক টেস্ট । 

     তাহলে ফালতু সময় নষ্ট না করে তোমরা চটপট দেখে নাও তোমরা আগামী পরীক্ষা গুলোর জন্য কত টা প্রস্তুত হয়েছে। 

Mathematics Quiz Test For All Exam Ep - 3 | অনলাইন গণিত মকটেস্ট

বিষয় গণিত
পর্ব 3
প্রশ্ন সংখ্যা ২০টি
পূর্ণমান ২০
সময় ১২০সে./প্রশ্ন

প্রত্যেক প্রশ্নের ধার্য্য সময় ১২০ সেকেন্ড করে

Time's Up
score:

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:


Note :: নিচে এই কুইজ টেস্টটির সমস্ত প্রশ্ন দেওয়া হলো কোনো option ছাড়াই । তোমরা এই প্রশ্ন গুলো কুইজ এর শেষে নিজেরাই প্রাকটিস করে উত্তর বের করবে । 

Mathematics Quiz Questions Practice Set – 3 ::  

প্রশ্ন সংখ্যা – ২০ টি                                  প্রশ্নের মান – ১/প্রশ্ন


1. চুনি 65% মেশিনারি তে এবং 20% খনিজ দ্রব্যে বিনিয়োগ করে, এরপর তার কাছে 1305 টাকা অবশিষ্ট থাকলে, তার মোট বিনিয়োগ কত ? 


2. যদি Cos A Cosec 23° = 1 হলে A এর মান কত ?


3. 6 1/5 - [4 1/2 - { 5/6 - (3/5 + 3/10 - 7/15)}] = ?


4. একটি খুঁটির 1/10 অংশ লাল, 1/20 অংশ সাদা, 1/30 অংশ নীল, 1/40 অংশ কালো, 1/50 অংশ বেগুনি, 1/60 অংশ হলুদ এবং বাকি অংশ সবুজ রঙ করা হয়েছে । সবুজ অংশের দৈর্ঘ্য 12.08 মিটার হলে, খুঁটিটির দৈর্ঘ্য কত ?


5. 1/1000 (1/5 + 999 494/495 × 99) = ?


6. নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি একটি কাজ 40 দিনে শেষ করতে পারে । যদি আরো 8 জন যুক্ত হয়, তবে কাজটি শেষ করতে 10 দিন কম লাগে, শুরুতে কত জন ছিল ?


7. একটি ক্লাবে পুরুষ ও মহিলা সদস্যের অনুপাত 5 : 6 যদি 22 জন মহিলা সদস্য ক্লাব পরিত্যাগ করে তবে তাদের অনুপাত বিপরীত হয়, পুরুষ সদস্যের সংখ্যা হবে ?


8. মান নির্নয় : 3×3 - [6 - {12 + 15 ÷ (7-2)}] = ?


9. তিন বন্ধুর গড় বয়স 23 বছর । যদি চতুর্থ জন কে যুক্ত করা হয় তাদের গড় বয়স একই থাকে তবে চতুর্থ জনের বয়স কত ?


10. যদি (√(x+4) + √(x-4))/(√(x+4) - √(x-4)) =2 হলে x এর মান কত ?


11. একটি ব্যাংকে এক ব্যক্তি 500 টাকা 4 বছরের জন্য এবং 600 টাকা 3 বছরের জন্য জমা রাখে । সে সব সমেত 190 টাকা সুদ পেলে, সুদের হার কত ?


12. √300 - √45 + √125 - √108 - √20 - √48 = ?


13. (a^2 + b^2)^3 =(a^3 + b^3)^2 হলে a/b + b/a = ?


14. A, B, C 1/2 : 1/3 : 1/5 অনুপাতে টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে । 5 মাস পর A তার মূলধন এর 1/3 অংশ তুলে নেয়, মোট বার্ষিক লাভ 6740 টাকা হলে, A এর লভ্যাংশ কত ?


15. A এর আয়ের 5%, B এর আয়ের 15% এর সাথে সমান এবং B এর আয়ের 10%, C এর আয়ের 20% এর সাথে সমান । যদি C এর ইনকাম 2000 টাকা হয় তবে A, B ও C এর মোট ইনকাম কত ?


16. A, 1 কিমি অতিক্রম করে 8 মিনিট 40 সেকেন্ডে এবং B ওই একই দূরত্ব অতিক্রম করে 10 মিনিটে । A, B কে কত দূরত্বে পরাজিত করে ?


17. 80 এর 35%, x এর 25% এর সমান হলে, x এর মান কত ?


18. A ও B এর দৈনিক গড় মজুরি 94 টাকা, B ও C এর 100 টাকা এবং C ও A এর 76 টাকা । A এর গড় দৈনিক মজুরি কত ?


19. টাকায় 12 টি আম বিক্রয় করলে এক ব্যক্তির 4% ক্ষতি হয়, টাকায় কত গুলি আম বিক্রি করলে তার 44% লাভ হবে ?


20. গুনোত্তর প্রাগতিতে থাকা প্রথম 8 টি পদের যোগফল 6560 এবং তাদের সাধারণ অনুপাত 3 হলে প্রথম পদটি হলো -