ভারতের ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠাতা, সাল তালিকা | List of Historical Educational Institutions of India, Founder, Year [PDF]

ভারতের ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠাতা, সাল তালিকা - List of Historical Educational Institutions of India, Founder, Year [PDF]

ভারতের ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠাতা, সাল তালিকা | List of Historical Educational Institutions of India, Founder, Year [PDF]
List of Historical Educational Institutions of India, Founder, Year [PDF]

ভারতের ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠাতা, সাল তালিকা

ভারতের ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠাতা, সাল তালিকা - List of Historical Educational Institutions of India, Founder, Year [PDF]

নং শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা সাল
কলকাতা মাদ্রাসা ওয়ারেন হেস্টিংস ১৭৮১
এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স ১৭৮৪
বেনারস সংস্কৃত কলেজ জোনাথন ডানকান ১৭৯১
শ্রীরামপুর মিশন উইলিয়াম কেরি ১৮০০
ফোর্ট উইলিয়াম কলেজ লর্ড ওয়েলেসলি ১৮০০
হিন্দু কলেজ ডেভিড হেয়ার ১৮১৭
স্কুল বুক অফ সোসাইটি ডেভিড হেয়ার ১৮১৭
অ্যাংলো হিন্দু স্কুল রাজা রামমোহন রায় ১৮২২
অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন ডিরোজিও ১৮২৮
১০ স্কটিশ চার্চ কলেজ আলেকজান্ডার ডাফ ১৮৩০
১১ কলকাতা মেডিকেল কলেজ লর্ড বেণ্টিঙ্ক ১৮৩৫
১২ তত্ত্ববোধিনী পাঠশালা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ১৮৪০
১৩ বেথুন কলেজ জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বিটন ১৮৪৯
১৪ কলকাতা বিশ্ববিদ্যালয় চার্লস উড ১৮৫৭
১৫ মাদ্রাজ বিশ্ববিদ্যালয় চার্লস উড ১৮৫৭
১৬ মুম্বাই (বম্বে) বিশ্ববিদ্যালয় চার্লস উড ১৮৫৭
১৭ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সৈয়দ আহমেদ খাঁন ১৮৭৫
১৮ দয়ানন্দ অ্যাংলো-বৈদিক কলেজ লালা হংসরাজ ১৮৮৬
১৯ ন্যাশনাল এডুকেশন কাউন্সিল সতীশ চন্দ্র মুখার্জী ১৯০৬
২০ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট তারকনাথ পালিত ১৯০৬
২১ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় মদনমোহন মালব্য ১৯১৬
২২ SNDT Women’s University ধন্দ কেশব কার্ভে ১৯১৬
২৩ বসু বিজ্ঞান মন্দির আচার্য জগদীশচন্দ্র বসু ১৯১৭
২৪ বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুর ১৯২১
File Details:
PDF Name : ভারতের ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠাতা, সাল তালিকা
Language : History
Size : 0.5 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download

কিছু প্রশ্ন ও উত্তর

■ কলকাতা মেডিকেল কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন ?

Ans: লর্ড বেন্টিক 1835 সালে।

■ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন ?

Ans: মদনমোহন মালব্য। 

■ হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন ?

Ans: ডেভিড হেয়ার।

■ স্কটিশ চার্চ কলেজ কে প্রতিষ্ঠা করেন ?

Ans: আলেক্সান্ডার ডাফ।

■ বসু বিজ্ঞান মন্দির কবে প্রতিষ্ঠা করেন ?

Ans: 1917 সালে।

■ শ্রীরামপুর মিশন কে প্রতিষ্ঠা করেন ?

Ans: উইলিয়াম কেরি।

■ এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ?

Ans: 1784 সালে।

■ কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয় ?

Ans: 1781 সালে (মতান্তরে 1780)।

■ কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন ?

Ans: ওয়ারেন হেস্টিংস।

■ এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?

Ans: উইলিয়াম জোন্স।

■ বেনারস সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেন ?

Ans: জোনাথন ডানকান।

■ ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন ?

Ans: লর্ড ওয়েলেসলি।

■ ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?

Ans: 1800 সালে।

■ শ্রীরামপুর মিশন কবে প্রতিষ্ঠিত হয় ?

Ans: 1800 সালের 10ই জানুয়ারি।

■ স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?

Ans: ডেভিড হেয়ার।

■ হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?

Ans: 1817 সালে।