Reasoning Mocktest in Bengali Part - 2 || রিজনিং মকটেস্ট পর্ব – ২

নমস্কার, আসন্ন সমস্ত রকম চাকরীর পরীক্ষার জন্য উপযোগী এই রিজনিং । তাই এটি Reasoning Mocktest in Bengali Part - 2 || রিজনিং মকটেস্ট পর্ব – ২ নম্বর মক টেস্ট চলছে । সময় অপচয় না করে এই রিজনিং গুলো সলভ করবার চেষ্টা করো। ভবিষ্যতে অনেক কাজে লাগবে।

1. শূন্যস্থানে কি বসবে : 6,12, 21, __, 48 ?

33
38
40
45

2. পঞ্চতন্ত্র : বিষ্ণুগুপ্ত : : সূর্যসিদ্ধান্ত : ?

সুশ্রুত
বাৎস্যায়ন
সমুদ্রগুপ্ত
আর্যভট্ট

3. লুপ্ত সংখ্যাটি নির্ণয় কর : 5, 11, 21, 43, 53, 107, ?

117
120
127
130

4. একটি নির্দিষ্ট কোডে যদি HAPPY কে লেখা হয় IBQQZ তবে SORROW কি কিভাবে লেখা হবে ?

TPSSXX
TTPSSPX
TPPSPX
TPSSPX

5. অভিধান অনুযায়ী সাজালে প্রদত্ত শব্দগুলোর সঠিক ক্রম কি হবে নির্ণয় করো: [1] Counter [2] Courier [3] Courage [4] Counsel [5] Country

4,1,2,3,5
4,1,5,3,2
5,1,4,2,3
5,4,2,1,3

6. মানস : অসম : : বান্ধবগড় : ?

ঝারখন্ড
উত্তরপ্রদেশ
ছত্তিশগড়
মধ্যপ্রদেশ

7. সঠিক উত্তর নির্বাচন : ভারত : রূপী :: রাশিয়া : ?

ডলার
রুবেল
পাউন্ড
দিনার

8. প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে : 4, 10, 22, 46, ? , 190

56
94
16
76

9. সঠিক উত্তর নির্বাচন করো : 7 : 56 : 8 : ?

64
81
56
72

10. FJUL : BOQQ :: LHRX : ?

BKPR
MNCC
HRYY
HMNC

11. লুপ্ত সংখ্যাটি নির্ণয় কর : 17,23,19,25,21,27, ?

23
22
24
29

12. শূন্যস্থান পূরণ করো : 87,90,84,88,81,_,_ ?

85,93
86,98
86,78
86,68

13. ভুল সংখ্যাটি নির্ণয় কর: 3, 5, 8, 13, 22, 40, 72

40
22
13
72

14. ফটোতে এক ব্যক্তিকে দেখিয়ে অনিল বললো, "তার বাবা হল আমার মায়ের একমাত্র পুত্র।" এটি কার ছবি?

অনিল
অনিলের ভাই
অনিলের পুত্র
অনিলের বাবা

15. শূন্যস্থানে কি বসবে : 21, 23, 27, 33, __ ?

37
41
43
49