Online Mock Test In Bengali For All Competitive Exam 2021 Part - 16

নমস্কার সকলকে, আজকের কুইজ টি WBP উপর Online Mock Test In Bengali এর 16 নম্বর পর্বে। এই কুইজ টেস্ট পর্বে 15 টি প্রশ্ন আছে, কোনো সময় ধার্য নেই। এই Quiz Test এ Grade সিস্টেম আছে, যথা A Grade, B Grade, ও C গ্রেড, যদি তোমরা A পেয়ে থাকো এই Test টিতে তাহলে তোমাদের প্রস্তুতি ঠিক চলছে, যদি তোমরা B পেয়ে থাকো তবে তোমাদের প্রস্তুতি আরো বাড়াতে হবে এবং যদি তোমরা C পেয়ে থাকো তবে তোমরা কোনো চাকরী পরীক্ষার জন্য প্রস্তুতি নও। আশা করছি তোমরা সবাই AA এই পাবে, এবং সম্পূর্ণরূপে সফল হবেই। তাহলে চলো দেরি না করে এই কুইজ প্রতিযোগিতাই অংশ গ্রহণ করে কে কত পেয়েছো সেটা আমাদের "Telegram" চ্যানেল "AskMore.In :: Online Job Exam Preparation" - এ জানাও।

1. কত খ্রিস্টাব্দে মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয় কবে ?

১৯৩৮ খ্রিস্টাব্দে
১৯৩৬ খ্রিস্টাব্দে
১৯৩৪ খ্রিস্টাব্দে
১৯৩১ খ্রিস্টাব্দে

2. কোষ ঝিল্লির শুষ্ক ওজনের প্রায় 75 ভাগ কোন পদার্থ দ্বারা গঠিত ?

প্রোটিন
লিপিড
স্টার্চ
সেলুলোজ

3. কোন রোগটি ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্টি ?

কলেরা
ডেঙ্গু
ম্যালেরিয়া
হেপাটাইটিস

4. কোষ প্রাচীর কয়টি স্তরে বিভক্ত ?

2 টি
3 টি
4 টি
6 টি

5. DNA অনু কয়টি নিউক্লিওটাইডের বিন্যাস দ্বারা গঠিত ?

1 টি
2 টি
3 টি
4 টি

6. প্রতিটি বাইভ্যালেন্ট থেকে কত ক্রোমাটিডের সৃষ্টি হয় ?

2 টি
4 টি
8 টি
16 টি

7. কোন উপাদানটিকে নিউক্লিয়েজ এনজাইম থেকে রাইবোজোম রক্ষা করে ?

RRNA
TRNA
MRNA
কোনোটিই নয়

8. আন্তজাতিক নদী কাকে বলা হয় ?

দানিউব
সিন্ধু
গঙ্গা
নীলনদ

9. পরমাণুর ব্যস মাপার একক কোনটি ?

মিলিমিটার
ফার্মি
অ্যাঙস্ট্রম
পারসেক

10. অ্যাভোগাড্রো সংখ্যার মান কে সর্বপ্রথম নির্ণয় করেন ?

বিজ্ঞানী মিলিকান
বিজ্ঞানী অ্যাভোগাড্রো
বিজ্ঞানী ল্যাভেসিয়র
বিজ্ঞানী ডালটন

11. নিচের কোনটির সাধারণ নাম ওয়াশিং সোডা ?

ক্যালশিয়াম কার্বনেট
ক্যালশিয়াম বাইকার্বনেট
সোডিয়াম কার্বনেট
সোডিয়াম বাইকার্বনেট

12. ভারতের বিপ্লববাদের জনক বলা হয় -

মাদাম কামা
প্রমথনাথ মিত্র
বাসুদেব বলবন্ত ফাদকে
কোনোটিই নয়

13. লাইকার অ্যামোনিয়াতে কত শতাংশ NH3 থাকে ?

15%
30%
35%
55%

14. SI তে দৈঘ্যের একক কি ?

কিমি
সেমি
ডেকামিটার
মিটার

15. পচা ডিমের মতো গন্ধযুক্ত একটি গ্যাস হলো -

অ্যামোনিয়া
হাইড্রোজেন সালফাইড
ফসফিন
কোনোটিই নয়