Kolkata Police Constable Mock Test 2022 Part - 4

1. “Safe Stree” এবং “My Law” নামে দুটি সাইবার সিকিউরিটি ক্যাম্পেইন লঞ্চ করলো কোন সোশ্যাল মিডিয়া কোম্পানী ?

টুইটার
ইনস্টাগ্রাম
হোয়াটসঅ্যাপ
ফেসবুক

2. তেজস্ক্রিয়তার আবিষ্কারক কে?

হেনরি বেকারেল
রবার্ট পিয়রী
রন্টজেন
কোনোটিই নয়

3. প্রশ্ন একটি সংখ্যা শ্রেণি দেওয়া আছে। প্রদত্ত বিকল্প গুলির মধ্য থেকে ঐরূপ আর একটি সংখ্যা নির্বাচন করো: 813,725,538

712
219
814
328

4. ICC Women"s ODI Batting Rankings-এ ভারতের মিথালী রাজ্যের স্থান কত ?

প্রথম
পঞ্চম
দ্বিতীয়
তৃতীয়

5. ২০২১-২৫ সালের জন্য UNESCO Executive Board-এ পুনরায় নির্বাচিত হলো কোন দেশ ?

জাপান
ভারত
আমেরিকা
বাংলাদেশ

6. রাইটার্স বিল্ডিং অভিযানের মাধ্যমে কোন ব্রিটিশ শাসককে হত্যা করা হয়?

স্যান্ডার্স
কর্নেল সিম্পসন
ল্যোমান
স্টিভেনসন

7. "India, that is Bharat: Coloniality, Civilisation, Constitution" শিরোনামে বই লিখলেন কে?

জে. সাই দীপক
মোহিত কুমার
অর্জুন নন্দী
শোভারাম বেশরা

8. হুতোম পেঁচা কার ছদ্মনাম?

কালীপ্রসন্ন সিংহ
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
বিনয় মুখোপাধ্যায়

9. সর্দার সরোবর প্রকল্প কোন নদীতে গড়ে উঠেছে ?

মহানন্দা
সরাবতী
নর্মদা
কাবেরী

10. একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 25√2 মিটার তাহলে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল কত ?

600
625
676
650

11. দ্বিতীয় পুলকেশির সভাকবি ছিলেন ?

হরিষেন
বানভট্ট
জয়দেব
রবিকীর্তি

12. আলেকজান্ডার কোথাকার রাজা ছিলেন ?

ম্যাসিডনের
কর্ণসুবর্ণ
আগ্রা
সিংহ পুর

13. ইভান গেলিস্তা টরেসিলি নামটি কিসের সঙ্গে যুক্ত ?

ক্রোনোমিটার
ব্যারোমিটার
ক্লাইনোমিটার
ম্যানোমিটার

14. সংযুক্তা পাণিগ্রাহী কোন নৃত্যের সাথে যুক্ত ?

ভারতনাট্যম
ওডিশি
কত্থক
কথাকলি

15. সেন্ট্রোজোম কে আবিষ্কার করেন ?

বভেরি
প্যালাড
রবার্ট হুক
কোনটাই নয়