The Solar System and The Earth GK Bengali | সৌরজগত ও পৃথিবী জিকে প্রশ্নোত্তর বাংলায় All Competitive Exam GK
সকলকে নমস্কার, আজকের বিষয়টি হল "The Solar System and The Earth GK Bengali | সৌরজগত ও পৃথিবী জিকে প্রশ্নোত্তর বাংলায়" এর সমন্ধে। সৌরজগৎ নিয়ে একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন গুলো তুলে ধরা হয়েছে। আর এই সব ধরনের প্রশ্ন গুলো সমস্ত চাকরির পরীক্ষায় কম - বেশি 3-4 টি প্রশ্ন আসেই। সুতরাং, খুব মনোযোগ দিয়ে পড়ে ও দেখে নাও। ভবিষ্যত এ যে কোনো পরীক্ষায় অনেক সাহায্য করবে।
1. সূর্যের নিকটতম গ্রহের নাম কি ?
উঃ বুধ
2. সূর্যের দূরতম গ্রহের নাম কি ?
উঃ প্লুটো।
3. পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি ?
উঃ শুক্র।
4. সৌরজগতে আয়তনে ক্ষুদ্রতম ও বৃহত্তম গ্রহের নাম কি ?
উঃ ক্ষুদ্রতম – বুধ।
বৃহত্তম – বৃহস্পতি।
5. সৌরজগতের উজ্জ্বলতম উষ্ণতম গ্রহের নাম কি ?
উঃ শুক্র।
6. সৌরজগতের নীল গ্রহ বা Blue Planet কোন গ্রহ কে বলেে ?
উঃ পৃথিবী কে।
7. কোন গ্রহকে সৌরজগতের লাল গ্রহ বলা হয় ?
উঃ মঙ্গল।
8. সৌরজগতের কোন গ্রহ গুলির মধ্যে কার কার বলয় দেখা যায় ?
উঃ ইউরেনাস ও শনির।
9. শনির উপগ্রহ কতগুলি ?
উঃ 69 টি।
10. কোন গ্রহের আবর্তন ও পরিক্রমণ কাল একই ?
উঃ শুক্র গ্রহের।
11. চাঁদ সংক্রান্ত গবেষণার নাম কি ?
উঃ সেলেনোলজি।
12. কোন গ্রহে "গ্রেট ব্লাক স্পট" দেখা যায় ?
উঃ নেপচুন।
13. সৌরজগতের কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে ?
উঃ শুক্র।
14. সৌরজগতের নিকটতম নক্ষত্রের নাম কি ?
উঃ প্রক্সিমা সেন্টারাই।
15. সৌরজগতের বাইরে উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি ?
উঃ সিরিয়াস (অপর নাম ডগ স্টার)।
16. পৃথিবীর উপগ্রহের নাম কি ?
উঃ চাঁদ।
17. মঙ্গলের উপগ্রহের নাম কি ?
উঃ ফোবোস ও ডিমোস।
18. সৌরজগতের সবথেকে বড় উপগ্রহের নাম কি এবং এটি কার উপগ্রহ ?
উঃ গ্যানিমিড । বৃহস্পতির উপগ্রহ ।
19. সৌরজগৎ কবে গঠিত হয় ?
উঃ প্রায় ৪.৬ বিলিয়ন বছর আগে।
20. নেপচুনের উপগ্রহ নাম কি ?
উঃ টাইটন।
21. সবচেয়ে বড় নক্ষত্রের নাম কী?
উঃ মিউ সাকাই।
22. সৌরজগতের কোন গ্রহকে সবুজ গ্রহ বা Green Planet বলে ?
উঃ ইউরেনাসকে।
23. কোন গ্রহে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি রয়েছে?
উঃ শুক্র।
24. বৃহস্পতি এর উপগ্রহের সংখ্যা কতগুলি ?
উঃ ১৬ টি । যথা - লো, ইউরোপা, গ্যানিমেড, ইত্যাদি।
25. প্লুটোর কয়টি উপগ্রহ আছে?
উঃ ১ টি।
26. বৃহস্পতির আবহাওয়া মন্ডল কোন কোন গ্যাস দ্বারা গঠিত ?
উঃ হাইড্রোজেন ও হিলিয়াম।
27. আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী?
উঃ লুব্ধক।
28. টাইটান কোন গ্রহের উপগ্রহের নাম ?
উঃ শনি।
☛ সৌরজগতের বৃহত্তম উপগ্রহ।
29. সৌরজগতের দ্রুততম আবর্তন কারী গ্রহের নাম কি ?
উঃ বৃহস্পতি।
30. হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায় ?
উঃ ৭৬ বছর অন্তর।
☛ ১৯৮৬ সালে ৮ই মার্চ শেষবারের মতো দেখা গিয়েছিল।
31. কোন রেখায় পৃথিবীর আবর্তন বেগ সবথেকে বেশি রেখায় পৃথিবীর আবর্তন বেগ সবথেকে বেশি ?
উঃ নিরক্ষরেখায়। ঘন্টায় ১৭০০ কিলোমিটার।
32. প্লুটোর উপগ্রহের নাম কি
উঃ চারণ।
33. কোন দিন উত্তর গোলার্ধে বসন্তকাল ?
উঃ ২১ শে মার্চ। এদিনটি কে মহাবিষুব বলে।
34. অ্যান্ড্রোমডা গ্যালাক্সিতে কয়টি তারা রয়েছে?
উঃ ১ ট্রিলিয়ন।
35. শান্ত সাগর কোথায় অবস্থিত ?
উঃ চাঁদে।
36. পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি ?
উঃ শুক্র ।
37. সূর্যের চারিদিকে পরিক্রমণ করতে ইউরেনাসের কত সময় লাগে ?
উঃ ৮৪ বছর ১ মাস ।
38. সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে বৃহস্পতির কত সময় লাগে ?
উঃ ১২ বছর ।
39. সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে শনির কত সময় লাগে ?
উঃ ২৯ বছর ৬ মাস ।
40. সূর্য থেকে বুধের দূরত্ব কত ?
উঃ প্রায় ৫ কোটি ২৭ লক্ষ কিমি ।
41. আয়তন অনুসারে সূর্য পৃথিবীর কত নং গ্রহ ?
উঃ পঞ্চম গ্রহ । ( প্রথম – বৃহস্পতি , দ্বিতীয় – শনি , তৃতীয় – ইউরেনাস , চতুর্থ নেপচুন ) ।
42. সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে পৃথিবীর কত সময় লাগে ?
উঃ ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেণ্ড ।
43. এরাটস্থনিস পৃথিবীর ব্যাসার্ধ কত নির্ণয় করেছিলেন ?
উঃ ৬৪০০ কিমি ।
44. আলাের গতিবেগ কত ?
উঃ সেকেণ্ডে প্রায় ৩ লক্ষ কিমি (১ লক্ষ ৮৬ হাজার মাইল) ।
45. পৃথিবীর কটি গতি ও কী কী ?
উঃ দুটি গতি । যথা - আহ্নিক গতি ও বার্ষিক গতি ।