Railway Group D Online Mocktest In Bengali Part - 11

সকলকে জানাই নমস্কার, আজকের পোস্টটি শুধু মাত্র রেলওয়ে গ্রুপ ডি স্পেশাল মক টেস্ট। এই রকম মক টেস্ট ফ্রি তে দিতে দৈনিক আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

1. কোষের শক্তিঘর কাকে বলা হয়?

রাইবোজোম
গলগী বডি
মাইট্রোকন্ডিয়া
কোনোটিই নয়

2. World Oceans Day কবে পালিত হয়?

৮ই জুন
১৩ই মার্চ
২৭শে নভেম্বর
১২ই আগস্ট

3. তানসা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?

মহারাষ্ট্র
রাজস্থান
বিহার
কর্ণাটক

4. কুলিক পাখিরালয় কোন জেলায় রয়েছে?

দক্ষিণ দিনাজপুর
উত্তর দিনাজপুর
পুরুলিয়া
মালদা

5. আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা নিম্নের কোনটি?

কোচবিহার
পশ্চিম মেদিনীপুর
দক্ষিণ 24 পরগনা
পূর্ব মেদিনীপুর

6. কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?

হরিয়ানা
ঝাড়খন্ড
মধ্যপ্রদেশ
গুজরাট

7. বিশ্ব যক্ষা দিবস কবে পালিত হয়?

২১শে মার্চ
২৫শে মার্চ
২৪শে মার্চ
২৩শে মার্চ

8. স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন?

সরদার বলদেব সিং
জন মাথান
জগজীবন রাম
রাজেন্দ্র প্রসাদ

9. সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে?

পৃথিবী
প্লুটো
নেপচুন
ইউরেনাস

10. "টেলিপ্যাথি" কী সংক্রান্ত বিদ্যা?

যোগাযোগ সংক্রান্ত বিদ্যা
প্রকৃতির বিভিন্ন প্রমাণাদি সংক্রান্ত বিদ্যা
মন সংক্রান্ত বিদ্যা
বিষ সংক্রান্ত বিদ্যা

11. তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত?

ভাগীরথী
অলকানন্দা
গঙ্গা
হুগলি

12. দার্শনিক উল এর রাসায়নিক নাম কি?

জিংক সালফেট
ক্যালসিয়াম অক্সাইড
জিংক অক্সাইড
ক্যালসিয়াম সালফেট

13. "সিংহসেনা" কার উপাধি ছিল?

বিম্বিসার
মহাপদ্ম নন্দ
বিন্দুসার
দ্বিতীয় চন্দ্রগুপ্ত

14. কৌলিন্য প্রথা কে প্রচলন করেন?

বিজয় সেন
লক্ষণ সেন
তানসেন
বল্লাল সেন

15. সোডিয়াম কে আবিষ্কার করেন?

ড্যানিয়েল রাদারফোর্ড
হেনিং ব্যান্ড
স্যার হামফ্রে ডেভি
হেনরি ক্যাভেন্ডিস