বায়ুমণ্ডল সম্পর্কিত প্রশ্নোত্তর জিকে বাংলায় | Atmosphere Questions and Answers in GK Bengali
বায়ুমণ্ডল সম্পর্কিত প্রশ্নোত্তর জিকে বাংলায় | Atmosphere Questions and Answers in GK Bengali
বায়ুমণ্ডল সম্পর্কিত প্রশ্নোত্তর জিকে বাংলায়
■ বায়ুমন্ডলকে বিভিন্ন স্তরে ভাগ করা হয় কীসের ভিত্তিতে ? - তাপমাত্রার ওপর ভিত্তি করে।
■ বায়ুমন্ডলের কোন স্তরকে ‘আবহাওয়া স্তর’ বলা হয়? – ট্রপোস্ফিয়ার
■ আয়নোস্ফিয়ারের কোন স্তর থেকে ক্ষুদ্র রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবী পৃষ্টে ফিরে আসে ? – F স্তর থেকে
■ আয়নোস্ফিয়ারে তাপমাত্রার দ্রুত বৃদ্ধির কারণ কী ? – কারণ আয়ন গুলি সৌর বিকিরন শোষণ করে।
■ হেটারোস্ফিয়ারের অন্তর্গত স্তর কোন গুলি? – আয়নোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ার
■ আবহাওয়া বিহীন স্তর (devoid of Atmosphere) কোনটি? – স্ট্র্যাটোস্ফিয়ার
■ পৃথিবীকে আবর্তনরত উপগ্রহ গুলি (Satellites) কোন স্তরে অবস্থান করে? – এক্সোস্ফিয়ারে
■ সমমণ্ডল ও বিষমমন্ডলের মধ্যবর্তী পরিবর্তনশীল অঞ্চলটিকে কি বলে ? – টারবোপজ (Turbopouse), যা ভূ-পৃষ্ট থেকে ১০০ কিমি উচ্চতায় অবস্থিত।
■ Planetary boundary layer বলতে কি বোঝ? – ট্রপোস্ফিয়ারের নিম্ন অংশটি (১০০ থেকে ২০০০মিটার) ভূপৃষ্ট দ্বারা প্রভাবিত হয় বলে এই অধঃস্তরটি Planetary boundary layer নামে পরিচিত।
■ মহাকাশ থেকে আগত উল্কাপিন্ড গুলি বায়ুমন্ডলের কোন স্তরে এসে পুড়ে ধ্বংস হয়ে যায়? – মেসোস্ফিয়ার
■ বায়ুমন্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়? – মেসোস্ফিয়ার
■ পৃথিবী পৃষ্টের কোন অঞ্চলের ওপরে ট্রপোস্ফিয়ারের তাপমাত্রা সর্ব নিম্ন হয়? – নিরক্ষরেখার উপর।
■ মধ্য বায়ুমন্ডল কোন অংশ কে বলে? – ট্রপোপজ ও নিম্ন থার্মোস্ফিয়ারের মধ্যবর্তী স্তরকে মধ্য বায়ুমন্ডল বলে।
■ সুমেরু প্রভা ও কুমেরু প্রভা কত কিমি উচ্চতায় উৎপন্ন হয়? – ৮০ কিমি থেকে ৩০০ কিমি উচ্চতার মধ্যবর্তী অঞ্চলে
■ কোন স্তরে ওজোনের স্তরের উপস্থিতি দেখা যায়? – নিম্ন ট্রপোস্ফিয়ারে (১৫-৩০কিমি)
■ Noctilucent Cloud কোন স্তরে দেখা যায়? – মেসোস্ফিয়ারের ৮০-৯০ কিমি উচ্চতায় গ্রীষ্ম কালের রাত্রীতে
■ নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত? – ১৬ কিমি
■ মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত? – ৮ কিমি
■ ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার শব্দটি প্রথম কে ব্যবহার করেন? – টিসেরিন ডে বোর্ড , ১৯০৮
■ Nacreous (Mother of pearls) মেঘের উপস্থিতি কোন স্তরে দেখা যায়? – স্ট্র্যাটোস্ফিয়ারে
■ বায়ুমণ্ডলের মোট গ্যাসের কত শতাংশ ট্রপোস্ফিয়ার বিদ্যমান? – ৭৫ %
