WBJEE ANM & GNM 2022 Mock Test in Bengali EP – 1

WBJEE ANM & GNM 2022 Mock Test in Bengali EP – 1

1. শরীরের সবচেয়ে ছোট হাড়ের নাম কি ?

ফিমার
স্টেপিস
হিউমেরাস
কোনটাই নয়

2. চামড়ার বেশিরভাগ অংশ পুড়ে গেলে মানুষ মারা যায় কেন ?

প্রচন্ড জ্ব্লোনির জন্য
বাইরের জীবানুর দ্বারা সংক্রমণের জন্য
হাট ফেল করবার জন্য
কোনটাই নয়

3. মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস হল ?

রক্ত সংবহন
পরিপাক
গ্রহণ খাদ্য
শ্বসন

4. রক্তে হিমোগ্লোবিনের কাজ হল ?

রোগ প্রতিরোধ করা
অক্সিজেন পরিবহন করা
রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
উপরের সবগুলিই

5. মানবদেহে জেরোপথ্যালমিয়া হয় কোন ভিটামিনের অভাবে ?

ভিটামিন A
ভিটামিন C
ভিটামিন D
ভিটামিন K

6. যে উপক্ষার থেকে হাঁপানির ওষুধ তৈরি হয়—

অ্যাট্রোপিন
এমিটিন
মরফিন
ডাটুরিন

7. স্বাভাবিক মানবদেহে মোট রক্তের পরিমান কত ?

মোট ভরের ৯%
মোট ভরের ৭%
মোট ভরের ১১%
মোট ভরের ৩০%

8. কোন গ্যাসের চাপে রুটি ফাঁপা হয় ?

O2
H2
CO
CO2

9. সুষম খাদ্যের উপাদান কয়টি ?

৬ টি
৫ টি
৪ টি
৮ টি

10. ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষ হলো ?

মেসোহিপ্পাস
ইক্যুয়াস
মেরিচিপ্পাস
ইউহিপ্পাস

11. মানবদেহের হৃৎপিন্ডের স্বাভাবিক ওজন গড়ে কত ?

750 গ্রাম
180 গ্রাম
480 গ্রাম
300 গ্রাম

12. গ্লাইকোজেন কোথায় সঞ্চিত হয় ?

রক্তরসে
বৃক্কে
অগ্ন্যাশয়ে
যকৃতে

13. সর্বজনীন দাতা কোন শ্রেণীর রক্তকে বলা হয় ?

O
B
B -
AB

14. প্লাষ্টিড থাকেনা কোনটিতে ?

দেহকোষে
জননকোষে
উদ্ভিদকোষে
প্রাণীকোষে

15. রক্তে কত শতাংশ রক্তকণিকা থাকে ?

45
55
35
40

16. ইষ্ট কোন কিংডোমের অন্তর্গত ?

মনেরা
ফানজাই
প্লান্টি
প্রোটিষ্টা

17. ডেঙ্গু নির্ণয় করা হয় যে যন্ত্রের সাহায্যে—

বিলিরুবিনো মিটার
ইমিউনো মিটার
বায়োটেক রিডার
কোনোটিই সঠিক নয়

18. উদ্ভিদ কোষে অক্সিনের পরিবহন কিরূপ ?

উর্ধ্বমুখী
নিম্নমুখী
অস্বাভাবিক
স্বাভাবিক

19. কফি প্রস্তুত হয় কী থেকে ?

ছাল
বীজ
ফুল
পাতা

20. কোনধরনের খাদ্যের শ্বেতসার সহজে হজম হয় না ?

সিদ্ধ করা
রান্না করা
কাঁচা
কোনটিই নয়