SSC GD Online Test in Bengali (2021) Part - 4

আসন্ন এসএসসি পরীক্ষায় প্রস্তুতি কেমন হয়েছে তারজন্য মক টেস্ট দেওয়া হয়েছে, এই মক টেস্ট গুলি খুব যত্ন সহকারে করা হয়েছে। তোমরা দেখো এই মক টেস্ট গুলি দিয়ে কত স্কোর করতে পারছো।

1. প্রথম পানিপথের যুদ্ধ বাবর এবং ইব্রাহিম লোদীর মধ্যে হয়েছিল। বাবর তখন কোথাকার শাসক ছিলেন?

কাবুল
পানিপথ
বিহার
দিল্লি

2. দ্যা ডন কোন দেশের সংবাদপত্র?

পাকিস্তান
নিউজিল্যান্ড
ভারত
দক্ষিণ কোরিয়া

3. আকবরের সমাধি ক্ষেত্র কোথায় অবস্থিত?

উদয়পুর
আকবরপুর
ফতেপুর সিক্রি
সেকেন্দ্রাবাদ

4. জলদাপাড়া অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?

তামিলনাড়ু
মধ্যপ্রদেশ
উত্তর প্রদেশ
পশ্চিমবঙ্গ

5. বৈষ্ণবী দেবী মন্দির কোথায় অবস্থিত?

দিল্লি
চেন্নাই
জম্মু-কাশ্মীর
দেরাদুন

6. ভারতের কোন রাজ্যে 56 তম ন্যাশনাল ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চলেছে?

নাগাল্যান্ড
মনিপুর
মেঘালয়
আসাম

7. বিজয়নগর কোন রাজ্যের 31 তম জেলা হল?

রাজস্থান
তামিলনাড়ু
কর্ণাটক
উত্তরাখণ্ড

8. ডাবলিন কোন দেশের রাজধানী?

আয়ারল্যান্ড
ইংল্যান্ড
স্কটল্যান্ড
হল্যান্ড

9. আকবরনামা গ্রন্থের লেখক কে?

বাদাউনি
কাফি খাঁ
আবুল ফজল
আকবর

10. মোহিনীঅট্টম কোন রাজ্যের প্রচলিত নৃত্য?

মনিপুর
কর্ণাটক
তামিলনাড়ু
কেরল

11. ভারত স্বাধীনতা হওয়ার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন?

অ্যানি বেসান্ত
ক্লিমেন্ট এটলি
লর্ড ডালহৌসি
ওয়ারেন হেস্টিংস

12. ঘর্ঘরার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?

বাবর এবং মামুদ লোদী
বাবর এবং ইব্রাহিম লোদী
বাবর এবং রানা
কোনাটিই নয়

13. ক্রেস্কোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন?

ক্যামিলো গলগী
উইলিয়াম হার্ভে
জগদীশচন্দ্র বসু
গ্যালিলিও

14. 2021 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেতে চলেছেন কে?

স্যুকুরো মানাবে
ক্লাউজ হ্যাসেলম্যান
জর্জিও প্যারিসি
উপরের সবকটি

15. ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত?

দিল্লি
দেরাদুন
চেন্নাই
মুম্বাই