■ ট্রপোপজ শব্দটি প্রথম কে ব্যবহার করেন? - নেপিয়ার স
■ বায়ুমণ্ডলের কোন স্তরে বজ্রপাত হয়? – ট্রপোস্ফিয়ার
■ বায়ুমণ্ডলের কোন স্তরে বিমান চলে ? – স্ট্র্যাটোস্ফিয়ারে
■ বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু জ্যোতি দেখা যায় – আয়নোস্ফিয়ার
■ বায়ুমণ্ডলের ঊর্ধসীমা হল – ১০,০০০ কি.মি. ।
■ হোমোস্ফিয়ার বায়ুস্তরটি ভূপৃষ্ঠ থেকে – ৯০ কি.মি উচ্চতা পর্যন্ত বিস্তৃত ।
■ হেটেরোস্ফিয়ার বায়ুস্তরটি ভূপৃষ্ঠ থেকে – ৯০ কিমি উপরে ও ১০,০০০ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত ।
■ ট্রপোস্ফিয়ার বায়ুস্তরটি ভূপৃষ্ঠ থেকে – ১৮ কিমি. উচ্চতা পর্যন্ত বিস্তৃত ।
■ উভয় মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা হল – ৮ কিমি. ।
■ নিরক্ষরেখার উপরে ট্রপোস্ফিয়ারের উচ্চতা হল - ১৮ কিমি. ।
■ বায়ুমন্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগস্থল হল - ট্রপোপজের অবস্থান ।
■ হেটেরোস্ফিয়ারের সর্বোচ্চ স্তরটি হল - হাইড্রোজেন স্তর ।
■ বায়ুমন্ডলের সর্বোচ্চ স্তরটি হল – ম্যাগনেটোস্ফিয়ার ।
■ বায়ুমন্ডলের প্রধান গ্যাসীয় উপাদানটি হল - নাইট্রোজেন ।
■ বায়ুমন্ডলে অক্সিজেনের পরিমাণ হল - ২০.৯ % ।
■ বায়ুমন্ডলে নাইট্রোজেনের স্বাভাবিক পরিমাণ হল - ৭৮.১ % ।
■ বায়ুমন্ডলে কার্বন-ডাই-অক্সাইডের স্বাভাবিক পরিমাণ হল - ০.০০৩ % ।
■ পৃথিবীর আবহাওয়া গঠনকারী বেশিরভাগ ঘটনা বায়ুমণ্ডলের - ট্রপোস্ফিয়ার স্তরে ঘটে থাকে ।
■ স্বাভাবিক উষ্ণতা হ্রাস বায়ুমণ্ডলের - ট্রপোস্ফিয়ার স্তরে দেখা যায় ।
■ ওজোন গ্যাসের স্তর বায়ুমন্ডলের – স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে রয়েছে
■ পৃথিবীর রেডিও তরঙ্গগুলি বায়ুমণ্ডলের কোন স্তরে বাধা পেয়ে পৃথিবীতে আবার ফিরে আসে ? – আয়নোস্ফিয়ার স্তরে
■ আকাশকে নীল দেখায় কেন ? – বায়ুমন্ডলে ধুলিকণার অবস্থিতির জন্য আকাশকে নীল দেখায় ।
■ বায়ুমন্ডলের কোন গ্যাস সৌরতাপের বন্টনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে ? – কার্বন-ডাই-অক্সাইড
■ জেট বিমানগুলি বায়ুমন্ডলের কোন স্তর দিয়ে যাতায়াত করে ? – স্ট্র্যাটোস্ফিয়ার
■ বায়ুদূষণকারী পদার্থগুলি প্রধানত বায়ুমন্ডলের কোন স্তরে অবস্থান করে ? – ট্রপোস্ফিয়ার স্তরে
■ বায়ুমন্ডলের কোন স্তর মূলত সৌরতাপ শোষণ করে এবং ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণে বাধা দেয় ? – বায়ুমন্ডলের জলীয় বাস্পের স্তর
■ বায়ুমন্ডলের কোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মিকে ভূপৃষ্ঠে আসতে বাধা দেয় ? – O³ ওজোন গ্যাসের স্তর
■ বায়ুমন্ডলের কোন গ্যাস জলবায়ু নিয়ন্ত্রণে বিশেষ ভুমিকা পালন করে ? – CO²