India Post GDS Recruitment 2024: মাধ্যমিক পাশে চাকরি ! ভারতীয় ডাক বিভাগে

India Post GDS Recruitment 2024: যে সকল চাকরি প্রার্থীরা মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন, তাদের জন্য রয়েছে ভারতীয় ডাক বিভাগে চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ। সম্প্রতি প্রকাশিত হয়েছে ইন্ডিয়া পোস্টের পক্ষ থেকে ৪০ হাজারের বেশি গ্রামীণ ডাক সেবক (GDS) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। মহিলা ও পুরুষ সকলেই আবেদনের জন্য যোগ্য। আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন আবেদন পদ্ধতি, বেতন, যোগ্যতা সহ বিস্তারিত তথ্যগুলো।

India Post GDS Recruitment 2024:  মাধ্যমিক পাশে চাকরি !  ভারতীয় ডাক বিভাগে
India Post GDS Recruitment 2024: মাধ্যমিক পাশে চাকরি ! ভারতীয় ডাক বিভাগে

India Post GDS Recruitment 2024

নিয়োগ সংস্থা :: 

ইন্ডিয়া পোস্ট (India Post)

পদের সংখ্যা :: 

৪৪২২৮ জন নতুন কর্মীকে নিয়োগ করা হবে।

বিভাগের নাম :: 

GDS, BPM, ABPM

যোগ্যতা :: 

এই পদে (India Post GDS Recruitment 2024) আবেদন করার জন্য প্রার্থীদের যে যোগ্যতা থাকতে হবে:

  • প্রার্থীরা ভারতীয় নাগরিক হবে।
  • মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদনের যোগ্য।
  • শারীরিক সমস্যা যুক্ত প্রার্থীরা আবেদন করতে পারবে না।

আবেদন মূল্য ::

আবেদন করতে প্রার্থীদের আবেদন ফি হিসাবে টাকা জমা দিতে হবে। আবেদন মূল্য রয়েছে:

  • সাধারণ শ্রেণির এবং ওবিসি প্রার্থীদের আবেদন ফি রয়েছে ১০০/- টাকা।
  • সংরক্ষিত শ্রেণি এবং মহিলা প্রার্থীদের কোন আবেদন ফি দিতে হবে না।

বেতন ::

গ্রামীণ ডাক সেবক পদে নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে বেতন হিসাবে ১২ থেকে ১৬ হাজার টাকা দেওয়া হবে।

বয়স সীমা ::

০১.০১.২০২৪ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।

নির্বাচন প্রক্রিয়া ::

প্রার্থীদের কোন লিখিত পরীক্ষা দিতে হবে না। মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া ::

কয়েকটি ধাপে আপনি আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। দেখে নিন:

  1. প্রথম ধাপে, ইন্ডিয়া পোস্টের indiapostgdsonline.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  2. নিয়োগ নোটিফিকেশনটি পড়ে ও বুঝে নিতে হবে।
  3. আবেদন করতে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে নিতে হবে।
  4. প্রয়োজনীয় নথিপত্র দিয়ে ছবি সহ যাবতীয় যা চাওয়া হয়েছে সঠিক তথ্য গুলো দিয়ে নির্ভুল ভাবে ফর্মটি ফিলাপ করতে হবে।
  5. সব শেষে আবেদন ফি জমা দিতে হবে। এরপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

Vacancy Details :: 

Useful Links ::