GK Mock Test In Bengali Part - 5

নমস্কার সকলকে, তোমাদের সবার জন্যে আজ নিয়ে এলাম নতুন কুইজ টেস্ট প্রতিযোগিতা। এই GK Mock Test In Bengali Part - 5 - এ শুধু WBP এই নয়, সমস্ত রকম পরীক্ষার জন্য প্রশ্ন করা আছে যাতে সব competitive exam এ জন্য যাচাই হয়ে যাবে তোমরা কেমন প্রস্তুতি নিয়েছো। সুতরাং, আর দেরি নয় 20 টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যাটেন্ড করো আর জেনে নাউ নিজের প্রস্তুতি কেমন হয়েছে।

1. রবীন্দ্রনাথ ঠাকুর নিম্নের কোন ছদ্মনামে লিখতেন?

পরশুরাম
ভানুসিংহ
বনফুল
বীরবল

2. সবচেয়ে বেশি জনঘনত্ব পূর্ণ রাজ্য কোনটি ?

মহারাষ্ট্র
পশ্চিমবঙ্গ
বিহার
উত্তর প্রদেশ

3. পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কয়টি স্তর আছে ?

1
3
6
4

4. তথ্য জানার অধিকার আইন কত সালে পাশ হয় ?

2005 সালে
1952 সালে
1977 সালে
2000 সালে

5. পুলিকট হ্রদ কোন রাজ্যে অবস্থিত?

কেরালা
অন্ধপ্রদেশ
রাজস্থান
মধ্যপ্রদেশ

6. ডিনামাইট কে আবিষ্কার করেন?

আলফ্রেড নোবেল
জিলেট
গ্রাহাম বেল
হানিম্যান

7. কাকোরি ষড়যন্ত্র মামলায় কে যুক্ত ছিলেন?

আবুল কালাম আজাদ
সূর্যসেন
খান আবদুল গফফর খান
আসফুকুল্লা

8. লরিয়াস অ্যাথলিট এডভোকেট অফ দ্যা ইয়ার 2021 অ্যাওয়ার্ড পেলেন কে ?

রাফায়েল নাদাল
নাওমি ওসাকা
লুইস হ্যামিলটন
কেউ না

9. চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে কে পরাজিত হয়েছিল?

পুরু
আলেকজান্ডার
সেলুকাস
ওমভি

10. ভারতবর্ষের প্রথম মহিলা শাসক যিনি দিল্লির সিংহাসনে বসে ছিলেন, তার নাম কি?

জাহানারা
মমতাজ মহল
সুলতানা রাজিয়া
নুরজাহান

11. লাইফ ডিভাইন বইটির রচয়িতা কে?

মুলক রাজ অনান্ড
অরবিন্দ ঘোষ
জহরলাল নেহেরু
আবুল কালাম আজাদ

12. জাতীয় কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থী এই দুই দলে কবে বিভক্ত হয়?

1905 সালে
1935 সালে
1907 সালে
1919 সালে

13. স্যার সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন বিকিরণের কোন ঘটনার জন্য?

বিক্ষেপণ
বিচ্ছুরণ
ব্যতিচার
সমবর্তন

14. ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় ?

গভীরতা
বৈদ্যুতিক শক্তি
তেজস্ক্রিয়তা
অতিক্রান্ত দূরত্ব

15. কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয় ?

পশ্চিমবঙ্গ
কর্ণাটক
অন্ধ্রপ্রদেশ
তামিলনাড়ু

16. ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় ?

ইকোলজি
পোমোলজি
টক্সিকলজি
স্পার্মলজি

17. চতুর্থ বৌদ্ধ সভা কার উদ্যোগে অনুষ্ঠিত হয়?

অশোক
চন্দ্রগুপ্ত
কনিস্ক
হর্ষবর্ধন

18. কোন গ্রন্থটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত ?

থাইরয়েড গ্রন্থি
অ্যাড্রিনাল গ্রন্থি
পিটুইটারি গ্রন্থি
অগ্নাশয়

19. ভারতের উত্তরতম স্থানের নাম কি?

ইন্দিরা পয়েন্ট
ইন্দিরা পোর্ট
কিবিথু
ইন্দিরাকল

20. জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের কততম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন?

45 তম
46 তম
47 তম
48 তম